ভাটপাড়া , 7 জানুযারি : শ্রমিকদের কর্মবিরতির জেরে উৎপাদন বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ৷ গতবছর এই মিল থেকে যে 194 জন অবসর নিয়েছেন, তাঁরা পেনশন এবং গ্র্যাচুইটি পাননি বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে মিলের শ্রমিকরা৷
ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে বর্তমানে কাজ করে পাঁচ হাজার শ্রমিক। অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে আজ সকাল থেকেই উৎপাদন বন্ধ করে দিয়েছে তারা। যতক্ষণ না পর্যন্ত অবসরপ্রাপ্ত শ্রমিকরা বকেয়া টাকা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে। তাদের আশঙ্কা, অবসরপ্রাপ্তদের মতো তারাও হয়তো তাদের প্রাপ্য পাবে না ৷
যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ মিল কর্তৃপক্ষ ৷