ETV Bharat / state

রণঘাট এখনও থমথমে, পুরুষশূন্য গ্রাম

বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণে পুলিশের গুলি চালানোর ঘটনার পর আতঙ্কে রণঘাট গ্রাম । গা ঢাকা দিয়েছে পুরুষেরা । গ্রামবাসীরা ভয়ে না পারছে খাবার মুখে তুলতে, না পারছে ঘুমোতে ।

fear engulfed ranghat
fear engulfed ranghat
author img

By

Published : Apr 23, 2021, 10:58 PM IST

বাগদা, 23 এপ্রিল : ষষ্ঠ দফার ভোটগ্রহণে উতপ্ত হয়েছিল সীমান্ত বুথ রণঘাট । পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী । ভোট মিটলেও আতঙ্ক কাটেনি উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা রণঘাট গ্রামে । প্রায় পুরুষশূন্য এলাকা । আতঙ্কে রাত কেটেছে তাঁদের । শুক্রবার সকালে উদ্ধার হয়েছে দু'টি গুলির খোল ।

ষষ্ঠ দফার নির্বাচনে বাগদার রণঘাট পঞ্চায়েতের 35 ও 36 নম্বর বুথের সামনে সংঘর্ষের জেরে পুলিশের গুলি চালানোর ঘটনায় তোলপাড় হয় রাজ্য । গুলি লেগে দু’জন গ্রামবাসী জখম হয়েছেন । গুলি চালানোর কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন । ঘটনার 24 ঘণ্টা কাটলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর । শুক্রবার রণঘাট গ্রামে গিয়ে দেখা গেল গ্রাম প্রায় পুরুষশূন্য, থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । আতঙ্কের ছাপ বাসিন্দাদের চোখে-মুখে । জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না ।

রণঘাট এখনও থমথমে, পুরুষশূন্য গ্রাম

এলাকার মহিলারা জানাচ্ছেন, ঘটনার পর ঘুমোতে পারেননি কেউ । আলো জ্বালিয়ে বসেছিলেন তাঁরা । আতঙ্কে রাত কেটেছে আবার কখনও আক্রমণ হতে পারে তাদের উপর এইভেবে । দিনেও তাঁদের আতঙ্ক তাড়া করে নিয়ে বেড়িয়েছে ।

আরও পড়ুন : দরকার হলে কোর্টের মধ্যে গুলি চালাব, আস্ফালন পুলিশ কর্মীর

বৃদ্ধ মনোরঞ্জন সরকার বলেন,"সকালে এলাকা থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে । পুলিশের ভয়ে পুরুষেরা বাড়িতে আসতে পারছে না ।"

বাগদা, 23 এপ্রিল : ষষ্ঠ দফার ভোটগ্রহণে উতপ্ত হয়েছিল সীমান্ত বুথ রণঘাট । পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী । ভোট মিটলেও আতঙ্ক কাটেনি উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা রণঘাট গ্রামে । প্রায় পুরুষশূন্য এলাকা । আতঙ্কে রাত কেটেছে তাঁদের । শুক্রবার সকালে উদ্ধার হয়েছে দু'টি গুলির খোল ।

ষষ্ঠ দফার নির্বাচনে বাগদার রণঘাট পঞ্চায়েতের 35 ও 36 নম্বর বুথের সামনে সংঘর্ষের জেরে পুলিশের গুলি চালানোর ঘটনায় তোলপাড় হয় রাজ্য । গুলি লেগে দু’জন গ্রামবাসী জখম হয়েছেন । গুলি চালানোর কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন । ঘটনার 24 ঘণ্টা কাটলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর । শুক্রবার রণঘাট গ্রামে গিয়ে দেখা গেল গ্রাম প্রায় পুরুষশূন্য, থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । আতঙ্কের ছাপ বাসিন্দাদের চোখে-মুখে । জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না ।

রণঘাট এখনও থমথমে, পুরুষশূন্য গ্রাম

এলাকার মহিলারা জানাচ্ছেন, ঘটনার পর ঘুমোতে পারেননি কেউ । আলো জ্বালিয়ে বসেছিলেন তাঁরা । আতঙ্কে রাত কেটেছে আবার কখনও আক্রমণ হতে পারে তাদের উপর এইভেবে । দিনেও তাঁদের আতঙ্ক তাড়া করে নিয়ে বেড়িয়েছে ।

আরও পড়ুন : দরকার হলে কোর্টের মধ্যে গুলি চালাব, আস্ফালন পুলিশ কর্মীর

বৃদ্ধ মনোরঞ্জন সরকার বলেন,"সকালে এলাকা থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে । পুলিশের ভয়ে পুরুষেরা বাড়িতে আসতে পারছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.