ETV Bharat / state

BMC Drainage System: 43 বছর পর বিধাননগরের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন

author img

By

Published : May 30, 2023, 10:08 PM IST

43 বছর পর আমূল সংস্কার হল সল্টলেকের নিকাশি ব্যবস্থার ৷ বসল উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ৷ জল জমা থেকে কিছুটা হলেও রেহাই পাবে সল্টলেকবাসী বলে মনে করছে বিধাননগর পৌরনিগম ৷

Bidhannagar Municipal Corporation
বিধাননগর পৌরনিগম

বিধাননগর, 30 মে: বর্ষায় প্রতিবছর কলকাতার রাজপথ ডুবে যায় জলের তলায় । সেই সমস্যা কমাতে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে খাল সংস্কারে পথে হেঁটেছে কলকাতা পৌরনিগম । তবে কলকাতার মতই সল্টলেক এলাকার বহু জায়গায় দেখা যায় জমা জলের ছবি । এর ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সল্টলেকবাসীকে । এবার সেই সমস্যা মেটাতে বড় পদক্ষেপ নিল বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন । 1980 সালের পর এই প্রথম নিকাশি পাম্পিং স্টেশনগুলির আমূল সংস্কারের কাজ করল পৌরনিগম । আটটি পাম্পিং স্টেশনে বসানো হয়েছে নতুন উচ্চক্ষমতা সম্পন্ন পাম্প । কমবেশি 10 কোটি টাকা রাজ্যের আর্থিক সহায়তায় এই কাজ হয়েছে । ফলে আসন্ন বর্ষায় যে সল্টলেকে নিকাশি নিয়ে খানিক স্বস্তি মিলবে সেটা আর বলার অবকাশ রাখে না । তবে বর্ষা আসতে আর বেশি দেরি নেই সবটাই এখন দেখার অপেক্ষা ৷

বিধাননগর কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, 1980 সালে তৈরি হয়েছিল শহর নিকাশি পাম্পিং স্টেশনগুলি । তারপর কেটেছে 43 বছর । বহু পাম্প তার কার্যক্ষমতা হারিয়েছে । পাইপ থেকে মেশিন সবটাই লড়ঝরে হয়েছে । এবার সেই সবই বদলে ফেলা হয়েছে । উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প, আধুনিক মেশিন, পাইপ বসানো হয়েছে সেখানে ৷ যাতে ভারী বর্ষার সময়েও দ্রুততার সঙ্গে জমা জল রাস্তা থেকে নামিয়ে ফেলা যায় । এসটিপি দূষণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে একাধিক আধুনিক পদক্ষেপ। এছাড়াও কর্পোরেশনের তরফে কেষ্টপুর খালের কাছে একটি নতুন পাম্পিং স্টেশন করা হচ্ছে । অপরটি ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলের কাছে । নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি আরও একটি পাম্পিং স্টেশন করছে সেক্টর-5 এর জন্য ।

আরও পড়ুন: কেইআইআইপি-র নিকাশির কাজের জেরে বছরের পর বছর দুর্ভোগের মুখে নাগরিকরা

বিধাননগর পৌরনিগমের এক আধিকারিক জানান, নতুন পাম্পগুলির 150 হর্স পাওয়ার সম্পন্ন । এমন আটটি পাম্প বসানো হয়েছে । বর্ষার সময় জল নামাতে স্টেশনগুলির সর্বোচ্চ কাজ করানোর লক্ষ্য। এই প্রসঙ্গে বিধাননগর কর্পোরেশনের নিকাশি বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী জানান, এসটিপি আধুনিকীকরণ হয়েছে । নতুন পাম্প বসেছে । এই কাজের জন্য প্রায় 10 কোটি টাকা খরচ হচ্ছে । এই মাসেই এই কাজ শেষ হল । কারণ সামনের মাস থেকে বর্ষার মরশুম শুরু ৷ তাই তার আগে এই কাজ শেষ করা হল । এতে সল্টলেকের মানুষজন উপকৃত হবেন । উল্লেখ্য, কলকাতা মেট্রোপলিটন ডেভলমেন্ট অথরিটির তরফে বিধাননগর কর্পোরেশন ও ব্যারাকপুর এলাকার জন্য সার্বিক নিকাশি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে ।

