বনগাঁ, 7 জানুয়ারি : গোঁসা কমেনি শান্তনু ঠাকুরের । সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হলে তিনি বিজেপির কোনও কর্মসূচিতে যোগ দেবেন না ঘোষণা করেছেন । এদিন মতুয়াদের সভায় বিজেপির পতাকা ঝোলানোর কথা শুনে রাস্তা থেকেই ফিরে গেলেন । দাদা সুব্রত ঠাকুর মাঠ পর্যন্ত গেলেও মঞ্চে উঠলেন না । ফলে দলের সঙ্গে শান্তনুর দড়ি টানাটানি জারিই রইল ।
অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে বুধবার উত্তর 24 পরগনার বাগদায় রামনগর স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয় । সকাল থেকে তাঁর নামে প্রচার হলেও শেষ পর্যন্ত সেই সভায় যোগ দিলেন না বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । সভার মাঠে শান্তনুর দাদা সুব্রত ঠাকুর হাজির হয়েও মঞ্চে উঠলেন না । উদ্যোক্তাদের কয়েক জনের সঙ্গে কথা বলে ফিরে গেলেন । তারপরই সভায় চরম বিশৃঙ্খলা হয় ।
যোগ দেওয়ার কথা থাকলেও কেন মাঝপথ থেকে শান্তনু ফিরে গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে । ইতিমধ্যে তাঁকে তুষ্ট করতে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা ভেঙে স্বতন্ত্র বনগাঁ জেলা করা হয়েছে । সেই জেলার সভাপতি করা হয়েছে শান্তনুর অনুগামী মনস্পতি দেবকে । শুধু তাই নয় । সিদ্ধান্ত হয়েছে আগামী 30 জানুয়ারি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে মতুয়াদের একটি সভায় যোগ দেবেন । সেদিন তিনি ওই মঞ্চ থেকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন ।
আরও পড়ুন :- সিএএ বিরোধী দলে যোগ দেব না : শান্তনু ঠাকুর
এদিন বাগদায় মতুয়াদের ওই সভায় বিজেপির দলীয় পতাকা ছিল । রাস্তাতেই সেই খবর শান্তনুর কাছে পৌঁছে যায় । যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক অমৃতলাল বিশ্বাস বলেন, ‘‘কলকাতায় শান্তনু ঠাকুরের জরুরি মিটিং রয়েছে । তাই বাগদা বাজার পর্যন্ত এসে ফিরে গিয়েছেন ।’’