ভাটপাড়া, 22 এপ্রিল: ষষ্ঠ দফা নির্বাচন মিটতেই বোমাবাজির ঘটনা ঘটল ভাটপাড়ার পানপুরের ধানকল মোড়ে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে করে এসে দুষ্কৃতীরা বাড়িঘর-দোকানপাটে ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ ৷ বোমার আঘাতে জখম হয়েছেন চারজন স্থানীয় ৷ ঘটনাস্থলে মোতায়েন আছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷
এদিন সন্ধ্যার এই বোমাবাজির ঘটনায় তৃণমূলের তরফে সরাসরি অভিযুক্ত করা হয়েছে বিজেপিকে ৷ জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের অভিযোগ, পানপুরে বাইকে চেপে এসে বিনা করণে দুমাদুম বোমা মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ বাড়িঘরে, দোকানে বোমাবাজি করে গেছে ৷ লোকজন জখম হয়েছেন ৷ তিনি ঘটনায় স্পষ্ট অর্জুন সিংকে অভিযুক্ত করে বলেন, "এটা অর্জুনে তাণ্ডব ৷ এখানে বিজেপি মানেই অর্জুন ৷ এসব কাজ অর্জুনই করায় ৷ সব ক্রিমিনালদের নিজের বাড়িতেই রাখে ৷ ও-ই এসব করায় ৷ ওর বিরুদ্ধে আমি অভিযোগ জানাব ৷"
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।
আরও পড়ুন: শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমা, রহড়া থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির