কলকাতা, ১৫ জুন: হাওড়া ও ব্যারাকপুরের নিকাশির হেল ফেরাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়ে পুর ও নগর উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার নগরায়ণ ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন । গত 7 জুন তারিখে নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুর ও নগরোন্নয়ন দফতরকে হাওড়া ও ব্যারাকপুরের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করার নির্দেশ দেন।
সেই নির্দেশের পর সোমবার বৈঠক হয় এবং ঠিক হয় হাওড়ার মাস্টারপ্ল্যান পৌরসভা করবে । ব্যারাকপুরের মাস্টারপ্ল্যান কেএমডিএ করবে । এখন বৃষ্টিপাত বেড়েছে তাই বেশি জল জমে বলে দাবি করেন পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘মোট তিন ধাপে কাজ হবে । অল্প, মধ্য এবং দীর্ঘ সময়ের ভিত্তিতে কাজ হবে । অল্প সময়ে হাওড়া ও ব্যারাকপুর পুরসভাকে পাম্পিং মেশিন দেওয়া হবে ।’’
আরও পড়ুন: শতাব্দী প্রাচীন হগ মার্কেট সংস্কারে যাদবপুরের শরণাপন্ন কলকাতা পৌরনিগম
তিনি জানান, ছোটো নর্দমার আয়তন বৃদ্ধি করতে হবে । কঠিন বর্জ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে । ৫৬টি প্রধান নর্দমা আছে গঙ্গায় । বিভিন্ন পৌরনিগম এবং পৌরসভার সঙ্গে কথা বলে কার্যকরী ও অকার্যকরী নর্দমাগুলি চিহ্নিত করে তৎপরতার সঙ্গে সবগুলিকে ঠিক করা হবে ।
পোস্তা ব্রিজ নিয়ে মন্ত্রী বলেন, ‘‘পোস্তা ব্রিজ কাল থেকে ব্যারিকেড হবে এবং ভাঙার কাজ শুরু হবে 20 তারিখ থেকে । ৪৫ দিনের মধ্যে ব্রিজ ভাঙা হয়ে যাবে । ট্রাফিকের গতিবিধি যা বদল করা হয়েছে, তা 15 অগাস্ট পর্যন্ত কার্যকরী থাকবে ।’’