ETV Bharat / state

জয় শ্রী রাম না বলায় হাড়োয়ায় তৃণমূল নেতাকে মারধর, অভিযোগ অস্বীকার বিজেপির - Joy Shri Ram

জয় শ্রী রাম না বলার অপরাধে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি । বাঁচাতে এসে দুষ্কৃতীর হাতে আক্রান্ত তৃণমূলের আরও পাঁচ কর্মী। অভিযোগ অস্বীকার বিজেপির।

জয় শ্রী রাম না বলায় হাড়োয়ায় তৃণমূল নেতাকে মারধর
জয় শ্রী রাম না বলায় হাড়োয়ায় তৃণমূল নেতাকে মারধর
author img

By

Published : Apr 25, 2021, 9:59 PM IST

Updated : Apr 25, 2021, 10:22 PM IST

হাড়োয়া, 25শে এপ্রিল: ভোট-পরবর্তী অশান্তি অব্যাহত উত্তর 24 পরগণায় । এবার জয় শ্রী রাম না বলার অপরাধে তৃণমূলের অটো ইউনিয়নের এক নেতাকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম কার্তিক মণ্ডল । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়ার আটপুকুর পঞ্চায়েতের ফেরিঘাট এলাকায় । ওই তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন দলের আরও পাঁচ কর্মী ।

আটপুকুর ফেরিঘাট অটো ইউনিয়নের দায়িত্বে রয়েছেন বছর পয়তাল্লিশের কার্তিক মণ্ডল । অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন কর্মী বলে অভিযোগ । এমনকি জয় শ্রী রাম বলার জন্য ওই তৃণমূল নেতাকে জোরাজুরি করা হত বলেও অভিযোগ উঠেছে। কিন্তু তিনি দলবদল করেননি । রবিবার বিকালেও একই ঘটনার মুখোমুখি হতে হয় তৃণমূলের অটো ইউনিয়নের নেতা কার্তিক মণ্ডলকে । এদিনও তাকে জয় শ্রী রাম বলতে জোরা করা হয় বলে অভিযোগ । কিন্তু তা না বলার অপরাধে বিজেপির স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হতে হয় ওই তৃণমূল নেতাকে । অভিযোগ, রাস্তায় ফেলে তাঁকে এলোপাথাড়ি মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । চড়,লাথি ও ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। তাঁকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের রোষানলে পড়েন দলের আরও পাঁচজন কর্মী । তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় । এরপর চিৎকার-চেঁচামেচিতে এলাকার লোকজন জড়ো হওয়ার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহত তৃণমূল নেতা সহ প্রত্যেককেই ।

জয় শ্রী রাম না বলায় হাড়োয়ায় তৃণমূল নেতাকে মারধর

এই বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী মিজানুর রহমান বলেন, "অভিযুক্তরা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়ে হাজতবাস করেছে । তারপরও শুধরোয়নি বিজেপির ওই দুষ্কৃতীরা । এদিনও জয় শ্রী রাম না বলার অপরাধে তৃণমূলের অটো ইউনিয়নের এই নেতাকে মারধর করা হয় । তাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তারই পাঁচ সহকর্মী । আমরা পুলিশকে জানিয়েছি বিষয়টি । আশা করব,অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ প্রশাসন ৷" যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেত্রী নীলিমা দেসরকার । বিষয়টি নিয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে । অভিযুক্তদের ধরতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে ।

হাড়োয়া, 25শে এপ্রিল: ভোট-পরবর্তী অশান্তি অব্যাহত উত্তর 24 পরগণায় । এবার জয় শ্রী রাম না বলার অপরাধে তৃণমূলের অটো ইউনিয়নের এক নেতাকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম কার্তিক মণ্ডল । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়ার আটপুকুর পঞ্চায়েতের ফেরিঘাট এলাকায় । ওই তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন দলের আরও পাঁচ কর্মী ।

আটপুকুর ফেরিঘাট অটো ইউনিয়নের দায়িত্বে রয়েছেন বছর পয়তাল্লিশের কার্তিক মণ্ডল । অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন কর্মী বলে অভিযোগ । এমনকি জয় শ্রী রাম বলার জন্য ওই তৃণমূল নেতাকে জোরাজুরি করা হত বলেও অভিযোগ উঠেছে। কিন্তু তিনি দলবদল করেননি । রবিবার বিকালেও একই ঘটনার মুখোমুখি হতে হয় তৃণমূলের অটো ইউনিয়নের নেতা কার্তিক মণ্ডলকে । এদিনও তাকে জয় শ্রী রাম বলতে জোরা করা হয় বলে অভিযোগ । কিন্তু তা না বলার অপরাধে বিজেপির স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হতে হয় ওই তৃণমূল নেতাকে । অভিযোগ, রাস্তায় ফেলে তাঁকে এলোপাথাড়ি মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । চড়,লাথি ও ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। তাঁকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের রোষানলে পড়েন দলের আরও পাঁচজন কর্মী । তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় । এরপর চিৎকার-চেঁচামেচিতে এলাকার লোকজন জড়ো হওয়ার আগেই সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহত তৃণমূল নেতা সহ প্রত্যেককেই ।

জয় শ্রী রাম না বলায় হাড়োয়ায় তৃণমূল নেতাকে মারধর

এই বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী মিজানুর রহমান বলেন, "অভিযুক্তরা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়ে হাজতবাস করেছে । তারপরও শুধরোয়নি বিজেপির ওই দুষ্কৃতীরা । এদিনও জয় শ্রী রাম না বলার অপরাধে তৃণমূলের অটো ইউনিয়নের এই নেতাকে মারধর করা হয় । তাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তারই পাঁচ সহকর্মী । আমরা পুলিশকে জানিয়েছি বিষয়টি । আশা করব,অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ প্রশাসন ৷" যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন স্থানীয় বিজেপি নেত্রী নীলিমা দেসরকার । বিষয়টি নিয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে । অভিযুক্তদের ধরতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে ।

Last Updated : Apr 25, 2021, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.