বরানগর, 17 এপ্রিল : বরানগরে পার্ণো মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ । আলমবাজারে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় । এরপর বিক্ষোভ এড়াতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে ৷
একই দিনে দু'বার নিগ্রহের শিকার হলেন বিজেপি প্রার্থী পার্ণো মিত্র ৷ আজ সকালে তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ বরানগরের আলমবাজারের 78 নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ পেয়ে বুথের উদ্দেশ্যে যান বিজেপি প্রার্থী ৷ আলমবাজারেই তাঁর গাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ । তাঁর গাড়ি অনেকক্ষণ আটকে রাখা হয় ৷ তাঁর গাড়ির উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা । বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগানও ওঠে ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী । পৌঁছায় রাজ্য পুলিশও । বিক্ষোভ সরাতে পুলিশকে লাঠি নিয়ে তাড়া করতে হয় ৷ অন্যদিকে তৃণমূলের বিদায়ী বিধায়ক তাপস রায় অভিযোগ করেন, তাঁদের উপর লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী । তৃণমূলের দুইজন কর্মী লাঠির ঘায়ে আহত হয়েছেন ৷
আরও পড়ুন : বর্ধমানের নীলপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, এলাকায় মোতায়েন বাহিনী
উপস্থিত পুলিশ কর্তার সঙ্গে পার্ণো বিষয়টি নিয়ে আলোচনা করেন । অপরদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ , ভোটের দিন পার্ণো বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । উল্লেখ্য এর আগেও প্রচারের শেষদিনে পার্ণো মিত্রের বাইক মিছিলে হামলা নিয়ে উত্তপ্ত হয়েছে বরানগর ৷ এরপর বিজেপির থানা ঘেরাও এবং তৃণমূলের পাল্টা থানা ঘেরাও নিয়ে উত্তপ্ত হয় এলাকা ৷ তখনও পার্ণোর বিরুদ্ধে বহিরাগত নিয়ে মিছিল করার অভিযোগ তোলে তৃণমূল ৷