ETV Bharat / state

Fake Call Centre : সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার 9

আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস । ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 9 জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Police arrested 9 people after raiding in a fake call centre)।

Bidhannagar Police arrested 9 people after raiding in a fake call centre
Fake Call Centre
author img

By

Published : Jun 4, 2022, 6:20 PM IST

বিধাননগর, 4 জুন : সল্টলেক সেক্টর ফাইভের মত জায়গায় এবার পর্দা ফাঁস হল আন্তর্জাতিক প্রতারণা চক্রের । ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 9 জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Police arrested 9 people after raiding in a fake call centre)।

রাজ্যে একের পর এক প্রতারণা চক্র সামনে আসছে দিনের পর দিন ৷ তাও আবার কল সেন্টারকে ঘিরে ৷ কল সেন্টার যার উপর নির্ভর করে নাগরিক পরিষেবা ৷ কল সেন্টারে ফোন করে নানা তথ্য জানতে চায় মানুষ ৷ বিভিন্ন সমস্যায় পড়লে মানুষ ফোন করে কল সেন্টারে ৷ দেশ বিদেশে রয়েছে একাধিক নামী-দামী সংস্থার কল সেন্টার ৷ তার মাধ্যমে বিভিন্নরকম পরিষেবা দেওয়া হয় লক্ষাধিক মানুষকে ৷

জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে ভুয়ো কল সেন্টার খুলেছিল একটি সংস্থা । সেখান থেকে বিদেশের নাগরিকদের ফোন করে নামজাদা সংস্থার কাস্টমার কেয়ার এবং টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিত । তার পরিপ্রেক্ষিতে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিত এই চক্র (Fake Call Centre)।

আরও পড়ুন : Hangout Zone in Newtown : কর্মব্যস্ত দিনের শেষে চলে যান নিউটাউনের হ্যাংআউট জোনে

এরপরই সূত্রে মারফত খবর পেয়ে গতকাল রাতে সেক্টর ফাইভের ওই অফিসে হানা দেয় পুলিশ । সেখান থেকে জহেব জুলকারনানি, মুদাসির আহমেদ, দেব কুমার-সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে বেশকিছু নথি, হার্ড ডিস্ক উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয় । এই চক্রের মূল পাণ্ডার খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

বিধাননগর, 4 জুন : সল্টলেক সেক্টর ফাইভের মত জায়গায় এবার পর্দা ফাঁস হল আন্তর্জাতিক প্রতারণা চক্রের । ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 9 জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Police arrested 9 people after raiding in a fake call centre)।

রাজ্যে একের পর এক প্রতারণা চক্র সামনে আসছে দিনের পর দিন ৷ তাও আবার কল সেন্টারকে ঘিরে ৷ কল সেন্টার যার উপর নির্ভর করে নাগরিক পরিষেবা ৷ কল সেন্টারে ফোন করে নানা তথ্য জানতে চায় মানুষ ৷ বিভিন্ন সমস্যায় পড়লে মানুষ ফোন করে কল সেন্টারে ৷ দেশ বিদেশে রয়েছে একাধিক নামী-দামী সংস্থার কল সেন্টার ৷ তার মাধ্যমে বিভিন্নরকম পরিষেবা দেওয়া হয় লক্ষাধিক মানুষকে ৷

জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলে ভুয়ো কল সেন্টার খুলেছিল একটি সংস্থা । সেখান থেকে বিদেশের নাগরিকদের ফোন করে নামজাদা সংস্থার কাস্টমার কেয়ার এবং টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিত । তার পরিপ্রেক্ষিতে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিত এই চক্র (Fake Call Centre)।

আরও পড়ুন : Hangout Zone in Newtown : কর্মব্যস্ত দিনের শেষে চলে যান নিউটাউনের হ্যাংআউট জোনে

এরপরই সূত্রে মারফত খবর পেয়ে গতকাল রাতে সেক্টর ফাইভের ওই অফিসে হানা দেয় পুলিশ । সেখান থেকে জহেব জুলকারনানি, মুদাসির আহমেদ, দেব কুমার-সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে বেশকিছু নথি, হার্ড ডিস্ক উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয় । এই চক্রের মূল পাণ্ডার খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.