ETV Bharat / state

ভাটপাড়ায় BJP কর্মীকে গুলি করে খুন - chandan saw

BJP-কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মোতায়েন করা হয়েছে RAF ।

চন্দন সাউ
author img

By

Published : May 27, 2019, 2:26 AM IST

ভাটপাড়া, 27 মে : চন্দন সাউ নামে এক BJP কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জগদ্দল থানার কাটাডাঙা কালীতলা এলাকার ঘটনা।

গতরাতে বাইকে কাটাডাঙা এলাকা দিয়ে যাচ্ছিলেন চন্দন । সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তাঁর বুকে। এরপর দুষ্কৃতীরা বোমা মেরে এলাকা থেকে চম্পট দেয়।

রক্তাক্ত অবস্থায় চন্দনকে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ।

গতকাল সকাল থেকেই ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি অফিস দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। BJP কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা । সেখানে উপস্থিত ছিল চন্দন সাউ । সেই গন্ডগোলের জেরেই তাকে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

ভাটপাড়া, 27 মে : চন্দন সাউ নামে এক BJP কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জগদ্দল থানার কাটাডাঙা কালীতলা এলাকার ঘটনা।

গতরাতে বাইকে কাটাডাঙা এলাকা দিয়ে যাচ্ছিলেন চন্দন । সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তাঁর বুকে। এরপর দুষ্কৃতীরা বোমা মেরে এলাকা থেকে চম্পট দেয়।

রক্তাক্ত অবস্থায় চন্দনকে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ।

গতকাল সকাল থেকেই ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি অফিস দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। BJP কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা । সেখানে উপস্থিত ছিল চন্দন সাউ । সেই গন্ডগোলের জেরেই তাকে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.