ETV Bharat / state

বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বোমা উদ্ধার, উত্তপ্ত আমডাঙ্গা - তৃণমূল কর্মী

ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত আমডাঙ্গা ৷ বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বোমা উদ্ধার সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

উত্তপ্ত আমডাঙ্গা
উত্তপ্ত আমডাঙ্গা
author img

By

Published : Apr 22, 2021, 1:19 PM IST

আমডাঙ্গা, 22 এপ্রিল : ষষ্ঠ দফার ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত আমডাঙ্গা ৷ কোথাও ভাঙ্গচুর হল আইএসএফ কর্মীদের বাড়ি ৷ আবার কোথাও উদ্ধার হল বোমা ৷ সব মিলিয়ে গোটা আমডাঙ্গা এলাকা জুড়ে ছড়াল উত্তেজনা ৷

আমডাঙ্গা উত্তর ভোদাই 127 নম্বর বুথ এলাকায় আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর ৷ হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ক্যাম্প এবং অফিসও ৷ আইএসএফ কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ভাঙচুর করেছে তাদের বাড়ি ৷ তারা আরও জানিয়েছে গতকাল রাতে বন্দুক দেখিয়ে তাদের ভোট কেন্দ্র যেতে বারণ করেছে তৃণমূলের কর্মীরা ৷

উত্তপ্ত আমডাঙ্গা

যদিও সব অভিযোগ অস্বীকার করে এক তৃণমূল কর্মী বলেন, আইএসএফ কর্মীরা নিজেরাই ভাঙচুর করে তাদের নামে মিথ্যে অভিযোগ করছে ৷ আইএসএফ কর্মীরা তাদের মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি ৷

অন্যদিকে এদিন সকালে আমডাঙ্গা 83 নম্বর বুথের রংমহল এলাকায় ঝোপের মধ্যে বোমা উদ্ধার হয়েছে । ঝোপ ও শৌচালয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাজা বোমা । উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : ভোট দিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর

আমডাঙ্গা, 22 এপ্রিল : ষষ্ঠ দফার ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত আমডাঙ্গা ৷ কোথাও ভাঙ্গচুর হল আইএসএফ কর্মীদের বাড়ি ৷ আবার কোথাও উদ্ধার হল বোমা ৷ সব মিলিয়ে গোটা আমডাঙ্গা এলাকা জুড়ে ছড়াল উত্তেজনা ৷

আমডাঙ্গা উত্তর ভোদাই 127 নম্বর বুথ এলাকায় আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর ৷ হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ক্যাম্প এবং অফিসও ৷ আইএসএফ কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ভাঙচুর করেছে তাদের বাড়ি ৷ তারা আরও জানিয়েছে গতকাল রাতে বন্দুক দেখিয়ে তাদের ভোট কেন্দ্র যেতে বারণ করেছে তৃণমূলের কর্মীরা ৷

উত্তপ্ত আমডাঙ্গা

যদিও সব অভিযোগ অস্বীকার করে এক তৃণমূল কর্মী বলেন, আইএসএফ কর্মীরা নিজেরাই ভাঙচুর করে তাদের নামে মিথ্যে অভিযোগ করছে ৷ আইএসএফ কর্মীরা তাদের মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি ৷

অন্যদিকে এদিন সকালে আমডাঙ্গা 83 নম্বর বুথের রংমহল এলাকায় ঝোপের মধ্যে বোমা উদ্ধার হয়েছে । ঝোপ ও শৌচালয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাজা বোমা । উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : ভোট দিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.