ETV Bharat / state

নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সৌগতকে আক্রমণ সায়ন্তনের, পালটা ফিরহাদের - নিমতা বৃদ্ধা মৃত্য়ু

শীর্ষ নেতৃত্ব থেকে বিজেপির সর্বস্তরের নেতৃত্ব এবিষয়ে তোপ আনছে তৃণমূলের দিকে ৷ এনিয়ে মুখ খোলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় ৷ তৃণমূলের তরফে এই দাবি উড়িয়ে দেন সৌগত রায় । পাল্টা জবাব দেন সায়ন্তন বসুও । সায়ন্তন বসুর কথারও উত্তর দেন ফিরহাদ হাকিম ।

নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সরব সৌগত-সায়ন্তন-ফিরহাদ
নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সরব সৌগত-সায়ন্তন-ফিরহাদ
author img

By

Published : Mar 29, 2021, 11:11 PM IST

নিমতা, 29 মার্চ : নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সৌগত রায়ের মন্তব্যের বিস্ফোরক জবাব সায়ন্তনের ৷ সায়ন্তনবাবু বলেন, "সৌগত রায়কে মারলে, উনি যদি উনি মারা যান, তাহলে কি এই তথ্যই দেওয়া হবে ?"

আজ সকালে শেষ হয় দীর্ঘ একমাসের লড়াই ৷ আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে ৷ 4 দিন আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন বাড়ি ৷ শেষরক্ষা আর হল না ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 82 বছরের শোভারানি মজুমদার ৷ গত 27 শে ফেব্রুয়ারী বিজেপি কর্মী গোপাল মজুমদার এবং তাঁর মা শোভারানি মজুমদার আক্রান্ত হয়েছিলেন ৷ অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ দুষ্কৃতীরা তাঁদের বাড়ি ঢুকে আক্রমণ করে বলেই অভিযোগ ছিল ৷ আর ভোট বাজারে এহেন শোভারানি দেবীর মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি ৷ বিজেপির তরফ থেকে এক ইঞ্চি জমি ছাড়া হচ্ছে না এবিষয়ে ৷ শীর্ষ নেতৃত্ব থেকে বিজেপির সর্বস্তরের নেতৃত্ব এবিষয়ে তোপ আনছে তৃণমূলের দিকে ৷ এনিয়ে মুখ খোলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় ৷ তৃণমূলের তরফে এই দাবি উড়িয়ে দেন সৌগত রায় । তিনি বলেন, বয়সজনিত কারণেই মারা গিয়েছেন শোভারানি । সেদিনের ঘটনাকে নিয়ে অহেতুক রাজনীতি করা হয়েছে বলে মত সৌগত বাবুর । আর এনিয়েই সরব হয়েছেন বিজেপি রাজ্য সহ সভাপতি সায়ন্তন বসু ৷ সায়ন্তন বসুর নেতৃত্বে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি । থানার সামনে টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ । এরফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে দীর্ঘক্ষণ ।

নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সরব সৌগত-সায়ন্তন-ফিরহাদ
আরও পড়ুন : নির্বাচনী ঝড়ে করোনা বাড়ার আশঙ্কা, দায় এড়াচ্ছে সব দল

এদিন সায়ন্তন বসু থানার আধিকারিকের কাছে দাবি করেন, দোষীদের যেন লঘু মামলায় জামিন পাইয়ে দেওয়া না হয় । যথাযথ ধারায় মামলা করে দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয় ৷ সৌগত রায়ের বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে বলেন, "সৌগত রায়কে মারলে, উনি যদি উনি মারা যান, তাহলে কি এই তথ্যই দেওয়া হবে ? যে বয়স জনিত কারনেই মারা গেছেন ৷" সায়ন্তন বসুর এহেন বক্তব্যে চুপ করে থাকেননি ফিরহাদ হাকিম ৷ আজ সাংবাদিক বৈঠকের পর সায়ন্তন বসুকে একহাত নেন ফিরহাদ হাকিম ৷ তিনি সায়ন্তন বসুকে দুষ্কৃতী বলতেও বাদ দেননি ৷

নিমতা, 29 মার্চ : নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সৌগত রায়ের মন্তব্যের বিস্ফোরক জবাব সায়ন্তনের ৷ সায়ন্তনবাবু বলেন, "সৌগত রায়কে মারলে, উনি যদি উনি মারা যান, তাহলে কি এই তথ্যই দেওয়া হবে ?"

আজ সকালে শেষ হয় দীর্ঘ একমাসের লড়াই ৷ আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে ৷ 4 দিন আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন বাড়ি ৷ শেষরক্ষা আর হল না ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 82 বছরের শোভারানি মজুমদার ৷ গত 27 শে ফেব্রুয়ারী বিজেপি কর্মী গোপাল মজুমদার এবং তাঁর মা শোভারানি মজুমদার আক্রান্ত হয়েছিলেন ৷ অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ দুষ্কৃতীরা তাঁদের বাড়ি ঢুকে আক্রমণ করে বলেই অভিযোগ ছিল ৷ আর ভোট বাজারে এহেন শোভারানি দেবীর মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি ৷ বিজেপির তরফ থেকে এক ইঞ্চি জমি ছাড়া হচ্ছে না এবিষয়ে ৷ শীর্ষ নেতৃত্ব থেকে বিজেপির সর্বস্তরের নেতৃত্ব এবিষয়ে তোপ আনছে তৃণমূলের দিকে ৷ এনিয়ে মুখ খোলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় ৷ তৃণমূলের তরফে এই দাবি উড়িয়ে দেন সৌগত রায় । তিনি বলেন, বয়সজনিত কারণেই মারা গিয়েছেন শোভারানি । সেদিনের ঘটনাকে নিয়ে অহেতুক রাজনীতি করা হয়েছে বলে মত সৌগত বাবুর । আর এনিয়েই সরব হয়েছেন বিজেপি রাজ্য সহ সভাপতি সায়ন্তন বসু ৷ সায়ন্তন বসুর নেতৃত্বে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি । থানার সামনে টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ । এরফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে দীর্ঘক্ষণ ।

নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সরব সৌগত-সায়ন্তন-ফিরহাদ
আরও পড়ুন : নির্বাচনী ঝড়ে করোনা বাড়ার আশঙ্কা, দায় এড়াচ্ছে সব দল

এদিন সায়ন্তন বসু থানার আধিকারিকের কাছে দাবি করেন, দোষীদের যেন লঘু মামলায় জামিন পাইয়ে দেওয়া না হয় । যথাযথ ধারায় মামলা করে দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয় ৷ সৌগত রায়ের বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে বলেন, "সৌগত রায়কে মারলে, উনি যদি উনি মারা যান, তাহলে কি এই তথ্যই দেওয়া হবে ? যে বয়স জনিত কারনেই মারা গেছেন ৷" সায়ন্তন বসুর এহেন বক্তব্যে চুপ করে থাকেননি ফিরহাদ হাকিম ৷ আজ সাংবাদিক বৈঠকের পর সায়ন্তন বসুকে একহাত নেন ফিরহাদ হাকিম ৷ তিনি সায়ন্তন বসুকে দুষ্কৃতী বলতেও বাদ দেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.