ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসা পানিহাটিতে, রাতে দফায় দফায় বোমাবাজি; অভিযুক্ত তৃণমূল

অভিযোগ, রবিবার রাতে সোদপুর স্বদেশী মোড়ে বিটি রোডের ওপর বিজেপির একটি ক্যাম্প অফিসের সামনে দুষ্কৃতীরা বোমাবাজি করে । পরে দলের যুব নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় ৷

-tmc-accused-of-post-election-violence-at-panihati
-tmc-accused-of-post-election-violence-at-panihati
author img

By

Published : Apr 19, 2021, 12:13 PM IST

পানিহাটি, 19 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পানিহাটি ৷ গভীর রাত থেকে দফায় দফায় বোমাবাজির অভিযোগ ৷ বিজেপির অফিস ও বিজেপির যুব নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠল ৷ অভিযুক্ত তৃণমূল । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল ৷

উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভায় ঘটনার সূত্রপাত হয় রবিবার রাতে । অভিযোগ, সোদপুর স্বদেশী মোড়ে বিটি রোডের উপর বিজেপির একটি ক্যাম্প অফিসের সামনে দুষ্কৃতীরা বোমাবাজি করে । যার মধ্যে একটি বোমা ফাটেনি ৷ পরে খড়দহ থানার পুলিশ এসে সেই বোমাটি উদ্ধার করে । পুলিশ চলে যাওয়ায় ফের ওই ক্যাম্প অফিসের সামনে দুষ্কৃতীরা বোমাবাজি চালায় বলে অভিযোগ । বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাবাজি করেছে । ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায় । তৃণমূলের অভিযোগ, উত্তেজিত বিজেপি কর্মীরা পার্শ্ববর্তী তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় ৷ তৃণমূলের আরও অভিযোগ, বিজেপির কর্মীরা বিভিন্ন দোকানেও ভাঙচুর চালায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অস্থায়ী ট্রাফিক কিয়স্ক ফেলে দেয় ৷ এরপর বিজপি কর্মীরা বিটি রোড অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ ৷ পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেন ।

আরও পড়ুন: পার্টি অফিস থেকে বেরোতেই বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি, মালদায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যদিও বিজেপির অভিযোগ, এর কিছু পরে দলের যুব নেতা জয় সাহার বাড়ির সামনে দুষ্কৃতীরা ফের বোমাবাজি করে ৷ বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল ।

পানিহাটি, 19 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পানিহাটি ৷ গভীর রাত থেকে দফায় দফায় বোমাবাজির অভিযোগ ৷ বিজেপির অফিস ও বিজেপির যুব নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠল ৷ অভিযুক্ত তৃণমূল । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল ৷

উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভায় ঘটনার সূত্রপাত হয় রবিবার রাতে । অভিযোগ, সোদপুর স্বদেশী মোড়ে বিটি রোডের উপর বিজেপির একটি ক্যাম্প অফিসের সামনে দুষ্কৃতীরা বোমাবাজি করে । যার মধ্যে একটি বোমা ফাটেনি ৷ পরে খড়দহ থানার পুলিশ এসে সেই বোমাটি উদ্ধার করে । পুলিশ চলে যাওয়ায় ফের ওই ক্যাম্প অফিসের সামনে দুষ্কৃতীরা বোমাবাজি চালায় বলে অভিযোগ । বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাবাজি করেছে । ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায় । তৃণমূলের অভিযোগ, উত্তেজিত বিজেপি কর্মীরা পার্শ্ববর্তী তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় ৷ তৃণমূলের আরও অভিযোগ, বিজেপির কর্মীরা বিভিন্ন দোকানেও ভাঙচুর চালায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অস্থায়ী ট্রাফিক কিয়স্ক ফেলে দেয় ৷ এরপর বিজপি কর্মীরা বিটি রোড অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ ৷ পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেন ।

আরও পড়ুন: পার্টি অফিস থেকে বেরোতেই বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি, মালদায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যদিও বিজেপির অভিযোগ, এর কিছু পরে দলের যুব নেতা জয় সাহার বাড়ির সামনে দুষ্কৃতীরা ফের বোমাবাজি করে ৷ বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.