ETV Bharat / state

বোমের আঘাতে জখম টোটোচালক, কাঠগড়ায় বিজেপি - টোটো চালক

সোমবার রাত 11টা নাগাদ যখন টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন পরেশ দাস, সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী ৷

toto-driver-injured-in-ghola-bomb-blast
toto-driver-injured-in-ghola-bomb-blast
author img

By

Published : Apr 20, 2021, 5:00 PM IST

Updated : Apr 20, 2021, 5:36 PM IST

সোদপুর, 20 এপ্রিল : ঘোলায় বোমের আঘাতে জখম টোটোচালক ৷ তিনি এলাকার পরিচিত তৃণমূল কর্মী ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে ৷ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে ৷

ঘোলা চণ্ডীতলার বাসিন্দা পরেশ দাস ৷ পেশায় অটোচালক ৷ সোমবার রাত 11টা নাগাদ তিনি যখন নিজের টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী ৷ তৃণমূলের দাবি, পরেশে দাস তৃণমূল কর্মী ৷ গত 17 তারিখ তিনি তৃণমূলের হয়ে বুথেও বসেছিলেন ৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ঘটনায় গুরুতর আহত হন পরেশ । স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে ভর্তি করে ৷ তাঁর দুটি পা ক্ষতবিক্ষত হয়েছে ।

বোমের আঘাতে জখম তৃণমূল কর্মী

যদিও বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ ।

সোদপুর, 20 এপ্রিল : ঘোলায় বোমের আঘাতে জখম টোটোচালক ৷ তিনি এলাকার পরিচিত তৃণমূল কর্মী ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে ৷ যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে ৷

ঘোলা চণ্ডীতলার বাসিন্দা পরেশ দাস ৷ পেশায় অটোচালক ৷ সোমবার রাত 11টা নাগাদ তিনি যখন নিজের টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী ৷ তৃণমূলের দাবি, পরেশে দাস তৃণমূল কর্মী ৷ গত 17 তারিখ তিনি তৃণমূলের হয়ে বুথেও বসেছিলেন ৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ঘটনায় গুরুতর আহত হন পরেশ । স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে ভর্তি করে ৷ তাঁর দুটি পা ক্ষতবিক্ষত হয়েছে ।

বোমের আঘাতে জখম তৃণমূল কর্মী

যদিও বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ ।

Last Updated : Apr 20, 2021, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.