ETV Bharat / state

মিছিলে হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপির, এফআইআর পার্নোর - বরানগর

আজ প্রচার ব়়্যালিতে হামলাকে কেন্দ্র করে ররানগর থানায় অভিযোগ দায়ের করেন পার্নো মিত্র ৷ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপি সমর্থকরা বরানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বিটি রোড অবরোধ করে তারা ৷

পার্নো মিত্র
পার্নো মিত্র
author img

By

Published : Apr 14, 2021, 6:27 PM IST

Updated : Apr 14, 2021, 6:48 PM IST

বরানগর, 14 এপ্রিল : এফআইআর দায়ের করলেন পার্নো মিত্র ৷ বরানগর বিধানসভা কেন্দ্রে শেষ প্রচারের দিন ছিল আজ ৷ বরানগরের বিজেপি প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্রের আজ বাইক ব়্যালি করে প্রচারে বেরিয়েছিলেন তিনি ৷ প্রচার চলাকালীন আচমকাই হামলা চালানো হয় ব়্যালিতে ৷ অভিযোগের তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে ৷

এরপরই ররানগর থানায় অভিযোগ দায়ের করেন পার্নো মিত্র ৷ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপি সমর্থকরা ররানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বিটি রোড অবরোধ করে তারা ৷

থানায় বিক্ষোভ বিজেপির, এফআইআর পার্নোর

ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, "গণতন্ত্র কোথায় ? আমাদের বলা হচ্ছে আমরা (বিজেপি) উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে আসছি তাহলে তৃণমূল এটা কী করছে? লোকজনকে ধরে ধরে মারছে ৷ নিজেরা আসছে না, মহিলাদের এগিয়ে দিচ্ছে ৷" তিনি আরও বলেন, আমরা অভিযোগ দায়ের করছি ৷ যদি অভিযুত্তদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব ৷

আরও পড়ুন: বরানগরে পার্নো মিত্রের মিছিলে হামলা

বরানগর, 14 এপ্রিল : এফআইআর দায়ের করলেন পার্নো মিত্র ৷ বরানগর বিধানসভা কেন্দ্রে শেষ প্রচারের দিন ছিল আজ ৷ বরানগরের বিজেপি প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্রের আজ বাইক ব়্যালি করে প্রচারে বেরিয়েছিলেন তিনি ৷ প্রচার চলাকালীন আচমকাই হামলা চালানো হয় ব়্যালিতে ৷ অভিযোগের তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে ৷

এরপরই ররানগর থানায় অভিযোগ দায়ের করেন পার্নো মিত্র ৷ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপি সমর্থকরা ররানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বিটি রোড অবরোধ করে তারা ৷

থানায় বিক্ষোভ বিজেপির, এফআইআর পার্নোর

ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, "গণতন্ত্র কোথায় ? আমাদের বলা হচ্ছে আমরা (বিজেপি) উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে আসছি তাহলে তৃণমূল এটা কী করছে? লোকজনকে ধরে ধরে মারছে ৷ নিজেরা আসছে না, মহিলাদের এগিয়ে দিচ্ছে ৷" তিনি আরও বলেন, আমরা অভিযোগ দায়ের করছি ৷ যদি অভিযুত্তদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব ৷

আরও পড়ুন: বরানগরে পার্নো মিত্রের মিছিলে হামলা

Last Updated : Apr 14, 2021, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.