ETV Bharat / state

River Rafting Accident in Rishikesh : ব়্যাফটিং বোর্ড উল্টে নিখোঁজ ব্যারাকপুরের পর্যটক - Bengal tourist went missing in a river rafting accident in Rishikesh Ganga

মুনিকিরেটি থানার শিবপুরী এবং রামঝুলার মধ্যে গঙ্গায় ব়্যাফটিং বোট উল্টে নিখোঁজ হলেন অঙ্কিত মুখোপাধ্যায় নামে ব্যারাকপুরের এক বাসিন্দা (River Raft overturned in Ganga in Rishikesh) ৷ এখনও তাঁর হদিশ পাওয়া যায়নি ।

raft overturned in Rishikesh
রাফটিং বোর্ড উল্টে নিখোঁজ
author img

By

Published : Mar 13, 2022, 8:56 AM IST

ঋষিকেশ, 13 মার্চ : ঋষিকেশে রিভার ব়্যাফটিং করতে গিয়ে নিঁখোজ হলেন ব্যারাকপুরের যুবক ৷ দুর্ঘটনার পর থেকে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স ৷ তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি (Tourist missing after raft overturned in Rishikesh) ৷

মুনিকিরেটি থানার শিবপুরী এবং রামঝুলার মধ্যে গঙ্গায় ব়্যাফটিং বোট উল্টে ভেসে যান চার পর্যটক ৷ তাঁদের মধ্যে দুই পর্যটককে উদ্ধার করেছে ব়্যাফটিং গাইড । বাকি দুই পর্যটকের মধ্যে একজন নিজেই সাঁতারে প্রাণ রক্ষা পান । এখনও একজন পর্যটক নিখোঁজ ৷ তিনিই ব্যারাকপুরের বাসিন্দা অঙ্কিত মুখোপাধ্যায় ৷ তবে বর্তমানে অঙ্কিত দিল্লিতে থাকেন ।

শিবপুরী ফাঁড়ির পুলিশ জানায়, দিল্লি থেকে 9 জন পর্যটক মুনিকিরেটি এলাকায় বেড়াতে এসেছিলেন ৷ এই পর্যটক দলের সঙ্গে ছিলেন অঙ্কিত ৷ ব়্যাফটিং করতে তাঁরা পৌঁছান শিবপুরীতে ৷ 2 জন থেকে যান শিবপুরীতেই ৷ শনিবার বাকি 7 জন যান ব়্যাফটিং করতে । ব়্যাফটিং চলাকালীন গলফ কোর্স র‌্যাপিডের কাছে হঠাৎ ভেলাটি উল্টে যায় । 4 জন ভেলা থেকে ছিটকে নদীতে পড়েন ৷ অঙ্কিতও পড়ে যান নদীতে ৷ ওয়াজাহাত ও গৌরব নামে দুই যুবক দড়ি ধরে ভেলায় ওঠেন । পঙ্কজ নামে আর একজন কিছুটা দূরে একটি পাথর ধরে ফেলায় রক্ষা পান ৷ কিন্তু অঙ্কিত নিখোঁজ হন ৷ গঙ্গার ঢেউয়ের মধ্যে তাঁকে খুঁজে পাওয়া যাননি ৷

আরও পড়ুন : ঋষিকেশ-বদ্রিনাথ হাইওয়েতে ধস, দেখুন ভিডিয়ো...

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পর্যটকরা পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স (State Disaster Response Force- SDRF) ৷ শিবপুরী ফাঁড়ির ইনচার্জ সুনীল পন্ত জানান, গতকাল গভীর সন্ধ্যা পর্যন্ত অঙ্কিতের কোনও হদিশ পাওয়া যায়নি । সকালে এসডিআরএফের দল আবার অঙ্কিতের সন্ধানে তল্লাশি অভিযান চালাবে ।

আরও পড়ুন : Digha Fishermen : দিঘায় ট্রলারডুবি, সাঁতরে তীরে পৌঁছলেন 6 মৎস্যজীবী

ঋষিকেশ, 13 মার্চ : ঋষিকেশে রিভার ব়্যাফটিং করতে গিয়ে নিঁখোজ হলেন ব্যারাকপুরের যুবক ৷ দুর্ঘটনার পর থেকে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স ৷ তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি (Tourist missing after raft overturned in Rishikesh) ৷

মুনিকিরেটি থানার শিবপুরী এবং রামঝুলার মধ্যে গঙ্গায় ব়্যাফটিং বোট উল্টে ভেসে যান চার পর্যটক ৷ তাঁদের মধ্যে দুই পর্যটককে উদ্ধার করেছে ব়্যাফটিং গাইড । বাকি দুই পর্যটকের মধ্যে একজন নিজেই সাঁতারে প্রাণ রক্ষা পান । এখনও একজন পর্যটক নিখোঁজ ৷ তিনিই ব্যারাকপুরের বাসিন্দা অঙ্কিত মুখোপাধ্যায় ৷ তবে বর্তমানে অঙ্কিত দিল্লিতে থাকেন ।

শিবপুরী ফাঁড়ির পুলিশ জানায়, দিল্লি থেকে 9 জন পর্যটক মুনিকিরেটি এলাকায় বেড়াতে এসেছিলেন ৷ এই পর্যটক দলের সঙ্গে ছিলেন অঙ্কিত ৷ ব়্যাফটিং করতে তাঁরা পৌঁছান শিবপুরীতে ৷ 2 জন থেকে যান শিবপুরীতেই ৷ শনিবার বাকি 7 জন যান ব়্যাফটিং করতে । ব়্যাফটিং চলাকালীন গলফ কোর্স র‌্যাপিডের কাছে হঠাৎ ভেলাটি উল্টে যায় । 4 জন ভেলা থেকে ছিটকে নদীতে পড়েন ৷ অঙ্কিতও পড়ে যান নদীতে ৷ ওয়াজাহাত ও গৌরব নামে দুই যুবক দড়ি ধরে ভেলায় ওঠেন । পঙ্কজ নামে আর একজন কিছুটা দূরে একটি পাথর ধরে ফেলায় রক্ষা পান ৷ কিন্তু অঙ্কিত নিখোঁজ হন ৷ গঙ্গার ঢেউয়ের মধ্যে তাঁকে খুঁজে পাওয়া যাননি ৷

আরও পড়ুন : ঋষিকেশ-বদ্রিনাথ হাইওয়েতে ধস, দেখুন ভিডিয়ো...

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পর্যটকরা পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স (State Disaster Response Force- SDRF) ৷ শিবপুরী ফাঁড়ির ইনচার্জ সুনীল পন্ত জানান, গতকাল গভীর সন্ধ্যা পর্যন্ত অঙ্কিতের কোনও হদিশ পাওয়া যায়নি । সকালে এসডিআরএফের দল আবার অঙ্কিতের সন্ধানে তল্লাশি অভিযান চালাবে ।

আরও পড়ুন : Digha Fishermen : দিঘায় ট্রলারডুবি, সাঁতরে তীরে পৌঁছলেন 6 মৎস্যজীবী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.