ETV Bharat / state

Couple Bodies Recovered: ভিনরাজ্যের যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার আগরপাড়ায়

author img

By

Published : Feb 22, 2023, 9:04 PM IST

বিহারের বাসিন্দা এক তুরুণ এবং এক কিশোরী বাড়ি থেকে পালিয়ে এরাজ্যে এসেছিলেন ৷ আজ সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে উত্তর 24 পরগনার আগরপাড়া থেকে (Couple Body Recovered) ৷

Couple Body Recovered ETV BHARAT
Couple Body Recovered ETV BHARAT
বিহারের যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

আগরপাড়া (উত্তর 24 পরগনা), 22 ফেব্রুয়ারি: ভিনরাজ্যের প্রেমিক যুগলের অস্বাভাবিক মৃত্যু ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে আগরপাড়া নিরঞ্জন সেন পল্লি এলাকায় ৷ বিহারের রসুলপুরের বাসিন্দা অঙ্কিত ভারতী (20) এবং নাবালিকা অঞ্জলি কুমারী (16) 11 দিন আগে আগরপাড়ার নিরঞ্জন সেন পল্লির একটি বাড়িতে ভাড়া আসেন ৷ বুধবার সকালে সেই বাড়ি থেকেই দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (Bihar Resident Couple Bodies Recover) ৷ খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

বাড়ির মালিক দিলীপ শ্রীবাস্তব পুলিশকে জানিয়েছেন, 11 দিন আগে অঙ্কিত ভারতী এবং অঞ্জলি কুমারীকে বাড়ি ভাড়ার জন্য নিয়ে আসেন এক ব্যক্তি ৷ তাঁরা দু’জনে একে অপরকে ভাই-বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন ৷ তাঁরা সেখানে কাজের জন্য এসেছিলেন বলে দিলীপ শ্রীবাস্তবকে জানিয়েছিলেন ৷ তাঁদের আধার কার্ডও দেখেন বাড়ির মালিক ৷ এমনকি দু’জনের অচরণে কোনওরকম অস্বাভাবিকতাও নজরে আসেনি দিলীপবাবুর ৷ এই কয়েকদিনে দু’জনের মধ্যে কোনও ঝগড়ার আওয়াজও পাননি স্থানীয়রা ৷

এদিন সকালে অঙ্কিতের বাবা সেখানে আসেন ৷ একাধিকবার ডাকাডাকি করলেও, তাঁরা দরজা খোলেনি ৷ এরপর তিনি বাড়ির মালিককে ডাকেন ৷ তাঁরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন দু’জনের দেহ ঝুলছে ৷ খড়দা থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে বাড়ির মালিক এবং অঙ্কিতের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ তবে, আশ্চর্যের বিষয় হল, অঙ্কিতের বাবা প্রভুনাথ ভারতী জানিয়েছেন, তিনি ছেলেকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়েছিলেন ৷ বিহারের অন্য জেলার কলেজে ভরতি হয়েছিলেন অঙ্কিত ৷ কিন্তু, সেখান থেকে পশ্চিমবঙ্গে কেন এসেছেন তিনি ? তা জানেন না প্রভুনাথ ভারতী ৷

আরও পড়ুন: রায়পুরে বৌভাতের দিন মিলল নবদম্পতির রক্তাক্ত দেহ

আর অবাক করা বিষয় হল, অঞ্জলি কুমারীকে চেনেন প্রভুনাথ ভারতী ৷ এই বিষয়টি জানতে পেরেই পুলিশ বুঝতে পারে, তাঁরা বাড়ির মালিককে মিথ্যে সম্পর্কের কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন ৷ মনে করা হচ্ছে দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে ৷ তবে তাঁরা বিয়ে করেছিলেন কি না, তা এখনও জানা যায়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারি পুলিশ কমিশনার আবনূর হোসেন ৷ তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ অঞ্জলি কুমারী বাড়ির পরিবারকেও খবর দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ ৷

বিহারের যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

আগরপাড়া (উত্তর 24 পরগনা), 22 ফেব্রুয়ারি: ভিনরাজ্যের প্রেমিক যুগলের অস্বাভাবিক মৃত্যু ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে আগরপাড়া নিরঞ্জন সেন পল্লি এলাকায় ৷ বিহারের রসুলপুরের বাসিন্দা অঙ্কিত ভারতী (20) এবং নাবালিকা অঞ্জলি কুমারী (16) 11 দিন আগে আগরপাড়ার নিরঞ্জন সেন পল্লির একটি বাড়িতে ভাড়া আসেন ৷ বুধবার সকালে সেই বাড়ি থেকেই দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (Bihar Resident Couple Bodies Recover) ৷ খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

বাড়ির মালিক দিলীপ শ্রীবাস্তব পুলিশকে জানিয়েছেন, 11 দিন আগে অঙ্কিত ভারতী এবং অঞ্জলি কুমারীকে বাড়ি ভাড়ার জন্য নিয়ে আসেন এক ব্যক্তি ৷ তাঁরা দু’জনে একে অপরকে ভাই-বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন ৷ তাঁরা সেখানে কাজের জন্য এসেছিলেন বলে দিলীপ শ্রীবাস্তবকে জানিয়েছিলেন ৷ তাঁদের আধার কার্ডও দেখেন বাড়ির মালিক ৷ এমনকি দু’জনের অচরণে কোনওরকম অস্বাভাবিকতাও নজরে আসেনি দিলীপবাবুর ৷ এই কয়েকদিনে দু’জনের মধ্যে কোনও ঝগড়ার আওয়াজও পাননি স্থানীয়রা ৷

এদিন সকালে অঙ্কিতের বাবা সেখানে আসেন ৷ একাধিকবার ডাকাডাকি করলেও, তাঁরা দরজা খোলেনি ৷ এরপর তিনি বাড়ির মালিককে ডাকেন ৷ তাঁরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন দু’জনের দেহ ঝুলছে ৷ খড়দা থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে বাড়ির মালিক এবং অঙ্কিতের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ তবে, আশ্চর্যের বিষয় হল, অঙ্কিতের বাবা প্রভুনাথ ভারতী জানিয়েছেন, তিনি ছেলেকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়েছিলেন ৷ বিহারের অন্য জেলার কলেজে ভরতি হয়েছিলেন অঙ্কিত ৷ কিন্তু, সেখান থেকে পশ্চিমবঙ্গে কেন এসেছেন তিনি ? তা জানেন না প্রভুনাথ ভারতী ৷

আরও পড়ুন: রায়পুরে বৌভাতের দিন মিলল নবদম্পতির রক্তাক্ত দেহ

আর অবাক করা বিষয় হল, অঞ্জলি কুমারীকে চেনেন প্রভুনাথ ভারতী ৷ এই বিষয়টি জানতে পেরেই পুলিশ বুঝতে পারে, তাঁরা বাড়ির মালিককে মিথ্যে সম্পর্কের কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন ৷ মনে করা হচ্ছে দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে ৷ তবে তাঁরা বিয়ে করেছিলেন কি না, তা এখনও জানা যায়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারি পুলিশ কমিশনার আবনূর হোসেন ৷ তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ অঞ্জলি কুমারী বাড়ির পরিবারকেও খবর দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.