ETV Bharat / state

দক্ষিণেশ্বরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান - bjp

বিজেপির বিরুদ্ধে যে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলা হয়, তা নিয়ে প্রশ্ন করলে ধর্মেন্দ্র প্রধান বলেন, "মোদিজী উজ্জ্বলা প্রকল্পে গ্যাস দিয়েছেন, আমফানের সময় টাকা দিয়েছেন, কোভিডে মহিলাদের ব্যাংকে ১৫০০ টাকা, ফ্রি রেশন পাঠিয়েছেন । সেখানে তো কোনও জাতপাত দেখা হয়নি ।"

ধর্মেন্দ্র কুমার প্রধান
ধর্মেন্দ্র কুমার প্রধান
author img

By

Published : Apr 4, 2021, 4:29 PM IST

Updated : Apr 4, 2021, 7:28 PM IST

দক্ষিণেশ্বর, 4 এপ্রিল : কামারহাটির বিজেপির প্রার্থী রাজু বন্দোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্রকুমার প্রধান ৷ এরপর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন তিনি ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

এদিন ধর্মেন্দ্র প্রধান বলেন, "মমতা দিদি তো রামকৃষ্ণকে গালি দেন । রাম নাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো গালি মনে হয় । সাম্প্রদায়িক ও জাতিবিবাদ মমতা দিদির নীতি হয়ে গিয়েছে । মমতা দিদির তোলাবাজি, কাটমানি আর ভাইপোর সরকার । "

বিজেপির বিরুদ্ধে যে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলা হয়, তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "মোদিজী উজ্জ্বলা প্রকল্পে গ্যাস দিয়েছেন, আমফানের সময় টাকা দিয়েছেন, কোভিডে মহিলাদের ব্যাংকে ১৫০০ টাকা, ফ্রি রেশন পাঠিয়েছেন । সেখানে তো কোনও জাতপাত দেখা হয়নি ।"

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এলেন ধর্মেন্দ্র কুমার প্রধান

আরও পড়ুন : জগদ্দলে রাস্তার ধারে বিজেপি প্রার্থীর ছেঁড়া ব্যানার

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, "মমতা দিদি নন্দীগ্রামে নির্বাচনের পর ভয় পেয়ে গিয়েছেন । আমি ওঁকে ওড়িশা আসার আমন্ত্রণ জানিয়েছি । উনি ক্লান্ত হয়ে পড়েছেন । ওঁর বিশ্রামের প্রয়োজন । এখানে এসে উনি নামাজ পড়ুন, ৷ দূর্গামন্ত্র পড়ুন ৷ তবে এখানে এলে জয় জগন্নাথ বলতে হবে ।"

দক্ষিণেশ্বর, 4 এপ্রিল : কামারহাটির বিজেপির প্রার্থী রাজু বন্দোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্রকুমার প্রধান ৷ এরপর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন তিনি ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

এদিন ধর্মেন্দ্র প্রধান বলেন, "মমতা দিদি তো রামকৃষ্ণকে গালি দেন । রাম নাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো গালি মনে হয় । সাম্প্রদায়িক ও জাতিবিবাদ মমতা দিদির নীতি হয়ে গিয়েছে । মমতা দিদির তোলাবাজি, কাটমানি আর ভাইপোর সরকার । "

বিজেপির বিরুদ্ধে যে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলা হয়, তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "মোদিজী উজ্জ্বলা প্রকল্পে গ্যাস দিয়েছেন, আমফানের সময় টাকা দিয়েছেন, কোভিডে মহিলাদের ব্যাংকে ১৫০০ টাকা, ফ্রি রেশন পাঠিয়েছেন । সেখানে তো কোনও জাতপাত দেখা হয়নি ।"

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এলেন ধর্মেন্দ্র কুমার প্রধান

আরও পড়ুন : জগদ্দলে রাস্তার ধারে বিজেপি প্রার্থীর ছেঁড়া ব্যানার

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, "মমতা দিদি নন্দীগ্রামে নির্বাচনের পর ভয় পেয়ে গিয়েছেন । আমি ওঁকে ওড়িশা আসার আমন্ত্রণ জানিয়েছি । উনি ক্লান্ত হয়ে পড়েছেন । ওঁর বিশ্রামের প্রয়োজন । এখানে এসে উনি নামাজ পড়ুন, ৷ দূর্গামন্ত্র পড়ুন ৷ তবে এখানে এলে জয় জগন্নাথ বলতে হবে ।"

Last Updated : Apr 4, 2021, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.