ETV Bharat / state

হাড়োয়ায় 4টি বোমা সহ এক আইএসএফ কর্মী গ্রেফতার - west bengal assembly election

হাড়োয়ায় 4টি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গণনার দিন কোনও গোলমাল পাকানোর উদ্দ্যেশেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল বলে মনে করছে পুলিশ ৷

bengal election 2021 Police arrested an ISF worker with four bombs in Haroa north 24 pargana
হাড়োয়ায় 4টি তাজা বোমা সহ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ
author img

By

Published : May 1, 2021, 6:18 PM IST

হাড়োয়া, 1 মে : ভোট গণনার আগের দিন হাড়োয়া থেকে উদ্ধার হল চারটি বোমা । পুলিশ বোমা মজুতের অভিযোগে শেখ মইদুল নামে এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েত এলাকায় । গণনার দিনে বড়সড় কোনও ঝামেলা করার উদ্দেশ্যেই বোমাগুলি মজুত করা হয়েছিল বলে অনুমান হাড়োয়া থানার পুলিশের । তবে,এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রাত পোহালেই রাজ্যে 292টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা (2টি কেন্দ্রে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্বাচন হয়নি) । তার আগে গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । শুরু হয়েছে কোভিড নিয়মবিধি মেনে ভোট কর্মীদের গণনা কেন্দ্রে প্রবেশের প্রক্রিয়া । এমনকি গণনার আগে রাজনৈতিক দলগুলির মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে । তারই মধ্যে শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ বকজুড়ি পঞ্চায়েতের মাজমপুর গ্রামের একটি মাঠে হানা দেয় ৷ তাঁদের কাছে খবর ছিল সেখানে বেশ কয়েকজন কোনও অসাধু উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৷ খবর পেয়েই সঙ্গে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায় । পুলিশের চোখে ধুলো দিয়ে কয়েকজন পালিয়ে গেলেও, হাতেনাতে ধরা পড়ে যায় শেখ মইদুল নামে এক দুষ্কৃতী । পরে জানতে পারা যায়, সে আব্বাস সিদ্দিকির দল আইএসএফের সঙ্গে যুক্ত । পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে । সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই আইএসএফ কর্মীকে ।

ঘটনা জানাজানি হতেই আব্বাস সিদ্দিকি ও তাঁর দল আইএসএফকে খোঁচা দিতে ছাড়েনি শাসকদল তৃণমূল । এই বিষয়ে হাড়োয়া ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ হাফিজ আহমেদ বলেন, ‘‘আব্বাস সিদ্দিকির দলের কর্মী-সমর্থকদের কাছে বোমা এবং বন্দুক পাওয়া যাবে, এটাই স্বাভাবিক । মানুষের হয়ে কখনও কথা বলে না । সবসময় মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করে । আমরা নিশ্চিত, গণনার দিন হাড়োয়ায় অশান্তি পাকাতেই বোমাগুলো মজুত করা হয়েছিল । পুলিশের কাছে আবেদন, এর পিছনে আর যারা জড়িত রয়েছে তাদেরকেও যাতে গ্রেফতার করা হয়’’ ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় আইএসএফ নেতৃত্বের ।

আরও পড়ুন : ভোটগণনার দিন রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

অন্যদিকে, বাজেয়াপ্ত হওয়া বোমাগুলি পরে নিষ্ক্রিয় করেছে পুলিশ । এই বিষয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । ঠিক কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷

হাড়োয়া, 1 মে : ভোট গণনার আগের দিন হাড়োয়া থেকে উদ্ধার হল চারটি বোমা । পুলিশ বোমা মজুতের অভিযোগে শেখ মইদুল নামে এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েত এলাকায় । গণনার দিনে বড়সড় কোনও ঝামেলা করার উদ্দেশ্যেই বোমাগুলি মজুত করা হয়েছিল বলে অনুমান হাড়োয়া থানার পুলিশের । তবে,এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রাত পোহালেই রাজ্যে 292টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা (2টি কেন্দ্রে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্বাচন হয়নি) । তার আগে গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । শুরু হয়েছে কোভিড নিয়মবিধি মেনে ভোট কর্মীদের গণনা কেন্দ্রে প্রবেশের প্রক্রিয়া । এমনকি গণনার আগে রাজনৈতিক দলগুলির মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে । তারই মধ্যে শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ বকজুড়ি পঞ্চায়েতের মাজমপুর গ্রামের একটি মাঠে হানা দেয় ৷ তাঁদের কাছে খবর ছিল সেখানে বেশ কয়েকজন কোনও অসাধু উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৷ খবর পেয়েই সঙ্গে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায় । পুলিশের চোখে ধুলো দিয়ে কয়েকজন পালিয়ে গেলেও, হাতেনাতে ধরা পড়ে যায় শেখ মইদুল নামে এক দুষ্কৃতী । পরে জানতে পারা যায়, সে আব্বাস সিদ্দিকির দল আইএসএফের সঙ্গে যুক্ত । পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে । সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই আইএসএফ কর্মীকে ।

ঘটনা জানাজানি হতেই আব্বাস সিদ্দিকি ও তাঁর দল আইএসএফকে খোঁচা দিতে ছাড়েনি শাসকদল তৃণমূল । এই বিষয়ে হাড়োয়া ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ হাফিজ আহমেদ বলেন, ‘‘আব্বাস সিদ্দিকির দলের কর্মী-সমর্থকদের কাছে বোমা এবং বন্দুক পাওয়া যাবে, এটাই স্বাভাবিক । মানুষের হয়ে কখনও কথা বলে না । সবসময় মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করে । আমরা নিশ্চিত, গণনার দিন হাড়োয়ায় অশান্তি পাকাতেই বোমাগুলো মজুত করা হয়েছিল । পুলিশের কাছে আবেদন, এর পিছনে আর যারা জড়িত রয়েছে তাদেরকেও যাতে গ্রেফতার করা হয়’’ ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় আইএসএফ নেতৃত্বের ।

আরও পড়ুন : ভোটগণনার দিন রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

অন্যদিকে, বাজেয়াপ্ত হওয়া বোমাগুলি পরে নিষ্ক্রিয় করেছে পুলিশ । এই বিষয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । ঠিক কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.