ETV Bharat / state

ব্ল্যাকমেইল করে দাদাকে প্রার্থী করিয়েছেন শান্তনু, বিস্ফোরক দুলাল - উত্তর ২৪ পরগনার পাঁচপোতা বিজেপি পার্টি অফিস

দুলাল বরের অভিযোগ, গাইঘাটার বিজেপি কর্মীদের ভাবাবেগকে মূল্য না দিয়ে সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছেন শান্তনু ঠাকুর ৷ তিনি গাইঘাটার বিজেপি প্রার্থীকে ‘‘ইমপোর্টেড মাল’’ বলেও উল্লেখ করেন ৷

সুব্রত ঠাকুরকে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক দুলাল বর
সুব্রত ঠাকুরকে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক দুলাল বর
author img

By

Published : Mar 24, 2021, 10:22 PM IST

গাইঘাটা, 24 মার্চ : ফের প্রার্থী নিয়ে অশান্তি বিজেপির মধ্যে ৷ এবার স্থান গাইঘাটা ৷ পার্টিকে ভুল বুঝিয়ে সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছেন শান্তনু ঠাকুর ৷ এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির রাজ্য তপশিলি মোর্চার সভাপতি দুলাল বর ৷ বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার পাঁচপোতা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷

তাঁর অভিযোগ, গাইঘাটার বিজেপি কর্মীদের ভাবাবেগকে মূল্য না দিয়ে সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছেন শান্তনু ঠাকুর ৷ তিনি গাইঘাটার বিজেপি প্রার্থীকে ‘‘ইমপোর্টেড মাল’’ বলেও উল্লেখ করেন ৷ এমনকী ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে পদ ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি ৷

দুলালবাবু বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে আক্রমণ করে বলেন, ‘‘গাইঘাটার ভারতীয় জনতা পার্টির কর্মীদের দীর্ঘদিনের পরিশ্রম ও ভাবাবেগকে সামনে রেখে একজন ভাল প্রার্থী আশা করেছিল । কিন্তু গাইঘাটার ঠাকুর বাড়ির স্বঘোষিত মতুয়া, বিজেপি কর্মীদের বিন্দুমাত্র শ্রদ্ধা না দিয়ে, ভাবাবেগকে মূল্য না দিয়ে পার্টি কে ভুল বুঝিয়ে এক ইমপোর্টেড মালকে প্রার্থী করিয়েছেন ৷ যে কোনও দিন ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলেনি ৷ যিনি অস্ট্রেলিয়ায় থাকেন ৷ ভোটের মুখে বসন্তের কোকিলের মতো এসে হাজির হয়েছেন ৷’’

সুব্রত ঠাকুরকে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক দুলাল বর
তিনি আরও বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চা থেকে কাউকে প্রার্থী করা হয়নি । এসসি কর্মীরা হতাশ । তাঁরা বলছেন অবিলম্বে পদত্যাগ করতে। কর্মীদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’

আরও পড়ুন : দুর্গাপুরকে সোনার শিল্পনগরী গড়ার অঙ্গীকার কংগ্রেস প্রার্থী দেবেশের


দুলাল বরের সাংবাদিক সম্মেলন সম্পর্কে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন । যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন ।


গাইঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর দুলাল বরের বক্তব্য প্রসঙ্গে কিছু বলতে চাননি। তিনি বলেন, "এ বিষয়ে যা বলার দলের উর্ধ্বতন নেতৃত্ব বলবে। পরিবর্তন আসবেই। দুলাল বর নির্দলে দাঁড়ালেও কোনও প্রভাব পড়বে না ।"

গাইঘাটা, 24 মার্চ : ফের প্রার্থী নিয়ে অশান্তি বিজেপির মধ্যে ৷ এবার স্থান গাইঘাটা ৷ পার্টিকে ভুল বুঝিয়ে সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছেন শান্তনু ঠাকুর ৷ এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির রাজ্য তপশিলি মোর্চার সভাপতি দুলাল বর ৷ বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার পাঁচপোতা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷

তাঁর অভিযোগ, গাইঘাটার বিজেপি কর্মীদের ভাবাবেগকে মূল্য না দিয়ে সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছেন শান্তনু ঠাকুর ৷ তিনি গাইঘাটার বিজেপি প্রার্থীকে ‘‘ইমপোর্টেড মাল’’ বলেও উল্লেখ করেন ৷ এমনকী ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে পদ ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি ৷

দুলালবাবু বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে আক্রমণ করে বলেন, ‘‘গাইঘাটার ভারতীয় জনতা পার্টির কর্মীদের দীর্ঘদিনের পরিশ্রম ও ভাবাবেগকে সামনে রেখে একজন ভাল প্রার্থী আশা করেছিল । কিন্তু গাইঘাটার ঠাকুর বাড়ির স্বঘোষিত মতুয়া, বিজেপি কর্মীদের বিন্দুমাত্র শ্রদ্ধা না দিয়ে, ভাবাবেগকে মূল্য না দিয়ে পার্টি কে ভুল বুঝিয়ে এক ইমপোর্টেড মালকে প্রার্থী করিয়েছেন ৷ যে কোনও দিন ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলেনি ৷ যিনি অস্ট্রেলিয়ায় থাকেন ৷ ভোটের মুখে বসন্তের কোকিলের মতো এসে হাজির হয়েছেন ৷’’

সুব্রত ঠাকুরকে প্রার্থী করা নিয়ে বিস্ফোরক দুলাল বর
তিনি আরও বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চা থেকে কাউকে প্রার্থী করা হয়নি । এসসি কর্মীরা হতাশ । তাঁরা বলছেন অবিলম্বে পদত্যাগ করতে। কর্মীদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’

আরও পড়ুন : দুর্গাপুরকে সোনার শিল্পনগরী গড়ার অঙ্গীকার কংগ্রেস প্রার্থী দেবেশের


দুলাল বরের সাংবাদিক সম্মেলন সম্পর্কে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন । যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন ।


গাইঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর দুলাল বরের বক্তব্য প্রসঙ্গে কিছু বলতে চাননি। তিনি বলেন, "এ বিষয়ে যা বলার দলের উর্ধ্বতন নেতৃত্ব বলবে। পরিবর্তন আসবেই। দুলাল বর নির্দলে দাঁড়ালেও কোনও প্রভাব পড়বে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.