বনগাঁ, 20 অগস্ট : রাজ্যের ভোটে বরাবরই সন্ত্রাসের অভিযোগ করে আসছে বিরোধীরা । পৌর নির্বাচনে (Municipality Elections 2022) শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলেছিল বিজেপি (BJP) । এবার একটি ওয়ার্ডের উপ-নির্বাচনেও (Bongaon Municipality Bye Election) সন্ত্রাসের আশঙ্কা করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ।
সেই আশঙ্কা থেকে ভোটের আগের দিন শান্তিপূর্ণ ভোট করানোর দাবিতে বনগাঁ জেলার পুলিশ সুপার, মহকুমা শাসক ও বনগাঁ থানায় ডেপুটেশন দিল গেরুয়া শিবির । শনিবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্ব একটি প্রতিনিধি দল প্রশাসনিক দফতরে ডেপুটেশন জমা দেন। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (Trinamool Congress) ।
বিজেপির দাবি, বিগত পৌর নির্বাচনে রাজ্যের পাশাপাশি বনগাঁ পৌরসভার একাংশে পুলিশের সহযোগিতায় ব্যাপক সন্ত্রাস ও ভোট লুঠ করেছে তৃণমূল । আগামিকাল, রবিবার ওই পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনও তৃণমূল সন্ত্রাস করবে । দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস বলেন, "বিগত পৌরসভা নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করেছে । আমাদের প্রার্থীদের মেরে ধরে বের করে দিয়েছে । এবারও তারা সেই সন্ত্রাস করবে । সাধারণ মানুষ ভোট দিতে পারবে না ।"
তাঁর আরও দাবি, "বর্তমানে তৃণমূলের যা অবস্থা, যে পরিমাণে দুর্নীতি, তাতে মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই তৃণমূলের । ফলে সন্ত্রাস করে ভোটে জেতার চেষ্টা করবে । সেই কারণে প্রশাসনের কাছে শান্তিতে ভোট করানোর দাবি জানালাম ।" একই সঙ্গে তাঁর দাবি, "শান্তিপূর্ণ ভোট হলে, মানুষ ভোট দিতে পারলে বিজেপি প্রার্থী জয়ী হবেন ।"
বিজেপির ডেপুটেশন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল । পালটা বিজেপি বিধায়কের বিরুদ্ধে সন্ত্রাস করার জন্য বহিরাগতদের জমায়েত করার অভিযোগ তুলেছেন তৃণমূলের বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নির্বাচনী পর্যবেক্ষক প্রসেনজিৎ ঘোষ । তিনি বলেন, "ওয়ার্ডে মানুষের তৃণমূল প্রার্থীর প্রতি সমর্থন দেখে বিজেপি ভয় পেয়েছে । ওরা হেরে যাবে জেনে এই সব করছে ।"
প্রসঙ্গত, 21 অগস্ট অর্থাৎ আগামিকাল বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন । ওয়ার্ডে ছ’টি বুথে ভোট গ্রহণ হবে । পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দিলীপ দাস জয়ী হয়েছিলেন । এবং পৌর বোর্ড গঠন করেছে তৃণমূল । দিলীপ দাসের মৃত্যুতে এই ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে । উপ-নির্বাচনের ফলাফলে পৌরবোর্ডের কোনও পরিবর্তন হবে না ।
আরও পড়ুন : পৌর উপনির্বাচনের আগে বনগাঁয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স, শুরু তরজা