বারাসত, 8 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে হাসনাবাদের দাপুটে নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি (bidhannagar police arrest babu master and two others with fire arms) । গ্রেফতার করা হয়েছে তাঁর আরও দুই সঙ্গীকেও । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ই এম বাইপাসের ধারে একটি হোটেলের সামনে থাকে আগ্নেয়াস্ত্র-সহ পাকড়াও করা হয় বাবু মাস্টার ও তাঁর দুই সঙ্গীকে ।
পুলিশ সূত্রে খবর, একটি গাড়িকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের । তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র । গাড়িতে তখন হাসনাবাদের দাপুটে নেতা বাবু মাস্টার-সহ আরও দু’জন ছিলেন । তিনজনকেই প্রথমে আটক করে নিয়ে আসা হয় বিধাননগর দক্ষিণ থানায় । এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ । পুলিশের দাবি, গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার কোনও সদুত্তর দিতে না পারায় পরে পুলিশ গ্রেফতার করে ওই তিনজনকে ।
আরও পড়ুন : হাড়োয়াতে বিজেপি নেতার গাড়িতে বোমাবাজি, গুরুতর জখম বাবু মাস্টার
সামনেই রাজ্যের চার পৌরনিগমের নির্বাচন । 22 জানুয়ারি যে চারটি পৌরনিগমের ভোট হতে চলেছে, তার মধ্যে রয়েছে বিধাননগরও (BMC Election 2022) । স্বভাবতই নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র-সহ প্রভাবশালী নেতা বাবু মাস্টার ও তাঁর আরও দুই সঙ্গী পুলিশের হাতে ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পৌর এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর বিধাননগর দক্ষিণ থানায় ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছে, ঠিক কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র । তবে, ধৃতদের কাছ থেকে ঠিক কতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা খোলসা করে কিছু বলতে চাননি বিধাননগর কমিশনারটের পুলিশ কর্তারা । ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নিতে শনিবার বিধাননগর মহকুমা আদালতে তাদের পেশ করবে পুলিশ ।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের ঠিক মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হাসনাবাদের দাপুটে নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি । সেই সময় তিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ পদে ছিলেন । নির্বাচনের আবহে মিনাখাঁর বাসন্তী হাইওয়েতে রাতের অন্ধকারে বাবু মাস্টারের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছিল বলে অভিযোগ । হামলায় আহত হয়েছিলেন বাবু মাস্টার । কিছুদিন তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল ।
আরও পড়ুন : বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলা, গ্রেপ্তার দুই
সেই হামলার ঘটনায় পরে পুলিশ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে । যদিও ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে হামলার ঘটনা পরিকল্পনামাফিক । বাবু মাস্টারের ইশারাতেই সেই হামলা হয়েছিল বলে খবর পুলিশ সূত্রে । এবার একেবারে আগ্নেয়াস্ত্র-সহ হাসনাবাদের ওই দাপুটে নেতাকে গ্রেফতার করল পুলিশ ।
এদিকে, যোগদানের পর গেরুয়া শিবিরে বেশিদিন ঠাঁই হয়নি বাবু মাস্টারের । বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পরই মোহভঙ্গ হয় তাঁর । রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি বিজেপি ত্যাগের কথা ঘোষণা করেন । বলেন, ‘‘সেখানে যাওয়া তাঁর ভুল হয়েছিল । বিজেপি বিভাজনের রাজনীতি করে । বিভাজনের রাজনীতি করে কোনও দল বেশিদিন টিকতে পারে না । তাই জীবদ্দশায় তিনি আর বিজেপির সঙ্গে যুক্ত হবেন না ৷’’
আরও পড়ুন : Firoz Kamal Gazi : বিজেপি ছাড়লেন, মমতা-অভিষেকের কাছে ক্ষমাপ্রার্থী বসিরহাটের বাবু মাস্টার
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে ফের পুরনো দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশও করেন বাবু মাস্টার । তবে তাঁর সেই ইচ্ছা ইচ্ছাতেই রয়ে গিয়েছে এখনও পর্যন্ত ।