বারাসত, 5 ডিসেম্বর : ভোটের আগে বহিরাগত তত্ত্বে সরগরম রাজ্য রাজনীতি । এরই মাঝে BJP-র কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় গৃহ সম্পর্ক অভিযানে আসেন বারাসতের সত্যনারায়ণ পল্লীতে । এদিকে, তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে, বহিরাগত লোকজন এনে গেরুয়া শিবির রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে । পালটা BJP-ও বহিরাগত ইশুতে মুখ খুলছেন । আক্রমণ করছেন শাসকদল তৃণমূলকে ।
বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, " BJP-র সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে না পেরে বহিরাগত তত্বের অভিযোগ খাঁড়া করছে শাসকদল । ওদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে । সেই কারণে অবাস্তব কথা বলছেন ৷ কিন্তু এখন এই ধরনের কথা মানুষ বিশ্বাস করছে না ৷ মুখ্যমন্ত্রী তো অসম ও ত্রিপুরাতে রাজনীতি করতে গিয়েছিলেন । তখন বহিরাগত তত্ত্বের কথা মনে ছিল না? ভারত এক ও অটুট । এখানে যে কোনও লোক যে কোনও জায়গায় যেতে পারে । আমরা সকলেই ভারতবাসী । এটা আমাদের পরিচয় । এখানে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের লোক বলে কিছু হয়না । আসলে নিজেদের গড় রক্ষা করতে পারবে না বুঝতে পেরে এসব কথা বলে বিভাজন তৈরি করার চেষ্টা করছে শাসকদল ৷"
BJP-র জেলা সভাপতি আরও বলেন, "এর আগে তো ইন্দিরা গান্ধি থেকে কংগ্রেসের হেভিওয়েট নেতারা রাজ্যে এসেছেন । তাহলে কি তাঁরা বহিরাগত হয়ে গেলেন?BJP পার্টি সর্বভারতীয় । আমাদের কেন্দ্রীয় নেতারা তো ভোট প্রচারে এই রাজ্যে আসবেনই । তৃণমূল আঞ্চলিক দল হয়েও অন্য রাজ্য যায় না ভোট প্রচারে । তখন মনে থাকে না বহিরাগত তত্ত্বের কথা । এইসব ফালতু কথা বলে বিশেষ কোনও লাভ হবে না ৷ "