বিধাননগর, 30 মে: বর্ষায় প্রতিবছর কলকাতার রাজপথ ডুবে যায় জলের তলায় । সেই সমস্যা কমাতে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে খাল সংস্কারে পথে হেঁটেছে কলকাতা পৌরনিগম । তবে কলকাতার মতই সল্টলেক এলাকার বহু জায়গায় দেখা যায় জমা জলের ছবি । এর ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সল্টলেকবাসীকে । এবার সেই সমস্যা মেটাতে বড় পদক্ষেপ নিল বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন । 1980 সালের পর এই প্রথম নিকাশি পাম্পিং স্টেশনগুলির আমূল সংস্কারের কাজ করল পৌরনিগম । আটটি পাম্পিং স্টেশনে বসানো হয়েছে নতুন উচ্চক্ষমতা সম্পন্ন পাম্প । কমবেশি 10 কোটি টাকা রাজ্যের আর্থিক সহায়তায় এই কাজ হয়েছে । ফলে আসন্ন বর্ষায় যে সল্টলেকে নিকাশি নিয়ে খানিক স্বস্তি মিলবে সেটা আর বলার অবকাশ রাখে না । তবে বর্ষা আসতে আর বেশি দেরি নেই সবটাই এখন দেখার অপেক্ষা ৷

বিধাননগর কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, 1980 সালে তৈরি হয়েছিল শহর নিকাশি পাম্পিং স্টেশনগুলি । তারপর কেটেছে 43 বছর । বহু পাম্প তার কার্যক্ষমতা হারিয়েছে । পাইপ থেকে মেশিন সবটাই লড়ঝরে হয়েছে । এবার সেই সবই বদলে ফেলা হয়েছে । উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প, আধুনিক মেশিন, পাইপ বসানো হয়েছে সেখানে ৷ যাতে ভারী বর্ষার সময়েও দ্রুততার সঙ্গে জমা জল রাস্তা থেকে নামিয়ে ফেলা যায় । এসটিপি দূষণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে একাধিক আধুনিক পদক্ষেপ। এছাড়াও কর্পোরেশনের তরফে কেষ্টপুর খালের কাছে একটি নতুন পাম্পিং স্টেশন করা হচ্ছে । অপরটি ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলের কাছে । নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি আরও একটি পাম্পিং স্টেশন করছে সেক্টর-5 এর জন্য ।

আরও পড়ুন: কেইআইআইপি-র নিকাশির কাজের জেরে বছরের পর বছর দুর্ভোগের মুখে নাগরিকরা

বিধাননগর পৌরনিগমের এক আধিকারিক জানান, নতুন পাম্পগুলির 150 হর্স পাওয়ার সম্পন্ন । এমন আটটি পাম্প বসানো হয়েছে । বর্ষার সময় জল নামাতে স্টেশনগুলির সর্বোচ্চ কাজ করানোর লক্ষ্য। এই প্রসঙ্গে বিধাননগর কর্পোরেশনের নিকাশি বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী জানান, এসটিপি আধুনিকীকরণ হয়েছে । নতুন পাম্প বসেছে । এই কাজের জন্য প্রায় 10 কোটি টাকা খরচ হচ্ছে । এই মাসেই এই কাজ শেষ হল । কারণ সামনের মাস থেকে বর্ষার মরশুম শুরু ৷ তাই তার আগে এই কাজ শেষ করা হল । এতে সল্টলেকের মানুষজন উপকৃত হবেন । উল্লেখ্য, কলকাতা মেট্রোপলিটন ডেভলমেন্ট অথরিটির তরফে বিধাননগর কর্পোরেশন ও ব্যারাকপুর এলাকার জন্য সার্বিক নিকাশি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.