ETV Bharat / state

শেষ মুহূর্তের প্রচারে বিরোধীদের একহাত নিলেন কামারহাটির বাম প্রার্থী সায়নদীপ - সংযুক্ত মোর্চা

শেষ লগ্নের প্রচার মিছিলে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী সায়নদীপ মিত্র ৷ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বুধবার বেলঘরিয়ার বাদামতলা থেকে আড়িয়াদহ পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

শেষ মুহূর্তের প্রচারে বিরোধীদের একহাত নিলেন কামারহাটির বাম প্রার্থী সায়নদীপ মিত্র
শেষ মুহূর্তের প্রচারে বিরোধীদের একহাত নিলেন কামারহাটির বাম প্রার্থী সায়নদীপ মিত্র
author img

By

Published : Apr 14, 2021, 4:21 PM IST

কামারহাটি , 14 এপ্রিল : পঞ্চম দফা নির্বাচনে 17 এপ্রিল কামারহাটি বিধানসভা কেন্দ্রে ভোট ৷ তার আগে শেষ লগ্নের প্রচার মিছিলে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী সায়নদীপ মিত্র ৷ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বুধবার বেলঘরিয়ার বাদামতলা থেকে আড়িয়াদহ পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

এদিনের মিছিল থেকে তৃণমূল ও বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন , " নিজের মুখ নিয়ে মানুষের কাছে যাওয়ার মুখ নেই ৷ তাই তৃণমূল নেতারা অভিনেতাদের মুখোশে মুখ লুকোচ্ছেন। আর মোদি এবং অমিত শাহ তো দিল্লি - কলকাতার নিত্যযাত্রী হয়েছেন। অমিত শাহ তো দুয়ারে ভোটের স্লিপ বিলি করছেন। তাহলেই অবস্থা বুঝে নিন ৷ আগেও বলেছিলাম মার্জিন বাড়ানোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা। তৃণমূল এবং বিজেপি দ্বিতীয় তৃতীয় হওয়ার জন্য লড়ছে। সেই বক্তব্য বদলের কারণ দেখছিনা।"

শেষ মুহূর্তের প্রচারে বিরোধীদের একহাত নিলেন কামারহাটির বাম প্রার্থী সায়নদীপ মিত্র

সায়নদীপ আরও বলেন , নির্ণায়ক শক্তি নয় সরকার গড়ার কাছাকাছি চলে যেতে পারে সংযুক্ত মোর্চা । কারণ মানুষ ধীরে ধীরে মুখ এবং মুখোশের তফাৎ বুঝতে পারছেন। কামারহাটির মানুষকে বোঝানোর ঝক্কি নেওয়ার বদলে তাদের নির্দেশ অনুসারে কাজ করতে চান বলেও এদিন জানান সায়নদীপ।

তাঁর এই মনোভাবে যে কাজ হচ্ছে তা বিরোধী দলের বেড়ে চলা উষ্মায় প্রকাশিত হচ্ছে বলে মনে করেন তিনি। তবে প্রচারের উত্তাপ সরিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার কথাও এদিন বলেন তিনি। বলেন সতর্কতা জরুরি। তাই তাঁরাও সতর্ক থাকার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

এদিনের প্রচারে এলাকার বর্ষীয়ান বাম ও কংগ্রেস নেতাদের পাশাপাশি তরুন প্রজন্মের উপস্থিতি নজর কাড়ে ।

আরও পড়ুন : শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

কামারহাটি , 14 এপ্রিল : পঞ্চম দফা নির্বাচনে 17 এপ্রিল কামারহাটি বিধানসভা কেন্দ্রে ভোট ৷ তার আগে শেষ লগ্নের প্রচার মিছিলে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী সায়নদীপ মিত্র ৷ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বুধবার বেলঘরিয়ার বাদামতলা থেকে আড়িয়াদহ পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

এদিনের মিছিল থেকে তৃণমূল ও বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন , " নিজের মুখ নিয়ে মানুষের কাছে যাওয়ার মুখ নেই ৷ তাই তৃণমূল নেতারা অভিনেতাদের মুখোশে মুখ লুকোচ্ছেন। আর মোদি এবং অমিত শাহ তো দিল্লি - কলকাতার নিত্যযাত্রী হয়েছেন। অমিত শাহ তো দুয়ারে ভোটের স্লিপ বিলি করছেন। তাহলেই অবস্থা বুঝে নিন ৷ আগেও বলেছিলাম মার্জিন বাড়ানোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা। তৃণমূল এবং বিজেপি দ্বিতীয় তৃতীয় হওয়ার জন্য লড়ছে। সেই বক্তব্য বদলের কারণ দেখছিনা।"

শেষ মুহূর্তের প্রচারে বিরোধীদের একহাত নিলেন কামারহাটির বাম প্রার্থী সায়নদীপ মিত্র

সায়নদীপ আরও বলেন , নির্ণায়ক শক্তি নয় সরকার গড়ার কাছাকাছি চলে যেতে পারে সংযুক্ত মোর্চা । কারণ মানুষ ধীরে ধীরে মুখ এবং মুখোশের তফাৎ বুঝতে পারছেন। কামারহাটির মানুষকে বোঝানোর ঝক্কি নেওয়ার বদলে তাদের নির্দেশ অনুসারে কাজ করতে চান বলেও এদিন জানান সায়নদীপ।

তাঁর এই মনোভাবে যে কাজ হচ্ছে তা বিরোধী দলের বেড়ে চলা উষ্মায় প্রকাশিত হচ্ছে বলে মনে করেন তিনি। তবে প্রচারের উত্তাপ সরিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার কথাও এদিন বলেন তিনি। বলেন সতর্কতা জরুরি। তাই তাঁরাও সতর্ক থাকার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

এদিনের প্রচারে এলাকার বর্ষীয়ান বাম ও কংগ্রেস নেতাদের পাশাপাশি তরুন প্রজন্মের উপস্থিতি নজর কাড়ে ।

আরও পড়ুন : শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.