আমডাঙা, 11 এপ্রিল: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা । প্রচার মিছিল শেষে আইএসএফ কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পাল্টা আইএসএফের বিরুদ্ধে তৃণমূলের কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে । দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 7 জন । আহতদের আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
জানা গিয়েছে, আমডাঙার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী জামালউদ্দিনের সমর্থনে শুক্রবার রাতে চানকিয়া মোড় থেকে হামিদপুর বাজার পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়েছিল । সেই মিছিলে সামিল হয়েছিলেন আইএসএফের অসংখ্য কর্মী-সমর্থক । মিছিল শেষে কর্মী-সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন তখন আচমকাই ন'পাড়া গ্রামে তৃণমূলের লোকজন তাঁদের উপর আক্রমণ করে বলে অভিযোগ । বাঁশ,লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় । তাতে জখম হন অন্তত পাঁচজন কর্মী । পাল্টা তৃণমূলের কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে ।
আইএসএফের আহত কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আমডাঙা গ্রামীণ হাসপাতালে । দুই তরফে এই অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার আমডাঙায় ।
এই বিষয়ে আইএসএফ প্রার্থী জামালউদ্দিনের নির্বাচনী এজেন্ট সাহারাব মণ্ডল বলেন, "জামাল সাহেবের নির্বাচনী প্রচারে নতুন প্রজন্মের ভিড় বাড়ছে । তা দেখে হতাশ হয়েই আইএসএফ কর্মীদের উপর হামলার পথ বেছে নিয়েছে শাসকদল । এসব করে সংযুক্ত মোর্চাকে রোখা যাবে না । আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি । নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করা হবে ৷’’
আরও পড়ুন: ‘গণতন্ত্রে হিংসা নিন্দনীয়’, শীতলকুচির ঘটনায় টুইট রাজ্যপালের
যদিও ঘটনার কথা অস্বীকার করে পাল্টা আইএসএফের বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির তৃণমূলের দলনেতা মোস্তাক আহমেদ মণ্ডল ৷ তিনি বলেন, "মিছিল শেষে ন'পাড়া গ্রামে আইএসএফের কর্মীরা তৃণমূলের পতাকা, ফেস্টুন ছিড়ে গালিগালাজ করছিল । তার প্রতিবাদ করেন তৃণমূলের কর্মীরা ।’’