দেগঙ্গা, 29 মার্চ : সংযুক্ত মোর্চার দুই শরিক আইএফএস ও ফরওয়ার্ড ব্লকের দ্বন্দ্বের মধ্যেই সোমবার দেগঙ্গা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাসানুর জামান চৌধুরী । আগে এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন আইএসএফের করিম আলি । ফলে, মোর্চার দুই শরিক আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক দু'পক্ষই এবারের নির্বাচনে সম্মুখ সমরে । আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক, তৃণমূল ও বিজেপি প্রত্যেকেই দেগঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় জমে উঠেছে ভোট রাজনীতি ।
1977 সাল থেকে এই কেন্দ্র থেকে ভোটে লড়াই করে আসছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক । বাম আমলে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক থেকে মন্ত্রী সবকিছুই হয়েছে । এমনকি, তৃণমূলে যোগ দেওয়া একসময়ে ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা মোর্তজা হোসেনও মন্ত্রী হয়েছিলেন দেগঙ্গা কেন্দ্র থেকে থেকে জয়ী হয়ে । রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরও এই কেন্দ্র থেকে প্রার্থী দিয়ে আসছে ফরওয়ার্ড ব্লক । কিন্তু এবার বাম,কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর পরই সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গা আসনটি দাবি করে সংযুক্ত মোর্চার আইএসএফ ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লড়াই করা এই আসনটি ছাড়তে মোটেই রাজি ছিল না বাম শরিক ফরওয়ার্ড ব্লক । যার ফলে দ্বন্দ্ব তৈরি হয় সংযুক্ত মোর্চার ওই দুই শরিকের মধ্যে । দ্বন্দ্বের মাঝেই ওই কেন্দ্রে নিজেদের আসন দাবি করে প্রার্থী ঘোষণা করে দেয় আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব । আইএসএফের হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে স্থানীয় নেতা করিম আলি । আর ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় হাসানুর জামান চৌধুরী ।
আরও পড়ুন : নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার
দু'পক্ষের দেওয়াল লিখন, প্রচার সবকিছুই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে । শুধু তাই নয়,দ্বন্দ্বের মধ্যেই আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী মনোনয়নও জমা দিয়েছেন জেলাশাসকের কার্যালয়ে আইএসএফ, ফরওয়ার্ড ব্লক প্রার্থী ছাড়াও দেগঙ্গা কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল এবং বিজেপিও । ফলে চতুর্মুখী লড়াইয়ে জমজমাট এই কেন্দ্র ।
এই বিষয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাসানুর জামান চৌধুরী বলেন,"দেগঙ্গা কেন্দ্র থেকে বরাবরই ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে এসেছে।তাই আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকীর কাছে আবেদন করব,ওই কেন্দ্র থেকে যাতে আইএসএফ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন"।
যদিও ফরওয়ার্ড ব্লক প্রার্থীর মনোনয়ন দেওয়ার বিষয়টি তার জানা নেই বলে দাবি করেছেন এই কেন্দ্রের আইএসএফ প্রার্থী করিম আলি । তিনি বলেন, "উনি এখনও মনোনয়ন জমা দেননি । আর দেগঙ্গা কেন্দ্র নিয়ে মোর্চায় যে জট তৈরি হয়েছে তা অচিরেই মিটে যাবে । এই নিয়ে দু'পক্ষের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা চলছে ।"
এদিকে, দেগঙ্গা কেন্দ্র থেকে আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক উভয়ই আলাদা ভাবে প্রাথী দেওয়ায় গুরুত্ব দিতে নারাজ এই কেন্দ্রের তৃনমূল ও বিজেপি প্রাথী । বরং জয় নিয়েই তাঁরা বেশি চিন্তাভাবনা শুরু করেছেন । অন্যদিকে,দেগঙ্গা কেন্দ্রে লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে 2 মে গননার দিন ।