ETV Bharat / state

কড়া নিরাপত্তায় কেন্দ্রের দিকে স্বরূপনগর ও বাদুড়িয়ার ভোট কর্মীরা - বাদুড়িয়া

রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফা ভোট ৷ বসিরহাট মহকুমার বাদুড়িয়া এবং স্বরূপনগরেও নির্বাচন রয়েছে 22 এপ্রিল ৷ বুধবার দিনভর তারই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকলেন ভোটকর্মীরা ৷ এদিন সকাল দশটা নাগাদ কড়া নিরাপত্তায় ভিভিপ্যাট নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা দিলেন ভোটকর্মীরা ৷

কেন্দ্রের দিকে স্বরূপনগর ও বাদুড়িয়ার ভোট কর্মীরা ৷
কেন্দ্রের দিকে স্বরূপনগর ও বাদুড়িয়ার ভোট কর্মীরা ৷
author img

By

Published : Apr 21, 2021, 8:22 PM IST

স্বরূপনগর, 21 এপ্রিল: আগামিকাল অর্থাৎ 22 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন হতে চলেছে চার জেলায় ৷ নির্বাচন হবে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার 43টি বিধানসভার মোট 10 হাজার 897টির বুথে ৷ প্রার্থী সংখ্যা সব মিলিয়ে 306 জন ৷ এর মধ্যে আছে স্বরূপনগর ও বাদুড়িয়া বিধানসভাও ৷ বুধবার শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত দুই বিধানসভার ভোট কর্মীরা ৷ এদিন সকাল থেকেই ভোট কর্মীরা ইভিএম নিয়ে রওনা হয়েছেন স্বরূপনগর এবং বাদুড়িয়ার দিকে ।

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাদুড়িয়ার দিলীপ মেমোরিয়াল হাইস্কুল এবং স্বরূপনগরের মালঙ্গপাড়া হাইস্কুল থেকে ইভিএম নিয়ে নির্ধারিত ভোটকেন্দ্রের দিকে রওনা দিলেন ভোটকর্মীরা ৷ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুই বিধানসভায় গোটা প্রক্রিয়াটিই থাকল কড়া নিরাপত্তায় মোড়া ৷

বুধবার চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করে কেন্দ্রের দিকে রওনা দিলেন স্বরূপনগর ও বাদুড়িয়ার ভোট কর্মীরা ৷

স্বরূপনগর বিধানসভায় বুথ রয়েছে 341টি ৷ মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 45 হাজার 31 জন ৷ তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1 লক্ষ 25 হাজার 379 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 19 হাজার 650 জন ৷ এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন ৷

বাদুড়িয়ায় রয়েছে 337টি ভোটিং বুথ ৷ বিধানসভায় মোট ভোটারের সংখ্যা 2 লক্ষ 42 হাজার 781 জন ৷ এখানে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 23 হাজার 611 জন এবং মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 19 হাজার 167 জন ৷ বাদুড়িয়ায় তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন 3 জন ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপির কড়া টক্করের মাঝে ভোট-ষষ্ঠীতে প্রাসঙ্গিক হওয়ার লড়াই বাম-কংগ্রেসের

স্বরূপনগর, 21 এপ্রিল: আগামিকাল অর্থাৎ 22 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন হতে চলেছে চার জেলায় ৷ নির্বাচন হবে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার 43টি বিধানসভার মোট 10 হাজার 897টির বুথে ৷ প্রার্থী সংখ্যা সব মিলিয়ে 306 জন ৷ এর মধ্যে আছে স্বরূপনগর ও বাদুড়িয়া বিধানসভাও ৷ বুধবার শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত দুই বিধানসভার ভোট কর্মীরা ৷ এদিন সকাল থেকেই ভোট কর্মীরা ইভিএম নিয়ে রওনা হয়েছেন স্বরূপনগর এবং বাদুড়িয়ার দিকে ।

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাদুড়িয়ার দিলীপ মেমোরিয়াল হাইস্কুল এবং স্বরূপনগরের মালঙ্গপাড়া হাইস্কুল থেকে ইভিএম নিয়ে নির্ধারিত ভোটকেন্দ্রের দিকে রওনা দিলেন ভোটকর্মীরা ৷ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুই বিধানসভায় গোটা প্রক্রিয়াটিই থাকল কড়া নিরাপত্তায় মোড়া ৷

বুধবার চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করে কেন্দ্রের দিকে রওনা দিলেন স্বরূপনগর ও বাদুড়িয়ার ভোট কর্মীরা ৷

স্বরূপনগর বিধানসভায় বুথ রয়েছে 341টি ৷ মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 45 হাজার 31 জন ৷ তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1 লক্ষ 25 হাজার 379 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 19 হাজার 650 জন ৷ এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন ৷

বাদুড়িয়ায় রয়েছে 337টি ভোটিং বুথ ৷ বিধানসভায় মোট ভোটারের সংখ্যা 2 লক্ষ 42 হাজার 781 জন ৷ এখানে পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 23 হাজার 611 জন এবং মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 19 হাজার 167 জন ৷ বাদুড়িয়ায় তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন 3 জন ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপির কড়া টক্করের মাঝে ভোট-ষষ্ঠীতে প্রাসঙ্গিক হওয়ার লড়াই বাম-কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.