ETV Bharat / state

Post Poll Violence: 'মমতার রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে', কটাক্ষ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির - পঞ্চায়েত নির্বাচন

বাংলার আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ৷ পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগে রাজ্যের শাসকদলকে নিশানা করেন কমিটির সদস্য সাংসদ সরোজ পান্ডে ৷

Post Poll Violence ETV BHARAT
Post Poll Violence
author img

By

Published : Jul 19, 2023, 1:50 PM IST

মমতাকে নিশানা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির

দেগঙ্গা, 19 জুলাই: ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার সবচেয়ে বেশি হিংসা এই দাবি তুলে মমতার বিরুদ্ধে কটাক্ষ করলেন মিটির নেতৃত্বে থাকা সাংসদ সরোজ পান্ডে । তিনি বলেন, " পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলেন ৷ কিন্তু, তাঁর রাজ্যেই গণতন্ত্রের হত্যা হচ্ছে ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতন্ত্রের কথা মানায় না ।" মঙ্গলবার বিকেলে উত্তর 24 পরগনার দেগঙ্গায় আক্রান্ত 3 বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যান বিজেপি পাঁচ মহিলা সাংসদ ৷ সেখানেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রতিনিধিরা ৷

বিজেপি সাংসদ সরোজ পান্ডে বলেন, ‘‘এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এখানে অত‍্যাচার চলছে মহিলাদের ওপর ৷ মুখ্যমন্ত্রীর নাম মমতা হলেও তার মধ্যে কোনও মমতার ছোঁয়া নেই ৷ সামান্য পঞ্চায়েত ভোট ঘিরে সন্ত্রাস, হিংসা, মারামারি, বিরোধী দলের কর্মীদের অত‍্যাচার,ঘরছাড়া ! যেটা হচ্ছে এখানে তা দেশের কোনও রাজ্যে হয়নি ৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা গোটা দেশের মধ্যে খারাপ ৷ এটা বারবার প্রকাশ্যে এসেছে ৷’’

বিজেপির পাঁচ সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 167 নম্বর বুথের বিজেপি কর্মী মহন্ত দাসের বাড়িতে যান ৷ অভিযোগ নির্বাচনের আগে ও পরে দু’বার বিজেপির এই কর্মীর উপর হামলা হয় ৷ এমনকি তাঁর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ এ দিন আক্রান্ত মহন্ত দাস এবং তাঁর পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কথা বলে হামলার বিস্তারিত বিবরণ শোনেন বিজেপির প্রতিনিধি দল ৷ তাঁদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সব তথ্য নথিভুক্ত করেছে কমিটি ৷

আরও পড়ুন: সোনারপুরে মোট ভোটারের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল, আদালতের পথে বিজেপি

এরপরেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হাদিপুর-ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মিলন দাস এবং সমীর ভক্তের বাড়িতে যান ৷ এই দু'জন এবার বিজেপির নির্বাচনী এজেন্ট ছিলেন ৷ সেই কারণেই নির্বাচনের দিন তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ ৷ আক্রান্ত বিজেপি কর্মী এবং তাঁদের পরিবারের সঙ্গে সদস্যরা কথা বলেন কমিটির প্রতিনিধিরা ৷ এই সব তথ্যের ভিত্তিতে কমিটি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে বিস্তারিত রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন সরোজ পান্ডে ৷

সবশেষে তিনি বলেন, ‘‘এই রাজ্যে বিজেপির সংগঠন বাড়ছে ৷ তা দেখে ভয় পেয়েই শাসকদল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ৷ যেখানে বিজেপি প্রার্থীদের জয়ের সম্ভাবনা ছিল, সেখানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ৷ গণতন্ত্রে সব রাজনৈতিক দলই ভোটে লড়বে, এটাই স্বাভাবিক ৷ কিন্তু, সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করেছে রাজ্যের শাসকদল ৷ রাজ্যের সর্বত্র বিরোধীদের উপর সন্ত্রাস এবং ভয় দেখানো হচ্ছে ৷ ফের দলীয় কর্মীদের ভয় দেখালে, দল চুপ করে থাকবে না ৷ তা বরদাস্তও করবে না ৷’’

