কল্যাণী, ১ মার্চ: অসুস্থ মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবী। গতকাল রাতে তাঁকে কল্যাণী JNM মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। মূলত ফুসফুসে সংক্রমণ নিয়ে ভরতি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, ১২ জনের একটি মেডিকেল টিম গঠন করে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে।
বড়মাকে দেখার জন্য আজ হাসপাতালে উপস্থিত হন প্রচুর স্থানীয় মানুষ। তাঁকে দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের নেতারাও। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বড়মাকে হাসপাতালে দেখতে আসেন।
এক চিকিৎসক বলেন, "মেডিকেল বোর্ড রয়েছে। সবাই সবসময়ই এখানে রয়েছি। চিকিৎসার কোনওরকম খামতি হচ্ছে না। তাঁর বয়স হয়েছে। চিকিৎসায় সাড়া দিতে সময় লাগছে।" এক নার্স বলেন, "একটু একটু করে খাওয়ানো হচ্ছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।"