ETV Bharat / state

BJP Protest: গ্রেফতার জ্যোতিপ্রিয়, বিধাননগরে প্রতীকী চাল বিতরণ বিজেপির - bjp protest

শুক্রবারই রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর গ্রেফতারিতে প্রতীকী চাল বিতরণ করল বিজেপি ৷

ETV Bharat
বিজেপির চাল বিতরণ বিধাননগরে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 6:18 PM IST

বিজেপির চাল বিতরণ বিধাননগরে

কলকাতা, 27 অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় শুক্রবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি ৷ লোকসভা ভোটের আগে রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রীর এই গ্রেফতারি গেরুয়া শিবিরের কাছে বড় অস্ত্র বলা যায় ৷ জ্যোতিপ্রিয়র এই গ্রেফতারি নিয়ে প্রচারে নেমে এদিন বিধাননগর বিজেপির পক্ষ থেকে প্রতীকী চাল বিতরণ করা হয় ।

শুক্রবার দুপুরে চালের প্যাকেট হাতে রাস্তায় নামেন বিধাননগর মণ্ডল-2 এর বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁরা জানান, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্র থেকে পাঠানো রেশনের চাল, গরিব মানুষের মুখের গ্রাস চাল-গম যারা চুরি করেছে ৷ বিজেপির দাবি, দুর্নীতির 25 শতাংশ অংশ যাদের কাছে গিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে, এবার যারা বাকি 75 শতাংশ পেয়েছে তাদের গ্রেফতার করা হোক ৷

এই প্রসঙ্গে বিধাননগরের বিজেপি নেতা সঞ্জয় পয়রা বলেন, "যারা দুর্নীতির 75 শতাংশের ভাগ পেয়েছেন, তাদের গ্রেফতার করতে হবে ৷ গরিব মানুষের জন্য বরাদ্দ চাল লুট হয়ে যাওয়ায় চালের চোর ধরা পড়েছে, সুতরাং চুরি হওয়ার সামগ্রীও আজ নয় তো কাল ধরা পড়বে ৷ গরিব মানুষের মুখের গ্রাস যারা কেড়েছে তাদের ধরা হচ্ছে ৷ সেই চালও গরিবদের ফেরত দেওয়া হবে, তার আগে আমরা প্রতীকী দুমুঠো চাল তুলে দিচ্ছি গরিব মানুষকে ৷ যাঁরা দিন আনেন দিন খান, রিকশাচালক তাঁদের হাতে দুমুঠো চাল আমরা তুলে দিচ্ছি ৷" এদিন বিধাননগরে বিজেপির তরফে চালের প্যাকেট বিতরণ করা হয় ৷

আরও পড়ুন: জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল কোর্টে পেশ, হেফাজতে চায় ইডি

দীর্ঘ প্রায় 20 ঘণ্টা জেরার পর শুক্রবার ভোর রাতে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এদিনই জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে ৷ 11 দিনের ইডি হেফাজত হয়েছে তাঁর ৷

বিজেপির চাল বিতরণ বিধাননগরে

কলকাতা, 27 অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় শুক্রবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি ৷ লোকসভা ভোটের আগে রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রীর এই গ্রেফতারি গেরুয়া শিবিরের কাছে বড় অস্ত্র বলা যায় ৷ জ্যোতিপ্রিয়র এই গ্রেফতারি নিয়ে প্রচারে নেমে এদিন বিধাননগর বিজেপির পক্ষ থেকে প্রতীকী চাল বিতরণ করা হয় ।

শুক্রবার দুপুরে চালের প্যাকেট হাতে রাস্তায় নামেন বিধাননগর মণ্ডল-2 এর বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁরা জানান, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্র থেকে পাঠানো রেশনের চাল, গরিব মানুষের মুখের গ্রাস চাল-গম যারা চুরি করেছে ৷ বিজেপির দাবি, দুর্নীতির 25 শতাংশ অংশ যাদের কাছে গিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে, এবার যারা বাকি 75 শতাংশ পেয়েছে তাদের গ্রেফতার করা হোক ৷

এই প্রসঙ্গে বিধাননগরের বিজেপি নেতা সঞ্জয় পয়রা বলেন, "যারা দুর্নীতির 75 শতাংশের ভাগ পেয়েছেন, তাদের গ্রেফতার করতে হবে ৷ গরিব মানুষের জন্য বরাদ্দ চাল লুট হয়ে যাওয়ায় চালের চোর ধরা পড়েছে, সুতরাং চুরি হওয়ার সামগ্রীও আজ নয় তো কাল ধরা পড়বে ৷ গরিব মানুষের মুখের গ্রাস যারা কেড়েছে তাদের ধরা হচ্ছে ৷ সেই চালও গরিবদের ফেরত দেওয়া হবে, তার আগে আমরা প্রতীকী দুমুঠো চাল তুলে দিচ্ছি গরিব মানুষকে ৷ যাঁরা দিন আনেন দিন খান, রিকশাচালক তাঁদের হাতে দুমুঠো চাল আমরা তুলে দিচ্ছি ৷" এদিন বিধাননগরে বিজেপির তরফে চালের প্যাকেট বিতরণ করা হয় ৷

আরও পড়ুন: জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল কোর্টে পেশ, হেফাজতে চায় ইডি

দীর্ঘ প্রায় 20 ঘণ্টা জেরার পর শুক্রবার ভোর রাতে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এদিনই জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে ৷ 11 দিনের ইডি হেফাজত হয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.