ETV Bharat / state

বরানগরে পার্নো মিত্রের মিছিলে হামলা - পার্নো মিত্রের উপর হামলা

বরানগর বিধানসভার সিঁথির মোড়ে ব়্যালি শেষ হয় ৷ এরমাঝেই বরানগর সতীন সেন নগরে ব়্যালি পৌঁছতেই কিছু যুবক হামলা চলায় বলে অভিযোগ । হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।

বরানগরে পার্নো মিত্রের বাইক র্যালিতে হামলা
বরানগরে পার্নো মিত্রের বাইক র্যালিতে হামলা
author img

By

Published : Apr 14, 2021, 4:20 PM IST

Updated : Apr 14, 2021, 8:21 PM IST

বরানগর, 14 এপ্রিল : বরানগরে বিজেপি প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্রের মিছিলে হামলা ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷

বরানগর বিধানসভা কেন্দ্রে শেষ প্রচারের দিন ছিল আজ ৷ এদিন প্রচারের জন্য শীতল সেন লেন থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে ৷ সতীন সেন নগরে সেই বাইক ব়্যালি আসতে কিছু দুষ্কৃতী আচমকাই হামলা চালায় সেই মিছিলে ৷ ইট, বাঁশ দিয়ে ব়্যালিতে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ ৷ মহিলাদের উপরও হামলা চলে ৷ মহিলাদের শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠে ৷ অভিনেত্রীর আভিযোগ, বিগত 15 দিন ধরে তাঁদের নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে ৷ ব়্যালি চলাকালীন তাঁর গাড়িতে উঠে এসে মারার চেষ্টা করে তৃণমূলের গুন্ডা বাহিনী ৷ ঘটনায় আহত হয়েছে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক ৷

পার্নো মিত্রের মিছিলে হামলা

আরও পড়ুন : মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে, তখন কমিশন কিছু করছে না কেন, প্রশ্ন মমতার

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ঘটনার প্রতিবাদে বরানগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ৷ থানা ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ ৷ সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয় ৷

বরানগর, 14 এপ্রিল : বরানগরে বিজেপি প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্রের মিছিলে হামলা ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷

বরানগর বিধানসভা কেন্দ্রে শেষ প্রচারের দিন ছিল আজ ৷ এদিন প্রচারের জন্য শীতল সেন লেন থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে ৷ সতীন সেন নগরে সেই বাইক ব়্যালি আসতে কিছু দুষ্কৃতী আচমকাই হামলা চালায় সেই মিছিলে ৷ ইট, বাঁশ দিয়ে ব়্যালিতে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ ৷ মহিলাদের উপরও হামলা চলে ৷ মহিলাদের শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠে ৷ অভিনেত্রীর আভিযোগ, বিগত 15 দিন ধরে তাঁদের নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে ৷ ব়্যালি চলাকালীন তাঁর গাড়িতে উঠে এসে মারার চেষ্টা করে তৃণমূলের গুন্ডা বাহিনী ৷ ঘটনায় আহত হয়েছে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক ৷

পার্নো মিত্রের মিছিলে হামলা

আরও পড়ুন : মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে, তখন কমিশন কিছু করছে না কেন, প্রশ্ন মমতার

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ঘটনার প্রতিবাদে বরানগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ৷ থানা ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ ৷ সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয় ৷

Last Updated : Apr 14, 2021, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.