ETV Bharat / state

ছুটির দিনে ভোট প্রচারে আমডাঙার আইএসএফ প্রার্থী - assembly election 2021

আজ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন জামালউদ্দিন ৷ সঙ্গে রাজ্য় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ৷ বিগত বছরগুলিতে ওই এলাকায় তেমন উন্নতি হয়নি বলে তাঁর অভিযোগ ৷ অন্য়দিকে ক্ষমতায় এসে কী কী কাজ করবেন তার প্রতিশ্রুতিও দেন আজকের প্রচারে ৷

ISF
ভোট প্রচারে আই এস এফ প্রার্থী
author img

By

Published : Apr 18, 2021, 4:24 PM IST

আমডাঙা, 18 এপ্রিল : ছুটির দিনে নির্বাচনী প্রচার সারলেন উত্তর 24 পরগনার আমডাঙার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী জামালউদ্দিন ৷ আমডাঙার বিভিন্ন এলাকায় আজ প্রচার করেন তিনি ৷ সঙ্গে ছিলেন দত্তপুকুরের সিপিআইএম এরিয়া কমিটি শম্ভু দাস ৷

আজ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন জামালউদ্দিন ৷ সঙ্গে রাজ্য় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ৷ বিগত বছরগুলিতে ওই এলাকায় তেমন উন্নতি হয়নি বলে তাঁর অভিযোগ ৷ অন্য়দিকে ক্ষমতায় এসে কী কী কাজ করবেন তার প্রতিশ্রুতিও দেন আজকের প্রচারে ৷

শম্ভু দাসের বক্তব্য়

আরও পড়ুন- দাদার স্বপ্ন দেখানো পথে আইপিএল-এর চর্তুদর্শীর বাইশ গজে ফের কলকাতা-বেঙ্গালুরু

এই প্রসঙ্গে শম্ভু দাস বলেন, "জামালউদ্দিন ওই এলাকার একজন সমাজসেবী ৷ প্রচুর মানুষকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন ৷ " পাশাপাশি তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "তৃণমূল ও বিজেপির শাসনের সময় সাম্প্রদায়িক হিংসা সাংঘাতিক আকার নিয়েছে ৷ উন্নয়নের কোনও কাজ হয়নি ৷ শুধুমাত্র নীল সাদা রং হয়েছে ৷ চাল চুরি, আমফানের টাকা চুরি ছাড়া তেমন কোনও কাজই হয়নি তৃণমূলের আমলে ৷ "

বিধানসভা নির্বাচনে আমডাঙা কেন্দ্র থেকে প্রচুর ভোটে জামালউদ্দিন জয়ী হবেন বলে আশা করছেন শম্ভু দাস ৷

আমডাঙা, 18 এপ্রিল : ছুটির দিনে নির্বাচনী প্রচার সারলেন উত্তর 24 পরগনার আমডাঙার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী জামালউদ্দিন ৷ আমডাঙার বিভিন্ন এলাকায় আজ প্রচার করেন তিনি ৷ সঙ্গে ছিলেন দত্তপুকুরের সিপিআইএম এরিয়া কমিটি শম্ভু দাস ৷

আজ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন জামালউদ্দিন ৷ সঙ্গে রাজ্য় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ৷ বিগত বছরগুলিতে ওই এলাকায় তেমন উন্নতি হয়নি বলে তাঁর অভিযোগ ৷ অন্য়দিকে ক্ষমতায় এসে কী কী কাজ করবেন তার প্রতিশ্রুতিও দেন আজকের প্রচারে ৷

শম্ভু দাসের বক্তব্য়

আরও পড়ুন- দাদার স্বপ্ন দেখানো পথে আইপিএল-এর চর্তুদর্শীর বাইশ গজে ফের কলকাতা-বেঙ্গালুরু

এই প্রসঙ্গে শম্ভু দাস বলেন, "জামালউদ্দিন ওই এলাকার একজন সমাজসেবী ৷ প্রচুর মানুষকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন ৷ " পাশাপাশি তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "তৃণমূল ও বিজেপির শাসনের সময় সাম্প্রদায়িক হিংসা সাংঘাতিক আকার নিয়েছে ৷ উন্নয়নের কোনও কাজ হয়নি ৷ শুধুমাত্র নীল সাদা রং হয়েছে ৷ চাল চুরি, আমফানের টাকা চুরি ছাড়া তেমন কোনও কাজই হয়নি তৃণমূলের আমলে ৷ "

বিধানসভা নির্বাচনে আমডাঙা কেন্দ্র থেকে প্রচুর ভোটে জামালউদ্দিন জয়ী হবেন বলে আশা করছেন শম্ভু দাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.