আমডাঙা , 21 এপ্রিল : নির্বাচনের দু'দিন আগেই রাতভোর বোমাবাজি ৷ আতঙ্কে আমডাঙ্গা ৷ আগামীকালই সেখানে ভোট ৷
ঘটনায় আহত 3 আইএসএফ সমর্থক ৷ তাঁদের দাবি , মঙ্গলবার দুপুরে আব্বাস সিদ্দিকী ও মোদিকে একই ছবিতে রেখে সেই পোস্টারকে পোড়ানো হয় ৷ এরপর ওই দিনই সারারাত সেখানে বোমাবাজি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷
আরও পড়ুন : ষষ্ঠ দফার নির্বাচনের আগেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে রদবদল
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ গ্রামের মহিলারা বলেন , ভয় ও আতঙ্কে তাঁরা এলাকা ছাড়া হয়েছেন ৷ এমনকি, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর থেকে নিরাপত্তার দাবিও জানিয়েছেন তাঁরা ৷
এক গ্রামবাসী ক্রন্দনরত অবস্থায় জানান , সারারাত তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি চালিয়েছে সেখানে ৷ সকাল বেলায় পুলিশ এসে কয়েকটি বোমাকে নিষ্ক্রীয় করেছেন ৷ তিনি আরও জানান, ভোটের মুখে এমন আতঙ্ক সৃষ্টি হলে কিভাবে তাঁরা ভোট দিতে যাবেন সেখানে !