ETV Bharat / state

"বিহার ভোটের প্রভাব পড়বে বাংলায়", মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের

author img

By

Published : Nov 11, 2020, 12:34 AM IST

Updated : Nov 11, 2020, 12:53 AM IST

বিহার নির্বাচনের প্রভাব পড়ার কথা জানালেও সুব্রতবাবু তৃণমূলের জয়ের ব্যাপারে আশাবাদী ।

সুব্রত মুখোপাধ্যায়
সুব্রত মুখোপাধ্যায়

স্বরূপনগর, 11 নভেম্বর : "বিহার নির্বাচনের প্রভাব পড়বে বাংলায় ।" গতকাল উত্তর 24 পরগনার স্বরূপনগরে এক দলীয় কর্মিসভায় এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় ।
সুব্রত মুখোপাধ্যায় কর্মিসভা বলেন, "বিহার নির্বাচনের ফলাফল বাংলায় প্রভাব পড়বে । কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই । রাজ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনও মুখ নেই । এখানে বহিরাগতদের স্থান নেই ।" সম্প্রতি অমিত শাহ মন্তব্য করেছিলেন, "2021 সালের নির্বাচনে তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজবে ।" এই ব্যাপারে আজ সুব্রতবাবু বলেন, "ওঁদের ভাষাটা ওই রকমই । ওঁরা বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানেন না । বীরসা মুন্ডার গলায় মালা দিতে গিয়ে অন্য একজনের গলায় মালা দিয়েছেন । ওঁরা বাংলার বিকল্প কী করে করবেন ?"

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম দিবসে তৃণমূলের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমের দু'টি আলাদা জনসভা প্রসঙ্গে অবশ্য তিনি মন্তব্য এড়িয়ে গেছেন । তিনি বলেন, "বিষয়টি আমার জানা নেই । তাই আমি কিছু বলতে পারব না ।"

বিহার নির্বাচনের প্রভাব পড়ার কথা জানালেও সুব্রতবাবু তৃণমূলের জয়ের ব্যাপারে আশাবাদী । বলেন, "2021 সালের নির্বাচনে ফলাফল যাই হোক, জিতবে তৃণমূল । তবে সংখ্যাটা আমি এখন বলতে পারব না । CPI(M) হাল ছেড়ে দিয়েছে । কংগ্রেস উঠে গেছে । BJP কিছু আছে । তবে ওদের কোনও সংগঠন নেই । এ রাজ‍্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই । বিগত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের প্রতিটি গ্রামের উন্নয়ন করেছেন, তা বিগত সরকার করেনি । মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে কাজ করেছেন । ভারতের কোনও মুখ্যমন্ত্রী এই কাজ করেননি ।"

সুব্রতবাবু আরও বলেন, "তৃণমূল থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয়, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে । সেটাই বড় কথা । মানুষ উন্নয়নের ভিত্তিতে ভোট দেবেন । 100 দিনের কাজ, নারী সুরক্ষা, শিক্ষার্থী প্রকল্প ভারতের কোনও মুখ্যমন্ত্রী করতে পারেননি । যদি কেউ করে থাকেন, তাহলে বিরোধীদের ভোট দেবেন । আমরা হিন্দু মুসলিম জাতপাত বুঝি না । আমরা শুধু মানুষের কাজ করি । CPI(M) নেই, কংগ্রেস নেই, BJP বাইরে থেকে এসেছে । ভাড়া করা পার্টি । তাই বাংলার মানুষ তৃণমূলকেই ভোট দেবেন ।"

গতকালের কর্মিসভায় সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল ।

স্বরূপনগর, 11 নভেম্বর : "বিহার নির্বাচনের প্রভাব পড়বে বাংলায় ।" গতকাল উত্তর 24 পরগনার স্বরূপনগরে এক দলীয় কর্মিসভায় এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় ।
সুব্রত মুখোপাধ্যায় কর্মিসভা বলেন, "বিহার নির্বাচনের ফলাফল বাংলায় প্রভাব পড়বে । কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই । রাজ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনও মুখ নেই । এখানে বহিরাগতদের স্থান নেই ।" সম্প্রতি অমিত শাহ মন্তব্য করেছিলেন, "2021 সালের নির্বাচনে তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজবে ।" এই ব্যাপারে আজ সুব্রতবাবু বলেন, "ওঁদের ভাষাটা ওই রকমই । ওঁরা বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানেন না । বীরসা মুন্ডার গলায় মালা দিতে গিয়ে অন্য একজনের গলায় মালা দিয়েছেন । ওঁরা বাংলার বিকল্প কী করে করবেন ?"

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম দিবসে তৃণমূলের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমের দু'টি আলাদা জনসভা প্রসঙ্গে অবশ্য তিনি মন্তব্য এড়িয়ে গেছেন । তিনি বলেন, "বিষয়টি আমার জানা নেই । তাই আমি কিছু বলতে পারব না ।"

বিহার নির্বাচনের প্রভাব পড়ার কথা জানালেও সুব্রতবাবু তৃণমূলের জয়ের ব্যাপারে আশাবাদী । বলেন, "2021 সালের নির্বাচনে ফলাফল যাই হোক, জিতবে তৃণমূল । তবে সংখ্যাটা আমি এখন বলতে পারব না । CPI(M) হাল ছেড়ে দিয়েছে । কংগ্রেস উঠে গেছে । BJP কিছু আছে । তবে ওদের কোনও সংগঠন নেই । এ রাজ‍্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই । বিগত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের প্রতিটি গ্রামের উন্নয়ন করেছেন, তা বিগত সরকার করেনি । মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে কাজ করেছেন । ভারতের কোনও মুখ্যমন্ত্রী এই কাজ করেননি ।"

সুব্রতবাবু আরও বলেন, "তৃণমূল থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয়, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে । সেটাই বড় কথা । মানুষ উন্নয়নের ভিত্তিতে ভোট দেবেন । 100 দিনের কাজ, নারী সুরক্ষা, শিক্ষার্থী প্রকল্প ভারতের কোনও মুখ্যমন্ত্রী করতে পারেননি । যদি কেউ করে থাকেন, তাহলে বিরোধীদের ভোট দেবেন । আমরা হিন্দু মুসলিম জাতপাত বুঝি না । আমরা শুধু মানুষের কাজ করি । CPI(M) নেই, কংগ্রেস নেই, BJP বাইরে থেকে এসেছে । ভাড়া করা পার্টি । তাই বাংলার মানুষ তৃণমূলকেই ভোট দেবেন ।"

গতকালের কর্মিসভায় সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল ।

Last Updated : Nov 11, 2020, 12:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.