ETV Bharat / state

অর্জুনের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ ব্যারাকপুর বনধের ডাক BJP-র

author img

By

Published : Sep 1, 2019, 7:03 PM IST

Updated : Sep 2, 2019, 3:09 AM IST

আজ ব্যারাকপুরজুড়ে 12 ঘণ্টা বনধের ডাক দিল BJP । ব্যারাকপুরের সাংসদ তথা BJP নেতার উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে এই বনধ বলে জানান BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র ।

অর্জুন

ব্যারাকপুর, 1 সেপ্টেম্বর : আজ ব্যারাকপুরজুড়ে 12 ঘণ্টা বনধের ডাক দিল BJP । ব্যারাকপুরের সাংসদ তথা BJP নেতার উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে এই বনধ বলে জানান BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র । আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে ।

গতকাল ব্যারাকপুরের শ্যামনগরে পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । যার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের । BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে অর্জুন সিংয়ের ।

bjp called strike
এলাকায় মোতায়েন পুলিশ

ঘটনার সূত্রপাত গতকাল সকালে । শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে অবরোধ চলাকালীন পুলিশ যায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । সেই সময় পুলিশ স্থানীয় বিধায়ক পবন সিংকে আটক করে ।

পুলিশ অর্জুন পুত্রকে আটক করতেই আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । পালটা গুলি চালানো হয় পুলিশের তরফে । শূন্যে গুলি চালাতে দেখা যায় ব্যরাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায় ।

এদিকে এই ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রাখে পুলিশ । সেই সময় অর্জুন সিংয়ের বাড়ির সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP-র মহিলা সদস্যরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখান থেকে অন্তত 15 জন মহিলা কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ ।

ব্যারাকপুর, 1 সেপ্টেম্বর : আজ ব্যারাকপুরজুড়ে 12 ঘণ্টা বনধের ডাক দিল BJP । ব্যারাকপুরের সাংসদ তথা BJP নেতার উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে এই বনধ বলে জানান BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র । আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে ।

গতকাল ব্যারাকপুরের শ্যামনগরে পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । যার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের । BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে অর্জুন সিংয়ের ।

bjp called strike
এলাকায় মোতায়েন পুলিশ

ঘটনার সূত্রপাত গতকাল সকালে । শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে অবরোধ চলাকালীন পুলিশ যায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । সেই সময় পুলিশ স্থানীয় বিধায়ক পবন সিংকে আটক করে ।

পুলিশ অর্জুন পুত্রকে আটক করতেই আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । পালটা গুলি চালানো হয় পুলিশের তরফে । শূন্যে গুলি চালাতে দেখা যায় ব্যরাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায় ।

এদিকে এই ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রাখে পুলিশ । সেই সময় অর্জুন সিংয়ের বাড়ির সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP-র মহিলা সদস্যরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখান থেকে অন্তত 15 জন মহিলা কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ ।

Intro:পুলিশ বিজেপি সংঘর্ষের ঘটনায় আটক বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মীদের।Body:পুলিশ বিজেপি সংঘর্ষের ঘটনায় আটক বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মীদের।Conclusion:পুলিশ বিজেপি সংঘর্ষের ঘটনায় আটক বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মীদের।
Last Updated : Sep 2, 2019, 3:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.