ETV Bharat / state

কামারহাটিতে বিজেপির সভা বাঞ্চালের চেষ্টা , অভিযোগ অস্বীকার মদনের - মদন মিত্র

কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলের কিছু দুষ্কৃতী সভা বাঞ্চল করার চেষ্টা করে বলে অভিযোগ তোলে বিজেপি ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করেছেন মদন মিত্র ৷

কামারহাটির দুই প্রার্থী
কামারহাটির দুই প্রার্থী
author img

By

Published : Apr 5, 2021, 6:53 PM IST

কামারহাটি, 5 এপ্রিল: নিত্যদিনই বিজেপি ও তৃণমূল বাগবিতন্ডা লেগেই রয়েছে ৷ নির্বাচন চলাকালীন যা হাতাহাতি মারপিটে এসে ঠেকেছে ৷ রবিবার কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যেপধ্যায়ের সভা ঘিরে শুরু হয় বিজেপি-তৃণমূল তরজা ৷ বিজেপির তরফে অভিযোগ ওঠে , বিজেপি প্রার্থীর সভা চলাকালীন কিছু গুন্ডা বাহিনী আচমকাই তাদের সভা বাঞ্চালের চেষ্টা করে ৷ যদিও কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র বিযয়টিকে বিজেপির যড়যন্ত্র বলে দাবি করেছেন ৷

কামারহাটি বিধানসভার 29 নম্বর ওয়ার্ডে ৪ নাম্বার রেল গেটের সামনে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল ৷ বিজেপির সেই সভায় যোগ দেন অভিনেতা সাংসদ মনোজ তিওয়ারি ৷ তাঁর সভায় যোগ দেওয়ার আগেই বিজেপি -তৃণমূল তরজায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে ৷

কামারহাটিতে বিজেপির সভা বাঞ্চালের চেষ্টা , অভিযোগ অস্বীকার মদনের

কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় জানান, " সভাচলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতী সভা বাঞ্চালের চেষ্টা করে ৷ কিন্তু পুলিশের উপস্থিতিতে তাদের চেষ্টা সফল হয়নি ৷ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় ৷ "

যদিও কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ৷ তিনি বলেন , " কেউ ওদের বাইক নিয়ে ভয় দেখায়নি ৷ সভায় বিদ্যুৎ বিচ্ছিন্নও করা হয়নি ৷ "

আরও পড়ুন : টাকা ছড়াচ্ছেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী ? মহুয়ার টুইটে বিতর্ক

কামারহাটি, 5 এপ্রিল: নিত্যদিনই বিজেপি ও তৃণমূল বাগবিতন্ডা লেগেই রয়েছে ৷ নির্বাচন চলাকালীন যা হাতাহাতি মারপিটে এসে ঠেকেছে ৷ রবিবার কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যেপধ্যায়ের সভা ঘিরে শুরু হয় বিজেপি-তৃণমূল তরজা ৷ বিজেপির তরফে অভিযোগ ওঠে , বিজেপি প্রার্থীর সভা চলাকালীন কিছু গুন্ডা বাহিনী আচমকাই তাদের সভা বাঞ্চালের চেষ্টা করে ৷ যদিও কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র বিযয়টিকে বিজেপির যড়যন্ত্র বলে দাবি করেছেন ৷

কামারহাটি বিধানসভার 29 নম্বর ওয়ার্ডে ৪ নাম্বার রেল গেটের সামনে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল ৷ বিজেপির সেই সভায় যোগ দেন অভিনেতা সাংসদ মনোজ তিওয়ারি ৷ তাঁর সভায় যোগ দেওয়ার আগেই বিজেপি -তৃণমূল তরজায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে ৷

কামারহাটিতে বিজেপির সভা বাঞ্চালের চেষ্টা , অভিযোগ অস্বীকার মদনের

কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় জানান, " সভাচলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতী সভা বাঞ্চালের চেষ্টা করে ৷ কিন্তু পুলিশের উপস্থিতিতে তাদের চেষ্টা সফল হয়নি ৷ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় ৷ "

যদিও কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ৷ তিনি বলেন , " কেউ ওদের বাইক নিয়ে ভয় দেখায়নি ৷ সভায় বিদ্যুৎ বিচ্ছিন্নও করা হয়নি ৷ "

আরও পড়ুন : টাকা ছড়াচ্ছেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী ? মহুয়ার টুইটে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.