ETV Bharat / state

শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদন বন্ধ ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে

author img

By

Published : Jan 7, 2020, 2:17 PM IST

অবসরপ্রাপ্ত শ্রমিকরা পেনশন ও গ্র্যাচুইটি পায়নি । এর প্রতিবাদে কর্মবিরতিতে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের শ্রমিকরা ৷

bhatpara
ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে

ভাটপাড়া , 7 জানুযারি : শ্রমিকদের কর্মবিরতির জেরে উৎপাদন বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ৷ গতবছর এই মিল থেকে যে 194 জন অবসর নিয়েছেন, তাঁরা পেনশন এবং গ্র্যাচুইটি পাননি বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে মিলের শ্রমিকরা৷

ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে বর্তমানে কাজ করে পাঁচ হাজার শ্রমিক। অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে আজ সকাল থেকেই উৎপাদন বন্ধ করে দিয়েছে তারা। যতক্ষণ না পর্যন্ত অবসরপ্রাপ্ত শ্রমিকরা বকেয়া টাকা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে। তাদের আশঙ্কা, অবসরপ্রাপ্তদের মতো তারাও হয়তো তাদের প্রাপ্য পাবে না ৷

কেন কর্মবিরতি ? দেখুন ভিডিয়োয়...

যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ মিল কর্তৃপক্ষ ৷

ভাটপাড়া , 7 জানুযারি : শ্রমিকদের কর্মবিরতির জেরে উৎপাদন বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ৷ গতবছর এই মিল থেকে যে 194 জন অবসর নিয়েছেন, তাঁরা পেনশন এবং গ্র্যাচুইটি পাননি বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে মিলের শ্রমিকরা৷

ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে বর্তমানে কাজ করে পাঁচ হাজার শ্রমিক। অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে আজ সকাল থেকেই উৎপাদন বন্ধ করে দিয়েছে তারা। যতক্ষণ না পর্যন্ত অবসরপ্রাপ্ত শ্রমিকরা বকেয়া টাকা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে। তাদের আশঙ্কা, অবসরপ্রাপ্তদের মতো তারাও হয়তো তাদের প্রাপ্য পাবে না ৷

কেন কর্মবিরতি ? দেখুন ভিডিয়োয়...

যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ মিল কর্তৃপক্ষ ৷

Intro:শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল Body:শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। এই জুট মিলে কাজ করে প্রায় 5 হাজার শ্রমিক। গত 2019 এর প্রথম দিকে 194 জন অবসর নেওয়ার পরেও এখনো পর্যন্ত তারা কোন পেনশনের কোন টাকা গ্র্যাচুয়িটির টাকা না পাওয়ায় মিলে কর্মরত সমস্ত শ্রমিক একজোট হয়ে এই সমস্ত অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে আজ সকাল থেকেই মিলের সমস্ত রকম উৎপাদন বন্ধ করে দেয় তারা। যতক্ষণ না পর্যন্ত অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া টাকা না দিচ্ছে মিল কর্তৃপক্ষ ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানান শ্রমিকরা।কারণ তারাও যখন অবসর নেবে তখন তাদেরও এই পরিণতি হবে বলেই আশঙ্কা করার জন্যই শ্রমিকদের এই প্রতিবাদ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.