ETV Bharat / state

WB TET 2022: রেজাল্টের ক্ষেত্রে অসুবিধা হবে না, বায়োমেট্রিক বিতর্কে সাফাই পর্ষদ সভাপতির

রবিবার প্রাথমিক টেট পরীক্ষাপর্বে কিছু পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক পরিচয় যাচাইয়ে সমস্যার কথা স্বীকার করে নিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল ৷ তবে তিনি জানিয়েছেন, এই নিয়ে রেজাল্টে কোনও প্রভাব পড়বে না (WB Primary TET Examination) ৷

ETV Bharat
WB primary TET 2022
author img

By

Published : Dec 11, 2022, 6:19 PM IST

Updated : Dec 11, 2022, 8:52 PM IST

বায়োমেট্রিক বিতর্কে সাফাই পর্ষদ সভাপতির

বিধাননগর, 11 ডিসেম্বর: রবিবারের প্রাথমিক টেট পরীক্ষায় (WB TET 2022) কলকাতার তীর্থপতি ইনস্টিটিউট-সহ রাজ্যের বেশকিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরিচয় যাচাই হয়নি বলে অভিযোগ উঠেছে (biometric identification controversy in WB Primary TET) ৷ সেই কথা স্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এরজন্য পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না (WB Primary TET Examination) ৷ তাঁর কথায় "রেজাল্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না ৷ পর্ষদ থেকে তীর্থপতি ইনস্টিটিউটে আধিকারিকদের পাঠানো হয়েছে বায়োমেট্রিক নেওয়ার জন্য ৷ পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন করা হয়েছে ৷ যান্ত্রিক কিছু সমস্যা হয়েছিল, সে কথা মাথায় রেখেই আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল ৷"

এদিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রাথমিক টেট পরীক্ষা, জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul) ৷ তিনি বলেন, "স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শিক্ষামন্ত্রী ছাড়া টেট পরীক্ষা নেওয়া সম্ভব হত না ৷"নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য পর্ষদ সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য ও পুলিশ-প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি ধন্যবাদ জানান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকেও ৷ এদিন বিকেলে সাংবাদিক বৈঠকের শুরুতে প্রায় মিনিট 15 সময় ধরে সংশ্লিষ্ট সবপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন গৌতম পাল ৷

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার মোট টেট পরীক্ষার্থী ছিলেন 6 লক্ষ 90 হাজার 932 জন ৷ পরীক্ষায় বসেন 5 লক্ষ 76 হাজার 358 জন ৷ শতাংশের হিসেবে যা 83.42 শতাংশ ৷ তবে এদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তথ্য নেই ৷ বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী ছিলেন 10 হাজার 600 জন ৷ পরীক্ষা কেন্দ্র ছিল 1460টি ৷ কিছু ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে ভুল পরীক্ষা কেন্দ্রের তথ্য থাকার যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে পর্ষদ সভাপতির সাফাই, কয়েকদিন আগেই ওয়েবসাইটে ওইসব পরীক্ষাকেন্দ্র বদলের তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ৷

আরও পড়ুন: 'টেট প্রি-কোয়ার্টার ফাইনাল'! বানচালের চেষ্টা সত্ত্বেও গণ-উৎসবের মতো সুষ্ঠু পরীক্ষা হয়েছে বলে দাবি ব্রাত্যর

উল্লেখ্য, রবিবার প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষায় বসেন (Bengal Primary TET Exam) ৷ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগও ওঠে এদিন ৷ তবে প্রশ্ন ফাঁসের কথা মানতে চাননি পর্ষদ সভাপতি ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শিক্ষামন্ত্রীর দাবি, ভুয়ো প্রশ্নপত্র হোয়াটস্যাপে ছড়িয়েছিল ৷ কোনও প্রশ্ন ফাঁস হয়নি ৷ এদিন সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷

বায়োমেট্রিক বিতর্কে সাফাই পর্ষদ সভাপতির

বিধাননগর, 11 ডিসেম্বর: রবিবারের প্রাথমিক টেট পরীক্ষায় (WB TET 2022) কলকাতার তীর্থপতি ইনস্টিটিউট-সহ রাজ্যের বেশকিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরিচয় যাচাই হয়নি বলে অভিযোগ উঠেছে (biometric identification controversy in WB Primary TET) ৷ সেই কথা স্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এরজন্য পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না (WB Primary TET Examination) ৷ তাঁর কথায় "রেজাল্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না ৷ পর্ষদ থেকে তীর্থপতি ইনস্টিটিউটে আধিকারিকদের পাঠানো হয়েছে বায়োমেট্রিক নেওয়ার জন্য ৷ পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন করা হয়েছে ৷ যান্ত্রিক কিছু সমস্যা হয়েছিল, সে কথা মাথায় রেখেই আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল ৷"

এদিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রাথমিক টেট পরীক্ষা, জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul) ৷ তিনি বলেন, "স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শিক্ষামন্ত্রী ছাড়া টেট পরীক্ষা নেওয়া সম্ভব হত না ৷"নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য পর্ষদ সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য ও পুলিশ-প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি ধন্যবাদ জানান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকেও ৷ এদিন বিকেলে সাংবাদিক বৈঠকের শুরুতে প্রায় মিনিট 15 সময় ধরে সংশ্লিষ্ট সবপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন গৌতম পাল ৷

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার মোট টেট পরীক্ষার্থী ছিলেন 6 লক্ষ 90 হাজার 932 জন ৷ পরীক্ষায় বসেন 5 লক্ষ 76 হাজার 358 জন ৷ শতাংশের হিসেবে যা 83.42 শতাংশ ৷ তবে এদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তথ্য নেই ৷ বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী ছিলেন 10 হাজার 600 জন ৷ পরীক্ষা কেন্দ্র ছিল 1460টি ৷ কিছু ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে ভুল পরীক্ষা কেন্দ্রের তথ্য থাকার যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে পর্ষদ সভাপতির সাফাই, কয়েকদিন আগেই ওয়েবসাইটে ওইসব পরীক্ষাকেন্দ্র বদলের তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ৷

আরও পড়ুন: 'টেট প্রি-কোয়ার্টার ফাইনাল'! বানচালের চেষ্টা সত্ত্বেও গণ-উৎসবের মতো সুষ্ঠু পরীক্ষা হয়েছে বলে দাবি ব্রাত্যর

উল্লেখ্য, রবিবার প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষায় বসেন (Bengal Primary TET Exam) ৷ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগও ওঠে এদিন ৷ তবে প্রশ্ন ফাঁসের কথা মানতে চাননি পর্ষদ সভাপতি ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শিক্ষামন্ত্রীর দাবি, ভুয়ো প্রশ্নপত্র হোয়াটস্যাপে ছড়িয়েছিল ৷ কোনও প্রশ্ন ফাঁস হয়নি ৷ এদিন সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷

Last Updated : Dec 11, 2022, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.