বিধাননগর, 11 ডিসেম্বর: রবিবারের প্রাথমিক টেট পরীক্ষায় (WB TET 2022) কলকাতার তীর্থপতি ইনস্টিটিউট-সহ রাজ্যের বেশকিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরিচয় যাচাই হয়নি বলে অভিযোগ উঠেছে (biometric identification controversy in WB Primary TET) ৷ সেই কথা স্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এরজন্য পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না (WB Primary TET Examination) ৷ তাঁর কথায় "রেজাল্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না ৷ পর্ষদ থেকে তীর্থপতি ইনস্টিটিউটে আধিকারিকদের পাঠানো হয়েছে বায়োমেট্রিক নেওয়ার জন্য ৷ পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন করা হয়েছে ৷ যান্ত্রিক কিছু সমস্যা হয়েছিল, সে কথা মাথায় রেখেই আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল ৷"
এদিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রাথমিক টেট পরীক্ষা, জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul) ৷ তিনি বলেন, "স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শিক্ষামন্ত্রী ছাড়া টেট পরীক্ষা নেওয়া সম্ভব হত না ৷"নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য পর্ষদ সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য ও পুলিশ-প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি ধন্যবাদ জানান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকেও ৷ এদিন বিকেলে সাংবাদিক বৈঠকের শুরুতে প্রায় মিনিট 15 সময় ধরে সংশ্লিষ্ট সবপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন গৌতম পাল ৷
পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার মোট টেট পরীক্ষার্থী ছিলেন 6 লক্ষ 90 হাজার 932 জন ৷ পরীক্ষায় বসেন 5 লক্ষ 76 হাজার 358 জন ৷ শতাংশের হিসেবে যা 83.42 শতাংশ ৷ তবে এদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তথ্য নেই ৷ বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী ছিলেন 10 হাজার 600 জন ৷ পরীক্ষা কেন্দ্র ছিল 1460টি ৷ কিছু ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে ভুল পরীক্ষা কেন্দ্রের তথ্য থাকার যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে পর্ষদ সভাপতির সাফাই, কয়েকদিন আগেই ওয়েবসাইটে ওইসব পরীক্ষাকেন্দ্র বদলের তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ৷
উল্লেখ্য, রবিবার প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষায় বসেন (Bengal Primary TET Exam) ৷ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগও ওঠে এদিন ৷ তবে প্রশ্ন ফাঁসের কথা মানতে চাননি পর্ষদ সভাপতি ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শিক্ষামন্ত্রীর দাবি, ভুয়ো প্রশ্নপত্র হোয়াটস্যাপে ছড়িয়েছিল ৷ কোনও প্রশ্ন ফাঁস হয়নি ৷ এদিন সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