ETV Bharat / state

River Rafting Accident in Rishikesh : ব়্যাফটিং বোর্ড উল্টে নিখোঁজ ব্যারাকপুরের পর্যটক

author img

By

Published : Mar 13, 2022, 8:56 AM IST

মুনিকিরেটি থানার শিবপুরী এবং রামঝুলার মধ্যে গঙ্গায় ব়্যাফটিং বোট উল্টে নিখোঁজ হলেন অঙ্কিত মুখোপাধ্যায় নামে ব্যারাকপুরের এক বাসিন্দা (River Raft overturned in Ganga in Rishikesh) ৷ এখনও তাঁর হদিশ পাওয়া যায়নি ।

raft overturned in Rishikesh
রাফটিং বোর্ড উল্টে নিখোঁজ

ঋষিকেশ, 13 মার্চ : ঋষিকেশে রিভার ব়্যাফটিং করতে গিয়ে নিঁখোজ হলেন ব্যারাকপুরের যুবক ৷ দুর্ঘটনার পর থেকে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স ৷ তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি (Tourist missing after raft overturned in Rishikesh) ৷

মুনিকিরেটি থানার শিবপুরী এবং রামঝুলার মধ্যে গঙ্গায় ব়্যাফটিং বোট উল্টে ভেসে যান চার পর্যটক ৷ তাঁদের মধ্যে দুই পর্যটককে উদ্ধার করেছে ব়্যাফটিং গাইড । বাকি দুই পর্যটকের মধ্যে একজন নিজেই সাঁতারে প্রাণ রক্ষা পান । এখনও একজন পর্যটক নিখোঁজ ৷ তিনিই ব্যারাকপুরের বাসিন্দা অঙ্কিত মুখোপাধ্যায় ৷ তবে বর্তমানে অঙ্কিত দিল্লিতে থাকেন ।

শিবপুরী ফাঁড়ির পুলিশ জানায়, দিল্লি থেকে 9 জন পর্যটক মুনিকিরেটি এলাকায় বেড়াতে এসেছিলেন ৷ এই পর্যটক দলের সঙ্গে ছিলেন অঙ্কিত ৷ ব়্যাফটিং করতে তাঁরা পৌঁছান শিবপুরীতে ৷ 2 জন থেকে যান শিবপুরীতেই ৷ শনিবার বাকি 7 জন যান ব়্যাফটিং করতে । ব়্যাফটিং চলাকালীন গলফ কোর্স র‌্যাপিডের কাছে হঠাৎ ভেলাটি উল্টে যায় । 4 জন ভেলা থেকে ছিটকে নদীতে পড়েন ৷ অঙ্কিতও পড়ে যান নদীতে ৷ ওয়াজাহাত ও গৌরব নামে দুই যুবক দড়ি ধরে ভেলায় ওঠেন । পঙ্কজ নামে আর একজন কিছুটা দূরে একটি পাথর ধরে ফেলায় রক্ষা পান ৷ কিন্তু অঙ্কিত নিখোঁজ হন ৷ গঙ্গার ঢেউয়ের মধ্যে তাঁকে খুঁজে পাওয়া যাননি ৷

আরও পড়ুন : ঋষিকেশ-বদ্রিনাথ হাইওয়েতে ধস, দেখুন ভিডিয়ো...

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পর্যটকরা পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স (State Disaster Response Force- SDRF) ৷ শিবপুরী ফাঁড়ির ইনচার্জ সুনীল পন্ত জানান, গতকাল গভীর সন্ধ্যা পর্যন্ত অঙ্কিতের কোনও হদিশ পাওয়া যায়নি । সকালে এসডিআরএফের দল আবার অঙ্কিতের সন্ধানে তল্লাশি অভিযান চালাবে ।

আরও পড়ুন : Digha Fishermen : দিঘায় ট্রলারডুবি, সাঁতরে তীরে পৌঁছলেন 6 মৎস্যজীবী

ঋষিকেশ, 13 মার্চ : ঋষিকেশে রিভার ব়্যাফটিং করতে গিয়ে নিঁখোজ হলেন ব্যারাকপুরের যুবক ৷ দুর্ঘটনার পর থেকে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স ৷ তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি (Tourist missing after raft overturned in Rishikesh) ৷

মুনিকিরেটি থানার শিবপুরী এবং রামঝুলার মধ্যে গঙ্গায় ব়্যাফটিং বোট উল্টে ভেসে যান চার পর্যটক ৷ তাঁদের মধ্যে দুই পর্যটককে উদ্ধার করেছে ব়্যাফটিং গাইড । বাকি দুই পর্যটকের মধ্যে একজন নিজেই সাঁতারে প্রাণ রক্ষা পান । এখনও একজন পর্যটক নিখোঁজ ৷ তিনিই ব্যারাকপুরের বাসিন্দা অঙ্কিত মুখোপাধ্যায় ৷ তবে বর্তমানে অঙ্কিত দিল্লিতে থাকেন ।

শিবপুরী ফাঁড়ির পুলিশ জানায়, দিল্লি থেকে 9 জন পর্যটক মুনিকিরেটি এলাকায় বেড়াতে এসেছিলেন ৷ এই পর্যটক দলের সঙ্গে ছিলেন অঙ্কিত ৷ ব়্যাফটিং করতে তাঁরা পৌঁছান শিবপুরীতে ৷ 2 জন থেকে যান শিবপুরীতেই ৷ শনিবার বাকি 7 জন যান ব়্যাফটিং করতে । ব়্যাফটিং চলাকালীন গলফ কোর্স র‌্যাপিডের কাছে হঠাৎ ভেলাটি উল্টে যায় । 4 জন ভেলা থেকে ছিটকে নদীতে পড়েন ৷ অঙ্কিতও পড়ে যান নদীতে ৷ ওয়াজাহাত ও গৌরব নামে দুই যুবক দড়ি ধরে ভেলায় ওঠেন । পঙ্কজ নামে আর একজন কিছুটা দূরে একটি পাথর ধরে ফেলায় রক্ষা পান ৷ কিন্তু অঙ্কিত নিখোঁজ হন ৷ গঙ্গার ঢেউয়ের মধ্যে তাঁকে খুঁজে পাওয়া যাননি ৷

আরও পড়ুন : ঋষিকেশ-বদ্রিনাথ হাইওয়েতে ধস, দেখুন ভিডিয়ো...

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পর্যটকরা পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স (State Disaster Response Force- SDRF) ৷ শিবপুরী ফাঁড়ির ইনচার্জ সুনীল পন্ত জানান, গতকাল গভীর সন্ধ্যা পর্যন্ত অঙ্কিতের কোনও হদিশ পাওয়া যায়নি । সকালে এসডিআরএফের দল আবার অঙ্কিতের সন্ধানে তল্লাশি অভিযান চালাবে ।

আরও পড়ুন : Digha Fishermen : দিঘায় ট্রলারডুবি, সাঁতরে তীরে পৌঁছলেন 6 মৎস্যজীবী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.