দিল্লি ও কলকাতা, 18 জুন : BJP-তে যোগ দিলেন বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস । তাঁর সঙ্গে 12 জন কাউন্সিলরও BJP-তে যোগ দেন । দিল্লিতে BJP-র কার্যালয়ে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে আজ তাঁরা BJP-র পতাকা হাতে তুলে নেন ।
লোকসভা ভোটের সময় থেকেই বিশ্বজিৎ দাসের BJP-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল । রবিবার বিকাল থেকে সেই জল্পনা আরও বাড়ে বিশ্বজিৎ সহ বনগাঁর বিক্ষুদ্ধ তৃণমূল কাউন্সিলরদের মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় । পরে জানা যায়, বিশ্বজিৎ সহ 14 জন কাউন্সিলর ও 16 জন পঞ্চায়েত সমিতির সদস্য দিল্লিতে আছেন ।
প্রসঙ্গত বনগাঁ পৌরসভার 11 জন কাউন্সিলর সম্প্রতি পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন মহকুমাশাসকের কাছে । পরে তাতে শামিল হন আরও তিনজন । ওই 14 জন কাউন্সলর বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুগামী । অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলররা অবশ্য প্রথমে দলে থেকেই লড়াইয়ের কথা বলেছিলেন । তাঁদের দাবি মেনে নিয়ে রবিবার উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ শংকর আঢ্যকে পদত্যাগের নির্দেশ দেন । কিন্তু শংকর আঢ্য পদত্যাগ করার আগেই বিধায়ক বিশ্বজিৎ দাস সহ 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দিলেন ।