মমতাকে নিশানা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির

দেগঙ্গা, 19 জুলাই: ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার সবচেয়ে বেশি হিংসা এই দাবি তুলে মমতার বিরুদ্ধে কটাক্ষ করলেন মিটির নেতৃত্বে থাকা সাংসদ সরোজ পান্ডে । তিনি বলেন, " পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলেন ৷ কিন্তু, তাঁর রাজ্যেই গণতন্ত্রের হত্যা হচ্ছে ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতন্ত্রের কথা মানায় না ।" মঙ্গলবার বিকেলে উত্তর 24 পরগনার দেগঙ্গায় আক্রান্ত 3 বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যান বিজেপি পাঁচ মহিলা সাংসদ ৷ সেখানেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রতিনিধিরা ৷

বিজেপি সাংসদ সরোজ পান্ডে বলেন, ‘‘এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এখানে অত‍্যাচার চলছে মহিলাদের ওপর ৷ মুখ্যমন্ত্রীর নাম মমতা হলেও তার মধ্যে কোনও মমতার ছোঁয়া নেই ৷ সামান্য পঞ্চায়েত ভোট ঘিরে সন্ত্রাস, হিংসা, মারামারি, বিরোধী দলের কর্মীদের অত‍্যাচার,ঘরছাড়া ! যেটা হচ্ছে এখানে তা দেশের কোনও রাজ্যে হয়নি ৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা গোটা দেশের মধ্যে খারাপ ৷ এটা বারবার প্রকাশ্যে এসেছে ৷’’

বিজেপির পাঁচ সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা বেড়াচাপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 167 নম্বর বুথের বিজেপি কর্মী মহন্ত দাসের বাড়িতে যান ৷ অভিযোগ নির্বাচনের আগে ও পরে দু’বার বিজেপির এই কর্মীর উপর হামলা হয় ৷ এমনকি তাঁর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ এ দিন আক্রান্ত মহন্ত দাস এবং তাঁর পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কথা বলে হামলার বিস্তারিত বিবরণ শোনেন বিজেপির প্রতিনিধি দল ৷ তাঁদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সব তথ্য নথিভুক্ত করেছে কমিটি ৷

আরও পড়ুন: সোনারপুরে মোট ভোটারের চেয়ে দেড় গুন বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল, আদালতের পথে বিজেপি

এরপরেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হাদিপুর-ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মিলন দাস এবং সমীর ভক্তের বাড়িতে যান ৷ এই দু'জন এবার বিজেপির নির্বাচনী এজেন্ট ছিলেন ৷ সেই কারণেই নির্বাচনের দিন তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ ৷ আক্রান্ত বিজেপি কর্মী এবং তাঁদের পরিবারের সঙ্গে সদস্যরা কথা বলেন কমিটির প্রতিনিধিরা ৷ এই সব তথ্যের ভিত্তিতে কমিটি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে বিস্তারিত রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন সরোজ পান্ডে ৷

সবশেষে তিনি বলেন, ‘‘এই রাজ্যে বিজেপির সংগঠন বাড়ছে ৷ তা দেখে ভয় পেয়েই শাসকদল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ৷ যেখানে বিজেপি প্রার্থীদের জয়ের সম্ভাবনা ছিল, সেখানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ৷ গণতন্ত্রে সব রাজনৈতিক দলই ভোটে লড়বে, এটাই স্বাভাবিক ৷ কিন্তু, সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করেছে রাজ্যের শাসকদল ৷ রাজ্যের সর্বত্র বিরোধীদের উপর সন্ত্রাস এবং ভয় দেখানো হচ্ছে ৷ ফের দলীয় কর্মীদের ভয় দেখালে, দল চুপ করে থাকবে না ৷ তা বরদাস্তও করবে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.