ETV Bharat / state

কামারহাটিতে প্রচারে বিমান বসু

ওই মিছিলে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখার্জি, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানস মুখার্জি ৷

Biman
বিমান বোস
author img

By

Published : Apr 14, 2021, 10:42 PM IST

কামারহাটি, 14 এপ্রিল : কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রর সমর্থনে আজ রোড শো করলেন বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু ৷ পূর্ব বেলঘরিয়ার বাদামতলা মোড় থেকে ফিডার রোড, বিটি রোড, আড়িয়াদহ নওদাপাড়া হয়ে 34 নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত ওই মিছিল হয় ৷

ওই মিছিলে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখার্জি, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানস মুখার্জি ৷

আরও পড়ুন- ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের

কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করছেন মদন মিত্র এবং বিজেপির হয়ে লড়ছেন রাজু বন্দ্য়োপাধ্য়ায় ৷ তবে বিজেপির প্রার্থীকে নিজের প্রতিপক্ষের মধ্য়ে ধরছেন না মদন ৷ বরং সিপিআইএম প্রার্থী সায়নদীপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মদন ৷ যদিও তাঁর দাবি, এবার বেশ কিছু বাম ভোট তাঁর দিকে আসবে ৷

বিমান বসুর প্রচার

যদিও কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ ৷ এখন দেখার 2 মে কামারহাটি কেন্দ্র থেকে কে শেষ হাসি হাসে ৷

কামারহাটি, 14 এপ্রিল : কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রর সমর্থনে আজ রোড শো করলেন বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু ৷ পূর্ব বেলঘরিয়ার বাদামতলা মোড় থেকে ফিডার রোড, বিটি রোড, আড়িয়াদহ নওদাপাড়া হয়ে 34 নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত ওই মিছিল হয় ৷

ওই মিছিলে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখার্জি, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানস মুখার্জি ৷

আরও পড়ুন- ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের

কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করছেন মদন মিত্র এবং বিজেপির হয়ে লড়ছেন রাজু বন্দ্য়োপাধ্য়ায় ৷ তবে বিজেপির প্রার্থীকে নিজের প্রতিপক্ষের মধ্য়ে ধরছেন না মদন ৷ বরং সিপিআইএম প্রার্থী সায়নদীপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মদন ৷ যদিও তাঁর দাবি, এবার বেশ কিছু বাম ভোট তাঁর দিকে আসবে ৷

বিমান বসুর প্রচার

যদিও কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ ৷ এখন দেখার 2 মে কামারহাটি কেন্দ্র থেকে কে শেষ হাসি হাসে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.