বনগাঁ, 7 নভেম্বর : বনগাঁ শহরে আজ সকাল 6 টা থেকে বিকাল 4টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে BJP ৷ যদিও সকাল থেকে বনধের প্রভাব সেই ভাবে দেখা হয়নি ৷ অশান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে ৷
ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ বনগাঁ শহরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মিস্ত্রির অফিসে তালাবন্ধকে কেন্দ্র করে ঝামেলার সূচনা ৷ অভিযোগ ওঠে পুলিশ জোর করে ওই অফিসে তালা ঝুলিয়ে দেয় ৷ এরপরই উত্তেজনা ছড়ায় ওই অঞ্চল ৷ অভিযোগ, BJP কাউন্সিলর পিন্টু মিস্ত্রf সহ অন্য BJP কর্মীদের মারধর করে পুলিশ ৷
ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় একটি ধিক্কার মিছিলের আয়োজন করে BJP ৷ মিছিলে পা মেলান প্রায় পাঁচ শতাধিক মানুষ ৷ মিছিল থেকে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল । বনগাঁ থানার IC শাসকদলের নেতার মতো কাজ করছেন । আমরা পুলিশ ও শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে বনধ পালন করব ।" সেই মতো আজ সকাল 6টা থেকে বিকাল 4 টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয় ৷