ETV Bharat / state

হাসপাতালে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হয়ে ক্ষমা চাইতে রাজি : সব্যসাচী

আলোচনা করে সমস্ত বিষয় মিটমাট করার আর্জি বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর ।

সব্যসাচী দত্ত
author img

By

Published : Jun 14, 2019, 10:46 PM IST

Updated : Jun 14, 2019, 11:18 PM IST

বিধাননগর, 14 জুন : কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ন্যক্কারজনক পোস্ট করেছেন । বললেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত । তাঁর কথায়, রাজনীতি করলেও দিনের শেষে নেতারাও মানুষ । বলেন, "রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট করলে সে যে দলের সমর্থক হোক না কেন আমি একজন মানুষ হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাব ।" ডাক্তারদের বিক্ষোভের জেরে সরকারি-বেসরকারি হাসপাতালে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার সমাধান সূত্র একটাই । আলোচনা । এমন কী অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হয়ে তিনি ক্ষমা চাইতেও রাজি । আজ বিধাননগর সেন্ট্রাল পার্কের করুণাময়ী মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার । মেলার উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন সব্যসাচীবাবু ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সব্যসাচী বলেন, "আমাদের এটা বুঝতে হবে যে ডাক্তার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হোয়াইট কলার জব করেন । কত গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । এটা কিন্তু খুব প্যাথেটিক ব্যাপার ।" তিনি আরও জানান, সল্টলেকে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন । অনেক হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার বসে থাকলেও তাঁরা রোগী দেখছেন না । তাঁর প্রশ্ন, "কাল আমার, আপনার বাড়ির কেউ অসুস্থ হলে আমরা কোথায় যাব ?" আন্দোলনরত ডাক্তারদের উদ্দেশে বলেন, "আজ আপনার বাড়িতেও কেউ যদি অসুস্থ হন, আপনি হয়তো লুকিয়ে লুকিয়ে বাড়িতে চিকিৎসা করবেন । কিন্তু আপনিও তাঁকে হাসপাতাল বা নার্সিংহোমে ভরতি করতে পারবেন না ।" জুনিয়র ডাক্তারদের বড় দাদা হিসেবে তিনি অনুরোধ করেন, "আপনাদেরও সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে । আসুন, আমরা সবাই মিলে বসে আলোচনা করি । একসঙ্গে সবটা না হলে, এক একটা বিষয় নিয়ে আলোচনা করে সুস্থভাবে বিষয়টা মেটাতে চেষ্টা করি । কারণ রাজ্যবাসী আপনাদের মুখের দিকে চেয়ে আছে ।" তিনি আরও বলেন, "আপনারা যার উপরে রাগ করেই আন্দোলন করুন না কেন মনে রাখবেন যারা অসুস্থ রোগী তাঁরা কিন্তু কোনও দোষ করেননি । তাই আলোচনা করে এর সুস্থ সমাধান বের করার চেষ্টা করি ।"

বিধাননগর, 14 জুন : কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ন্যক্কারজনক পোস্ট করেছেন । বললেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত । তাঁর কথায়, রাজনীতি করলেও দিনের শেষে নেতারাও মানুষ । বলেন, "রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট করলে সে যে দলের সমর্থক হোক না কেন আমি একজন মানুষ হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাব ।" ডাক্তারদের বিক্ষোভের জেরে সরকারি-বেসরকারি হাসপাতালে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার সমাধান সূত্র একটাই । আলোচনা । এমন কী অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হয়ে তিনি ক্ষমা চাইতেও রাজি । আজ বিধাননগর সেন্ট্রাল পার্কের করুণাময়ী মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার । মেলার উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন সব্যসাচীবাবু ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সব্যসাচী বলেন, "আমাদের এটা বুঝতে হবে যে ডাক্তার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হোয়াইট কলার জব করেন । কত গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । এটা কিন্তু খুব প্যাথেটিক ব্যাপার ।" তিনি আরও জানান, সল্টলেকে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন । অনেক হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার বসে থাকলেও তাঁরা রোগী দেখছেন না । তাঁর প্রশ্ন, "কাল আমার, আপনার বাড়ির কেউ অসুস্থ হলে আমরা কোথায় যাব ?" আন্দোলনরত ডাক্তারদের উদ্দেশে বলেন, "আজ আপনার বাড়িতেও কেউ যদি অসুস্থ হন, আপনি হয়তো লুকিয়ে লুকিয়ে বাড়িতে চিকিৎসা করবেন । কিন্তু আপনিও তাঁকে হাসপাতাল বা নার্সিংহোমে ভরতি করতে পারবেন না ।" জুনিয়র ডাক্তারদের বড় দাদা হিসেবে তিনি অনুরোধ করেন, "আপনাদেরও সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে । আসুন, আমরা সবাই মিলে বসে আলোচনা করি । একসঙ্গে সবটা না হলে, এক একটা বিষয় নিয়ে আলোচনা করে সুস্থভাবে বিষয়টা মেটাতে চেষ্টা করি । কারণ রাজ্যবাসী আপনাদের মুখের দিকে চেয়ে আছে ।" তিনি আরও বলেন, "আপনারা যার উপরে রাগ করেই আন্দোলন করুন না কেন মনে রাখবেন যারা অসুস্থ রোগী তাঁরা কিন্তু কোনও দোষ করেননি । তাই আলোচনা করে এর সুস্থ সমাধান বের করার চেষ্টা করি ।"

