গোবরডাঙ্গা, 30 মার্চ : দীর্ঘদিন গ্রামে ঢোকার রাস্তার অবস্থা বেহাল । ভোটের মুখে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর । ভোটের আগে রাস্তা ঠিক না হলে ভোট বয়কট করার হুমকিও দিয়েছেন তারা । হাবড়া- বসিরহাট রোডের জানাপুল এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন স্থানীয়রা । মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জানাপুল এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জানাপুল এলাকায় গ্রামে যাওয়ার তিন থেকে চার কিলোমিটার রাস্তা প্রায় 40 বছরের উপরে খারাপ হয়ে রয়েছে । প্রশাসনকে বারংবার জানিয়েও কোনও লাভ হয়নি । প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি তারা । সামনেই ভোট ৷ ভোট চাইতে গ্রামে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা । রাস্তা ঠিক করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা । কিন্তু তা মানতে রাজি নন এলাকাবাসী । তাদের দাবি, এর আগেও ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাস্তা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু ভোট মিটে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না ।
আরও পড়ুন : রাহুল সিনহাকে গো ব্যাক স্লোগান হাবড়ায়
মঙ্গলবার বেলা তিনটে নাগাদ রাস্তা ঠিক করার দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্ল্যাকার্ড হাতে নিয়ে হাবড়া-বসিরহাট রাজ্য সড়কে অবরোধ শুরু করেন স্থানীয়রা । তাদের দাবি যত সময় না পাকা রাস্তার কাজ শুরু হবে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন তারা । প্রয়োজনে তারা ভোট বয়কট করবেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ । এক ঘন্টার উপর রাস্তা অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসী ।