ETV Bharat / state

প্রচারে নিষেধাজ্ঞা, বাজার করে লাঙল চষে দিন কাটালেন রাহুল - বিজেপি

এদিন সকাল 10টা নাগাদ তিনি হাবরার বড়বাজারে এসে আলু, পটল, লঙ্কা, লেবু, মসুর ডাল ও হলুদ কিনলেন তিনি ৷ এর পর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কেনেন তিনি ৷ তবে তিনি কোনওরকম প্রচার করেননি ৷

প্রচারে নিষেধাজ্ঞা, বাজার করে লাঙল চষে দিন কাটালেন রাহুল
প্রচারে নিষেধাজ্ঞা, বাজার করে লাঙল চষে দিন কাটালেন রাহুল
author img

By

Published : Apr 14, 2021, 7:14 PM IST

Updated : Apr 14, 2021, 8:19 PM IST

হাবরা, 14 এপ্রিল : উত্তর 24 পরগনার হাবরা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৷ বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর প্রচারে 48 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ তাই বুধবার সকাল থেকে বাজার করে, হাল চষে সময় কাটালেন এই বিজেপি নেতা ৷

এদিন সকাল 10টা নাগাদ তিনি হাবরার বড়বাজারে এসে আলু, পটল, লঙ্কা, লেবু, মসুর ডাল ও হলুদ কিনলেন তিনি ৷ এর পর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কেনেন তিনি ৷ তবে তিনি কোনওরকম প্রচার করেননি ৷

এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি হাবরার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি জানান, রাহুল সিনহা নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করেছেন ৷ উনি ভদ্রলোক হলে বাড়িতে বসে থাকতেন ৷ এর পালটা রাহুল সিনহার জবাব, ‘‘নির্বাচন কমিশনের আমাকে বলেনি বাড়িতে বসে থাকতে৷ আর আমার বাজার করার অধিকার নির্বাচন কমিশন কেড়ে নেয়নি ৷’’

প্রচারে নিষেধাজ্ঞা, বাজার করে লাঙল চষে দিন কাটালেন রাহুল

আরও পড়ুন : মোদি-অমিতের প্রচার বন্ধের দাবিতে কমিশনে তৃণমূল

এছাড়া তিনি এদিন বেলা 11 টা নাগাদ একটি জমিতে গিয়ে লাঙ্গল জুড়ে নিয়ে চাষ করা শুরু করেন ৷ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি জানান, কমিশন এর বিচার করবে ৷ তবে রাহুল সিনহার দাবি, তিনি কোনও অন্যায় করেননি ৷

হাবরা, 14 এপ্রিল : উত্তর 24 পরগনার হাবরা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৷ বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর প্রচারে 48 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ তাই বুধবার সকাল থেকে বাজার করে, হাল চষে সময় কাটালেন এই বিজেপি নেতা ৷

এদিন সকাল 10টা নাগাদ তিনি হাবরার বড়বাজারে এসে আলু, পটল, লঙ্কা, লেবু, মসুর ডাল ও হলুদ কিনলেন তিনি ৷ এর পর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কেনেন তিনি ৷ তবে তিনি কোনওরকম প্রচার করেননি ৷

এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি হাবরার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি জানান, রাহুল সিনহা নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করেছেন ৷ উনি ভদ্রলোক হলে বাড়িতে বসে থাকতেন ৷ এর পালটা রাহুল সিনহার জবাব, ‘‘নির্বাচন কমিশনের আমাকে বলেনি বাড়িতে বসে থাকতে৷ আর আমার বাজার করার অধিকার নির্বাচন কমিশন কেড়ে নেয়নি ৷’’

প্রচারে নিষেধাজ্ঞা, বাজার করে লাঙল চষে দিন কাটালেন রাহুল

আরও পড়ুন : মোদি-অমিতের প্রচার বন্ধের দাবিতে কমিশনে তৃণমূল

এছাড়া তিনি এদিন বেলা 11 টা নাগাদ একটি জমিতে গিয়ে লাঙ্গল জুড়ে নিয়ে চাষ করা শুরু করেন ৷ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি জানান, কমিশন এর বিচার করবে ৷ তবে রাহুল সিনহার দাবি, তিনি কোনও অন্যায় করেননি ৷

Last Updated : Apr 14, 2021, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.