Intro:

বিধাননগর, ১৪ জুন: ফিরহাদ হাকিমের মেয়ে ও কাকলি ঘোষ দোস্তিদারর ছেলে ন্যাক্কারজনক পোস্ট করেছে। ক্ষমা চাইলে যদি সমস্যার সমাধান হয় তাহলে ক্ষমা চাইতে রাজি। ক্ষমা চাইতে হলে মুখ্যমন্ত্রীর হয়ে আমি ক্ষমা চাইছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে বললেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।


তিনি এবিষয়ে আরো বলেন, "এটা খুব প্যথেটিক হচ্ছে। আমি গতকাল রাতে আমি চেষ্টা করছিলাম। এটা বুঝতে হবে যে ডাক্তার, উকিল, চাটার্ট একাউন্টেন্ট এনারা হোয়াইট কালার জব করেন। শুধু মাত্র যে সরকারি হাসপাতালে তা নয়।গতকাল সল্টলেকে বেশ কিছু প্রাইভেট নার্সিং হোমে পেন ডাউন করে দিয়েছিল। বসে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত। রাজনীতি রাজনীতি রাজনীতি গতকাল ফিরাদ হাকিমের মেয়ে পোস্ট করেছে। আজকে সকালে কাকলি ঘোষ দোস্তিদার এর ছেলে পোস্ট করেছে এবং পোস্ট টা খুব নাক্কার জনক পোস্ট করেছেন। হেল এবাউট ইয়োর পলিটিক্স।এটা পলিটিক্স এর উর্ধে একটা মানুষ যখন অসহায় ভাবে। আমরা সবাই রাজনীতি করি কিন্তু ভগবান না করুক কেউ আজকে যদি রাস্তায় দুর্ঘটনা কবলিত হয় সে যে দলের হোক আমি একজন মানুষ হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাবো। তার হয়ে যদি আমি ক্ষমা চাইলে কাজ হয় আমি ক্ষমা চাইছি।ক্ষমা চাইলে যদি সলিউশন হয় আমি তৈরি"।

Body:এদিন বিধাননগরে সেন্ট্রাল পার্কের করুণাময়ী মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এই মেলার উদ্বোধন করলেন বিধানগরের মেয়র সব্যসাচী দত্ত । সেখানে তিনি একথাগুলো বলেন। দ্য বেঙ্গল চেম্বার এবং জি এস মার্কেটিংয়ের যৌথ উদ্যোগে এই বাণিজ্য মেলায় আয়ােজন করা হয়।এই মেলা চলবে ২৩ জুন পর্যন্ত।

Conclusion:এবার মেলায় ভারতের বিভিন্ন সংস্থা ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ , থাইল্যান্ড , তুর্কি , পাকিস্তান , আফগানিস্তানের বণিকেরা ।এই মেলার মাঠে বিদেশি সংস্থা , সরকারি দফতরের স্টল যেমন দেখতে পাওয়া যাবে , তেমনই দেখতে পাওয়া যাবে আসবাবপত্র , গৃহসজ্জার উপকরণ , প্রক্রিয়াজাত খাদ্য , জীবনচর্চা , স্বাস্থ্যরক্ষা , বৈদ্যুতিন , শিশুদের পণ্য । রয়েছে অটো শাে । এবার প্রায় আড়াইশােটি স্টল থাকবে ।১৮ বছর ধরে এই মেলার আযােজন করা হচ্ছে । বিধাননগরে দ্বিতীয় বারের জন্য এই মেলার আসর বসেছে।
Last Updated : Jun 14, 2019, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.