ETV Bharat / state

বর্ণাঢ্য শোভাযাত্রার পর বনগাঁয় মনোনয়নপত্র জমা তৃণমূলের তিন প্রার্থীর - বনগাঁ দক্ষিণের প্রার্থী আলো রানী সরকার

বুধবার দুপুরে বনগাঁ ত্রিকোণ পার্কে থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূলের তিন প্রার্থী ৷ মিছিলের ভিড় দেখে তাঁদের বিশ্বাস, জিত 100 শতাংশ নিশ্চিত ৷

bengal election 2021
বনগাঁয় মনোনয়নপত্র জমা তৃণমূলের তিন প্রার্থীর
author img

By

Published : Mar 31, 2021, 6:57 PM IST

বনগাঁ, 31 মার্চ : ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রার পর বনগাঁ মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের তিন প্রার্থী ৷ বনগাঁ উত্তরের প্রার্থী শ্যামল রায়, বনগাঁ দক্ষিণের প্রার্থী আলো রানী সরকার ও বাগদার প্রার্থী পরিতোষ সাহা একসঙ্গে জমা দেন ৷ শোভাযাত্রায় যেমন ছিল ভিড়, তেমনই ছিল প্রার্থীদের জেতার আত্মবিশ্বাস ৷

বুধবার দুপুরে বনগাঁ ত্রিকোণ পার্কে থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তাঁরা । তাঁদের সঙ্গে গাইঘাটার প্রার্থী নরোত্তম বিশ্বাসের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু ব্যক্তিগত কারণে তিনি কাল জমা দিচ্ছেন ৷

মনোনয়নপত্র জমা দিতে এসে বনগাঁ উত্তরের প্রার্থী শ্যামল রায় বলেন,"আজকের জনপ্লাবন বলছে আমরাই জিতছি । কোন শত্রু ছোট নয়, সবাই আমার শত্রু, সবাই বড়, তাদের সঙ্গে লড়াই হবে । আমি জিতছি 100 শতাংশ ।" "খেলা হবে" প্রসঙ্গে তিনি বলেন, "খেলা হবে স্লোগানকে বিকৃত করা হচ্ছে । কিন্তু আমরা উন্নয়নের খেলা খেলছি ।"

বনগাঁ দক্ষিণের প্রার্থী তথা বিজপুরের বাসিন্দা আলো রানী সরকার বলেন,"ভারতীয় জনতা পার্টি যে একনায়কতন্ত্র ভাবে চালাতে চাইছে তার বিরুদ্ধে গণদেবতারা রাস্তায় নেমে এসেছে । বনগাঁ দক্ষিণ কেন্দ্রে আমার কোনও প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি না ।" বহিরাগত প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, "বহিরাগত কোথায় হলাম ৷ আমি ইতিমধ্যে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে দুটো ঘর ভাড়া নিয়েছি সেখানেই থাকছি ।"

আরও পড়ুন : মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল প্রার্থীর স্ত্রী

বাগদার প্রার্থী পরিতোষ সাহা বলেন,"বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে । জয়ের পক্ষে আমি একশো শতাংশ নিশ্চিত ।"

বনগাঁ, 31 মার্চ : ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রার পর বনগাঁ মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের তিন প্রার্থী ৷ বনগাঁ উত্তরের প্রার্থী শ্যামল রায়, বনগাঁ দক্ষিণের প্রার্থী আলো রানী সরকার ও বাগদার প্রার্থী পরিতোষ সাহা একসঙ্গে জমা দেন ৷ শোভাযাত্রায় যেমন ছিল ভিড়, তেমনই ছিল প্রার্থীদের জেতার আত্মবিশ্বাস ৷

বুধবার দুপুরে বনগাঁ ত্রিকোণ পার্কে থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তাঁরা । তাঁদের সঙ্গে গাইঘাটার প্রার্থী নরোত্তম বিশ্বাসের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু ব্যক্তিগত কারণে তিনি কাল জমা দিচ্ছেন ৷

মনোনয়নপত্র জমা দিতে এসে বনগাঁ উত্তরের প্রার্থী শ্যামল রায় বলেন,"আজকের জনপ্লাবন বলছে আমরাই জিতছি । কোন শত্রু ছোট নয়, সবাই আমার শত্রু, সবাই বড়, তাদের সঙ্গে লড়াই হবে । আমি জিতছি 100 শতাংশ ।" "খেলা হবে" প্রসঙ্গে তিনি বলেন, "খেলা হবে স্লোগানকে বিকৃত করা হচ্ছে । কিন্তু আমরা উন্নয়নের খেলা খেলছি ।"

বনগাঁ দক্ষিণের প্রার্থী তথা বিজপুরের বাসিন্দা আলো রানী সরকার বলেন,"ভারতীয় জনতা পার্টি যে একনায়কতন্ত্র ভাবে চালাতে চাইছে তার বিরুদ্ধে গণদেবতারা রাস্তায় নেমে এসেছে । বনগাঁ দক্ষিণ কেন্দ্রে আমার কোনও প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি না ।" বহিরাগত প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, "বহিরাগত কোথায় হলাম ৷ আমি ইতিমধ্যে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে দুটো ঘর ভাড়া নিয়েছি সেখানেই থাকছি ।"

আরও পড়ুন : মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল প্রার্থীর স্ত্রী

বাগদার প্রার্থী পরিতোষ সাহা বলেন,"বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে । জয়ের পক্ষে আমি একশো শতাংশ নিশ্চিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.