খড়দহ, 1 এপ্রিল : মাঝরাতে মদ্যপ অবস্থায় বিজেপি কর্মীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল ৷ অভিযুক্ত তৃণমূল কর্মী বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে খড়দহর পানিহাটিতে ৷ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷
খড়দহ বিধানসভার পানিহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর এলাকার বাসিন্দা বিজেপি কর্মী গোপাল সমাদ্দার ৷ গোপাল সমাদ্দার ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, বুধবার রাত 1টা 30 নাগাদ মদ্যপ অবস্থায় স্থানীয় তৃণমূল কর্মী রাজু অধিকারী ও তার দলবল হামলা চালায় বাড়িতে । প্রথমে বাড়ির বাইরে থেকে গালিগালাজ করে ৷ পরে গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় ৷ সেই শব্দে গোপালবাবুর মেয়ে ঘুম ভেঙে কী ঘটেছে দেখতে গেলে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে রাজু । গোপাল সমাদ্দার ও তাঁর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ এরপরই রাজু ও তার দলবল পালিয়ে যায় ৷ বৃহস্পতিবার সকালে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী । ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল কর্মী রাজু অধিকারীকে ।
আরও পড়ুন: পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার
গোপাল সমাদ্দারের কথায়, "তৃণমূলের পার্টি অফিস থেকে মদ খেয়ে এসে রাজু আর ওর সঙ্গীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে ৷ এরা সব দুষ্কৃতী ৷ আমার মেয়ের দিকে বন্দুক তাক করে ৷ প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসতে পালিয়ে যায় ৷ আমরা আতঙ্কের মধ্যে আছি ৷"
হামলা চালানোর সময় রাজু ও তার দলবল বাড়িতে থাকা বিজেপির ব্যানার-পোস্টার-হোডিং ছিঁড়ে ফেলে বলেও অভিযোগ গোপালবাবুর ৷ এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