ETV Bharat / state

12 কাউন্সিলরকে নিয়ে BJP-তে যোগ তৃণমূল বিধায়কের - bongaon

BJP-তে যোগ দিলেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস । পাশাপাশি যোগ দেন 12 জন কাউন্সিলর ।

BJP-তে যোগ
author img

By

Published : Jun 18, 2019, 7:09 PM IST

দিল্লি ও কলকাতা, 18 জুন : BJP-তে যোগ দিলেন বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস । তাঁর সঙ্গে 12 জন কাউন্সিলরও BJP-তে যোগ দেন । দিল্লিতে BJP-র কার্যালয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে আজ তাঁরা BJP-র পতাকা হাতে তুলে নেন ।

লোকসভা ভোটের সময় থেকেই বিশ্বজিৎ দাসের BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল । রবিবার বিকাল থেকে সেই জল্পনা আরও বাড়ে বিশ্বজিৎ সহ বনগাঁর বিক্ষুদ্ধ তৃণমূল কাউন্সিলরদের মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় । পরে জানা যায়, বিশ্বজিৎ সহ 14 জন কাউন্সিলর ও 16 জন পঞ্চায়েত সমিতির সদস্য দিল্লিতে আছেন ।

প্রসঙ্গত বনগাঁ পৌরসভার 11 জন কাউন্সিলর সম্প্রতি পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন মহকুমাশাসকের কাছে । পরে তাতে শামিল হন আরও তিনজন । ওই 14 জন কাউন্সলর বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুগামী । অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলররা অবশ্য প্রথমে দলে থেকেই লড়াইয়ের কথা বলেছিলেন । তাঁদের দাবি মেনে নিয়ে রবিবার উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ শংকর আঢ্যকে পদত্যাগের নির্দেশ দেন । কিন্তু শংকর আঢ্য পদত্যাগ করার আগেই বিধায়ক বিশ্বজিৎ দাস সহ 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দিলেন ।

দিল্লি ও কলকাতা, 18 জুন : BJP-তে যোগ দিলেন বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস । তাঁর সঙ্গে 12 জন কাউন্সিলরও BJP-তে যোগ দেন । দিল্লিতে BJP-র কার্যালয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে আজ তাঁরা BJP-র পতাকা হাতে তুলে নেন ।

লোকসভা ভোটের সময় থেকেই বিশ্বজিৎ দাসের BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল । রবিবার বিকাল থেকে সেই জল্পনা আরও বাড়ে বিশ্বজিৎ সহ বনগাঁর বিক্ষুদ্ধ তৃণমূল কাউন্সিলরদের মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় । পরে জানা যায়, বিশ্বজিৎ সহ 14 জন কাউন্সিলর ও 16 জন পঞ্চায়েত সমিতির সদস্য দিল্লিতে আছেন ।

প্রসঙ্গত বনগাঁ পৌরসভার 11 জন কাউন্সিলর সম্প্রতি পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন মহকুমাশাসকের কাছে । পরে তাতে শামিল হন আরও তিনজন । ওই 14 জন কাউন্সলর বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুগামী । অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলররা অবশ্য প্রথমে দলে থেকেই লড়াইয়ের কথা বলেছিলেন । তাঁদের দাবি মেনে নিয়ে রবিবার উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ শংকর আঢ্যকে পদত্যাগের নির্দেশ দেন । কিন্তু শংকর আঢ্য পদত্যাগ করার আগেই বিধায়ক বিশ্বজিৎ দাস সহ 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দিলেন ।

New Delhi, June 18, ANI: Kim Kardashian's sons Psalm and Saint West are already bonding and her latest Instagram post is proof! Kim shared an adorable picture of her sons, who already seem to be the best buddies. In the black-and-white photo, the doting mother can be seen holding the 5-week-old Psalm as his big brother leans over him gently taking the baby's face in his hands. This is the third photo of Psalm shared by Kim since she and husband Kanye West welcomed the baby boy via surrogacy on May 9. Earlier this month, Kim posted a sweet close-up photo of her youngest child enjoying some Zs, captioning it simply, "Psalm Ye." In January, news broke that Kim and Kanye were expecting a baby boy via surrogacy. Kim confirmed the news later that month. Psalm is the power couple's second boy and second time they have used a surrogate. They earlier used a surrogate for Chicago.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.