হাবড়া, 14 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়ে এবার কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ হাবড়ার এক সভা থেকে তিনি তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে গুজরাতি থেকে ছবি আঁকা, বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন ৷
নির্বাচন কমিশনের 24 ঘণ্টা নিষেধাজ্ঞার জারির পর মঙ্গলবার গান্ধিমূর্তির পাশের রাস্তায় ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একা তিন ঘণ্টা নীরব প্রতিবাদ জানান তিনি ৷ যা নিয়ে বিজপি তথা অন্যান্য বিরোধী দলগুলি সুর চড়িয়েছে ৷ সেই সুরে সুর মেলাতে পিছপা হননি শুভেন্দু অধিকারীও ৷ মঙ্গলবার হাবড়ায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার হয়ে প্রচারে যান শুভেন্দু ৷ 48 ঘণ্টার নিষেধাজ্ঞা থাকায় প্রচার থেকে দুরে রয়েছেন রাহুল ৷ তাঁর হয়ে হাবড়ার সভা থেকে বক্তব্য রাখার সময় মমতার প্রসঙ্গ তুলে আনেন বিজেপি নেতা ৷ শুভেন্দু কটাক্ষ করে বলেন, "আমাদের দলের প্রার্থীর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কিন্তু তিনি ধর্নায় বসেননি ৷ আর মাননীয়া কী করছেন? তিনি বলেছিলনে গুজরাতিরা বাংলা দখল করছে ৷ গান্ধিজিও গুজরাতে জন্মেছেন ৷ তাঁর পদতলে বসে ধর্না দিচ্ছেন ৷"
আরও পড়ুন : বিজেপি নেতাদের শাস্তি দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নির্বাচন কমিশন, কী বলছেন নেতারা !
ধর্না চলাকালীন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেশকিছু ছবি আঁকেন ৷ সেই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "ওটা আসলে পোড়া চপের ছবি ৷ সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু সংশোধনাগারে ৷ তাহলে ওই ছবি কে কিনবে?"
এদিকে মমতার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করেন শুভেন্দু ৷ তাঁকে চালচোর বলে কটাক্ষ করেন ৷ পাশাপাশি বিজেপি নেতার দাবি, "নোটবন্দির সময় দুই বিধায়ক কয়েক কোটি টাকা বদল করেছেন ৷ পূর্ব মেদিনীপুরের বিধায়ক 15 কোটি এবং হাবড়ার বিধায়ক চার কোটি টাকা বদল করেছেন নোটবন্দির সময় ৷"