ETV Bharat / state

দেওয়াল লিখনের সময় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা - assembly election 2021

জগদ্দলের প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লিখনের সময় আক্রান্ত হন বিজেপি কর্মী সমর্থকরা ৷ যদিও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷

bjp
দেওয়াল লিখন
author img

By

Published : Mar 20, 2021, 5:01 PM IST

জগদ্দল, 20 মার্চ : বিজেপির দেওয়াল লিখনের সময় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে৷ মারধর করা হয় বলেও অভিযোগ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার জগদ্দলে ৷

কী অভিযোগ ?

গতকাল সেখানকার বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লিখন করছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ৷ অভিযোগ, সেসময় কয়েকজন দুষ্কৃতী বাইক নিয়ে হামলা চালায় ৷ দেওয়াল লিখনের উপর রং ঢেলে দেওয়া হয় ৷ এমনকী সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ ৷

আরও পড়ুন- খড়গপুরের সভামঞ্চ থেকে ফের বাংলায় পদ্ম ফোটানোর ডাক মোদির

এই ঘটনার পর নাম না করে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য ৷ তিনি বলেন, " আমাদের বিরোধী রাজনৈতিক দলই এই ঘটনা ঘটিয়েছে৷" পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার জন্য় পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি৷

যদিও তাদের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ স্থানীয় তৃণমূল নেতা বলেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ বিজেপির অন্য় একটি গোষ্ঠী এই ঘটনার জন্য় দায়ী ৷ ক্য়ামেরার সামনে না বললেও স্থানীয় তৃণমূল নেতাদের কয়েকজন বলেছেন, জগদ্দলে বিজেপির প্রার্থী দেওয়া নিয়ে দলের মধ্য়েই ক্ষোভ তৈরি হয়েছে ৷ অনেকেই অরিন্দমবাবুকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না ৷ সেকারণে ক্ষোভে তাঁরা এই কাজ করেছেন ৷

জগদ্দল, 20 মার্চ : বিজেপির দেওয়াল লিখনের সময় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে৷ মারধর করা হয় বলেও অভিযোগ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার জগদ্দলে ৷

কী অভিযোগ ?

গতকাল সেখানকার বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লিখন করছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ৷ অভিযোগ, সেসময় কয়েকজন দুষ্কৃতী বাইক নিয়ে হামলা চালায় ৷ দেওয়াল লিখনের উপর রং ঢেলে দেওয়া হয় ৷ এমনকী সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ ৷

আরও পড়ুন- খড়গপুরের সভামঞ্চ থেকে ফের বাংলায় পদ্ম ফোটানোর ডাক মোদির

এই ঘটনার পর নাম না করে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য ৷ তিনি বলেন, " আমাদের বিরোধী রাজনৈতিক দলই এই ঘটনা ঘটিয়েছে৷" পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার জন্য় পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি৷

যদিও তাদের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ স্থানীয় তৃণমূল নেতা বলেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ বিজেপির অন্য় একটি গোষ্ঠী এই ঘটনার জন্য় দায়ী ৷ ক্য়ামেরার সামনে না বললেও স্থানীয় তৃণমূল নেতাদের কয়েকজন বলেছেন, জগদ্দলে বিজেপির প্রার্থী দেওয়া নিয়ে দলের মধ্য়েই ক্ষোভ তৈরি হয়েছে ৷ অনেকেই অরিন্দমবাবুকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না ৷ সেকারণে ক্ষোভে তাঁরা এই কাজ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.