ETV Bharat / state

বিজেপি একা লড়লে লড়াই হত, পরিযায়ীদের সঙ্গে লড়াই হয় না, কটাক্ষ জ্যোতিপ্রিয়-র - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

বুধবার বারাসতে জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি মনোনয়ন জমা দিয়ে বলেন, "৭৫ শতাংশ লড়াই সিপিআইএমের সঙ্গে হবে । বাকি ২৫ শতাংশ লড়াই হবে বিজেপির সঙ্গে ৷"

jyotipriyo
jyotipriyo
author img

By

Published : Mar 31, 2021, 9:18 PM IST

বারাসত, 31 মার্চ : হাবড়ায় বিজেপিকে গুরুত্ব-ই দিতে চান না জ্যোতিপ্রিয় মল্লিক। তার থেকে তাঁর কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ হিসাবে তিনি এগিয়ে রাখছেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থীকে । বুধবার দুপুরে মনোনয়ন জমা দিয়ে এমনটাই জানালেন হাবড়ার তৃণমূল প্রার্থী ৷

বুধবার বারাসতে জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি মনোনয়ন জমা দিয়ে বলেন, "৭৫ শতাংশ লড়াই সিপিআইএমের সঙ্গে হবে । বাকি ২৫ শতাংশ লড়াই হবে বিজেপির সঙ্গে ৷" তা সত্ত্বেও প্রতিপক্ষের সঙ্গে লড়াই চ্যালেঞ্জিং হবেনা বলেই জানিয়ে দেন তিনি ৷ বিজেপি প্রার্থী রাহুল সিনহার কটাক্ষকে পাত্তা না দিয়ে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন জ্যোতিপ্রিয় । বলেন, "ওঁর (রাহুল সিনহা)শিক্ষাগত যোগ্যতা কম। অশিক্ষিত মানুষ। ওঁর সঙ্গে আমার তুলনা করবেন না। আমি শিক্ষিত মানুষ। ক্লাস এইট পাসের কোনও কথার উত্তর দেব না। তা সত্বেও রাহুল সিনহা ও তাঁর পরিবারের সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে ৷"বিজেপিকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি জ্যোতিপ্রিয় ৷ "এখানকার বিজেপি যদি নিজেরা লড়াই করত, তাহলে একটা লড়াইয়ের জায়গা ছিল । কিন্তু ওঁরা পরিযায়ী বিজেপির উপর নির্ভরশীল হওয়ায় সেই লড়াইয়ের জায়গা হারিয়েছে ।

ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে জ্যোতিপ্রিয় মল্লিক

আরও পড়ুন : নন্দীগ্রামে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসন

তৃতীয়বার হাবড়া কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হলে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলেন ৷ তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"হাবড়ার মানুষ যাতে সুন্দর,সুস্থ ও ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা করব।আর আমি বিধায়ক হিসেবে তাঁদের অতন্দ্র পাহারাদার হয়ে থাকবে ৷ " পদ্মাপাড়ের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ।

বারাসত, 31 মার্চ : হাবড়ায় বিজেপিকে গুরুত্ব-ই দিতে চান না জ্যোতিপ্রিয় মল্লিক। তার থেকে তাঁর কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ হিসাবে তিনি এগিয়ে রাখছেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থীকে । বুধবার দুপুরে মনোনয়ন জমা দিয়ে এমনটাই জানালেন হাবড়ার তৃণমূল প্রার্থী ৷

বুধবার বারাসতে জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি মনোনয়ন জমা দিয়ে বলেন, "৭৫ শতাংশ লড়াই সিপিআইএমের সঙ্গে হবে । বাকি ২৫ শতাংশ লড়াই হবে বিজেপির সঙ্গে ৷" তা সত্ত্বেও প্রতিপক্ষের সঙ্গে লড়াই চ্যালেঞ্জিং হবেনা বলেই জানিয়ে দেন তিনি ৷ বিজেপি প্রার্থী রাহুল সিনহার কটাক্ষকে পাত্তা না দিয়ে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন জ্যোতিপ্রিয় । বলেন, "ওঁর (রাহুল সিনহা)শিক্ষাগত যোগ্যতা কম। অশিক্ষিত মানুষ। ওঁর সঙ্গে আমার তুলনা করবেন না। আমি শিক্ষিত মানুষ। ক্লাস এইট পাসের কোনও কথার উত্তর দেব না। তা সত্বেও রাহুল সিনহা ও তাঁর পরিবারের সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে ৷"বিজেপিকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি জ্যোতিপ্রিয় ৷ "এখানকার বিজেপি যদি নিজেরা লড়াই করত, তাহলে একটা লড়াইয়ের জায়গা ছিল । কিন্তু ওঁরা পরিযায়ী বিজেপির উপর নির্ভরশীল হওয়ায় সেই লড়াইয়ের জায়গা হারিয়েছে ।

ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে জ্যোতিপ্রিয় মল্লিক

আরও পড়ুন : নন্দীগ্রামে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসন

তৃতীয়বার হাবড়া কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হলে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলেন ৷ তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"হাবড়ার মানুষ যাতে সুন্দর,সুস্থ ও ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা করব।আর আমি বিধায়ক হিসেবে তাঁদের অতন্দ্র পাহারাদার হয়ে থাকবে ৷ " পদ্মাপাড়ের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.