ETV Bharat / state

নৈহাটিতে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি - bjp vs tmc

রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার আগের দিন নৈহাটিতে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজির ঘটনা ঘটল ৷ তৃৃণমূলের তরফে অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে ৷ দিনেদুপুরে এভাবে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

নৈহাটিতে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি
নৈহাটিতে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি
author img

By

Published : May 1, 2021, 5:45 PM IST

নৈহাটি, 1 মে: শনিবার সকালে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে বোমাবাজির ঘটনা ঘটল ৷ অভিযোগ বিজেপির দিকে ।আগামিকাল নির্বাচনের ফল ঘোষণার দিন ৷ তার ঠিক আগে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয়দের অভিযোগ, বাম আমলেও এমন হয়নি, যেমনটা এখন হচ্ছে ৷ অভিযোগ দায়ের করা হয়েছে নৈহাটি থানায় ৷

এদিন সকালে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ের বাইরে বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতী ৷ স্থানীয়রা জানান, বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিসের বাইরে বোমাবাজি করে ৷ রাস্তার উপর এবং পার্টি অফিসের বাইরের দেওয়ালে বোমা মারা হয় ৷ তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে । দিনেদুপুরে এধরনের বোমাবাজিতে আতঙ্কিত এলাকাবাসী ।

নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি, অভিযোগ বিজেপির দিকে ৷

নৈহাটি পুরসভার প্রশাসক অশোক চট্টোপাধ্যায় বলেন, "বিজেপির দুষ্কৃতীরা সেই 20 বছর আগেকার নৈহাটি বানানোর পরিকল্পনা করছে, যার কারণে এই বোমাবাজি। আমরা নৈহাটি থানার পুলিশ আধিকারিকের কাছে জানিয়েছি । দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি ।"

আরও পড়ুন: বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

নৈহাটি, 1 মে: শনিবার সকালে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে বোমাবাজির ঘটনা ঘটল ৷ অভিযোগ বিজেপির দিকে ।আগামিকাল নির্বাচনের ফল ঘোষণার দিন ৷ তার ঠিক আগে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয়দের অভিযোগ, বাম আমলেও এমন হয়নি, যেমনটা এখন হচ্ছে ৷ অভিযোগ দায়ের করা হয়েছে নৈহাটি থানায় ৷

এদিন সকালে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ের বাইরে বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতী ৷ স্থানীয়রা জানান, বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিসের বাইরে বোমাবাজি করে ৷ রাস্তার উপর এবং পার্টি অফিসের বাইরের দেওয়ালে বোমা মারা হয় ৷ তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে । দিনেদুপুরে এধরনের বোমাবাজিতে আতঙ্কিত এলাকাবাসী ।

নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি, অভিযোগ বিজেপির দিকে ৷

নৈহাটি পুরসভার প্রশাসক অশোক চট্টোপাধ্যায় বলেন, "বিজেপির দুষ্কৃতীরা সেই 20 বছর আগেকার নৈহাটি বানানোর পরিকল্পনা করছে, যার কারণে এই বোমাবাজি। আমরা নৈহাটি থানার পুলিশ আধিকারিকের কাছে জানিয়েছি । দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি ।"

আরও পড়ুন: বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.