বনগাঁ, 10 এপ্রিল : কোচবিহারে বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর 24 পরগনার বনগাঁয় নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এই দাবি করলেন তৃণমূল নেত্রী ৷
উল্লেখ্য, কোচবিহারের শীতলকুচিতে গোলমাল হয় ভোটচলাকালীন ৷ সেই সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয় চারজন ৷ আহত হন আরও কয়েকজন ৷ এই ঘটনা নিয়ে সকাল থেকেই শোরগোল চলছে রাজ্যজুড়ে ৷ ওই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেগেছেন অমিত শাহকে ৷
এদিন বনগাঁর জনসভা থেকে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুমি চক্রান্তকারী ৷ অমিত শাহ তুমি পদত্যাগ করো ৷’’ এর আগে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে এই ঘটনা নিয়ে বিজেপির সমালোচনা করেছিলেন কড়া ভাষায় ৷ তিনি অভিযোগ করেছিলেন যে হেরে যাবে বলে বিজেপি গুলি করে লোক মারছে ৷
আরও পড়ুন : বিজেপি হেরে গিয়েছে বলে ভোটারদের গুলি করে মারছে : মমতা
তার পর বনগাঁর সভা থেকে তিনি সরাসরি অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ এই কথা তিনি আগে থেকেই বলছেন বলে দাবি করে আসছেন বলেও জানান তৃণমূল নেত্রী ৷