ETV Bharat / state

পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বনগাঁ শহরে বনধ BJP-র - bjp councillor hit by police

পুলিশি মারধরের প্রতিবাদে আজ সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত বনগাঁ শহরে বনধের ডাক দিয়েছে BJP ৷ অভিযোগ, কাউন্সিলরের অফিসে তালাবন্ধকে কেন্দ্র করে খণ্ড-যুদ্ধ বেধে যায় পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ৷ BJP কাউন্সিলর সহ অন্য কর্মীদের মারধর করে পুলিশ ৷ বুধবার সন্ধ্যায় একটি ধিক্কার মিছিলেরও আয়োজন করে জেলা BJP ৷

বিজেপির মিছিল
author img

By

Published : Nov 7, 2019, 10:13 AM IST

Updated : Nov 7, 2019, 10:28 AM IST

বনগাঁ, 7 নভেম্বর : বনগাঁ শহরে আজ সকাল 6 টা থেকে বিকাল 4টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে BJP ৷ যদিও সকাল থেকে বনধের প্রভাব সেই ভাবে দেখা হয়নি ৷ অশান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে ৷

ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ বনগাঁ শহরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মিস্ত্রির অফিসে তালাবন্ধকে কেন্দ্র করে ঝামেলার সূচনা ৷ অভিযোগ ওঠে পুলিশ জোর করে ওই অফিসে তালা ঝুলিয়ে দেয় ৷ এরপরই উত্তেজনা ছড়ায় ওই অঞ্চল ৷ অভিযোগ, BJP কাউন্সিলর পিন্টু মিস্ত্রf সহ অন্য BJP কর্মীদের মারধর করে পুলিশ ৷

তৃণমূল ও পুলিশের সন্ত্রাসের প্রতিবাদে মিছিল BJP-র

ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় একটি ধিক্কার মিছিলের আয়োজন করে BJP ৷ মিছিলে পা মেলান প্রায় পাঁচ শতাধিক মানুষ ৷ মিছিল থেকে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল । বনগাঁ থানার IC শাসকদলের নেতার মতো কাজ করছেন । আমরা পুলিশ ও শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে বনধ পালন করব ।" সেই মতো আজ সকাল 6টা থেকে বিকাল 4 টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয় ৷

বনগাঁ, 7 নভেম্বর : বনগাঁ শহরে আজ সকাল 6 টা থেকে বিকাল 4টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে BJP ৷ যদিও সকাল থেকে বনধের প্রভাব সেই ভাবে দেখা হয়নি ৷ অশান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে ৷

ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ বনগাঁ শহরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মিস্ত্রির অফিসে তালাবন্ধকে কেন্দ্র করে ঝামেলার সূচনা ৷ অভিযোগ ওঠে পুলিশ জোর করে ওই অফিসে তালা ঝুলিয়ে দেয় ৷ এরপরই উত্তেজনা ছড়ায় ওই অঞ্চল ৷ অভিযোগ, BJP কাউন্সিলর পিন্টু মিস্ত্রf সহ অন্য BJP কর্মীদের মারধর করে পুলিশ ৷

তৃণমূল ও পুলিশের সন্ত্রাসের প্রতিবাদে মিছিল BJP-র

ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় একটি ধিক্কার মিছিলের আয়োজন করে BJP ৷ মিছিলে পা মেলান প্রায় পাঁচ শতাধিক মানুষ ৷ মিছিল থেকে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল । বনগাঁ থানার IC শাসকদলের নেতার মতো কাজ করছেন । আমরা পুলিশ ও শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে বনধ পালন করব ।" সেই মতো আজ সকাল 6টা থেকে বিকাল 4 টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয় ৷

Intro:পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বনগাঁ শহরে ধিক্কার মিছিল, বৃহস্পতিবার বনগাঁ শহরে বনধ ডাকল বিজেপি


বনগাঁঃ বনগাঁ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে তালাবন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি কাউন্সিলর ও কর্মীদের পুলিশের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার ধিক্কার মিছিল করল বিজেপি। এদিন সন্ধ্যায় বনগাঁ নিউ বাটারমোড় থেকে মতীগঞ্জ মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। পাঁচ শতাধিক বিজেপি কর্মীরা এই মিছিলে হাঁটেন। বিজেপি বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল। আমারা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বনগাঁ শহরে বন্ধের ডাক দিয়েছি। বনগাঁ থানার আইসি শাসক দলের নেতার মতো কাজ করছেন। আমরা পুলিশ ও শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে বনধ পালন করব।'Body:পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বনগাঁ শহরে ধিক্কার মিছিল, বৃহস্পতিবার বনগাঁ শহরে বনধ ডাকল বিজেপি


বনগাঁঃ বনগাঁ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে তালাবন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি কাউন্সিলর ও কর্মীদের পুলিশের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার ধিক্কার মিছিল করল বিজেপি। এদিন সন্ধ্যায় বনগাঁ নিউ বাটারমোড় থেকে মতীগঞ্জ মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। পাঁচ শতাধিক বিজেপি কর্মীরা এই মিছিলে হাঁটেন। বিজেপি বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল। আমারা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বনগাঁ শহরে বন্ধের ডাক দিয়েছি। বনগাঁ থানার আইসি শাসক দলের নেতার মতো কাজ করছেন। আমরা পুলিশ ও শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে বনধ পালন করব।'Conclusion:পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বনগাঁ শহরে ধিক্কার মিছিল, বৃহস্পতিবার বনগাঁ শহরে বনধ ডাকল বিজেপি


বনগাঁঃ বনগাঁ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে তালাবন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি কাউন্সিলর ও কর্মীদের পুলিশের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার ধিক্কার মিছিল করল বিজেপি। এদিন সন্ধ্যায় বনগাঁ নিউ বাটারমোড় থেকে মতীগঞ্জ মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। পাঁচ শতাধিক বিজেপি কর্মীরা এই মিছিলে হাঁটেন। বিজেপি বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল। আমারা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বনগাঁ শহরে বন্ধের ডাক দিয়েছি। বনগাঁ থানার আইসি শাসক দলের নেতার মতো কাজ করছেন। আমরা পুলিশ ও শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে বনধ পালন করব।'
Last Updated : Nov 7, 2019, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.